ETV Bharat / entertainment

Shruti-Swarnendu Wedding: ভক্তদের ভালোবাসার রং-তুলিতে বন্দি নবদম্পতি শ্রুতি-স্বর্ণেন্দু - স্বর্ণেন্দু সমাদ্দার

ভক্তদের ভালোবাসার পেনসিল ও রং-তুলিতে বন্দি টেলি তারকা শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার ৷ সেই উপহার পেয়ে আপ্লুত নবদম্পতি ৷

Shruti-Swarnendu Wedding
Shruti-Swarnendu Wedding
author img

By

Published : Jul 18, 2023, 6:22 PM IST

Updated : Jul 18, 2023, 7:51 PM IST

কলকাতা, 18 জুলাই: শ্বেতবসনে বিরল সাজে বাঙালি ঢঙেই বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন টেলিপাড়ার ব্যস্ত অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার । সইসাবুত, মালাবদল, সিঁদুরদানের সঙ্গে বাড়তি অনুষঙ্গ ছিল কেক কাটিং । আর তাঁদের সেই বিশেষ দিনের মুহূর্ত রং-তুলিয়ে এঁকে তাঁদের বিয়ের উপহার দিয়েছেন ভক্তরা ৷ যা দেখে আপ্লুত নবদম্পতি ৷

চলতি মাসেই শুভ কাজটা সেরে ফেলেন বাংলা বিনোদন দুনিয়ার হিট জুটি শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার । না, এই জুটির দুজনেই আবার অনস্ক্রিন জুটি নয় । একজন অনস্ক্রিন, অন্যজন অফস্ক্রিন । কর্তা পর্দার ওপার সামলান, আর গিন্নি থাকেন এপারে । কবে তাঁদের চার হাত এক হবে, তা নিয়ে ভক্তকূলের মধ্যে প্রশ্ন ছিল অনেক । হঠাৎই বাড়তি চাকচিক্য না দেখিয়ে খুব ছিমছামভাবে পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়ে তাঁরা বিয়ে করলেন ।

Shruti-Swarnendu Wedding
বিয়ের পর শ্রুতি-স্বর্ণেন্দু
Shruti-Swarnendu Wedding
বিয়ের সাজে শ্রুতি

শ্বেতবসনে সেজেছিলেন বর-কনে দুজনেই । টলিউডের বিয়ের ইতিহাসে যা অনন্য নজির সৃষ্টি করেছে । বলতে দ্বিধা নেই, শ্রুতির হাতে কাজ থাক বা না থাক, তাঁকে ঘিরে আলোচনা চলতেই থাকে কোনও না কোনও কারণে । আর একে আশীর্বাদ বলেই মনে করেন বুদ্ধিমতী, দৃপ্ত, দক্ষ অভিনেত্রী শ্রুতি । শ্রুতির ভক্তের সংখ্যাও নেহাত কম নয় । আর তার প্রমাণ মিলল আরও একবার । তাঁর আর সমাদ্দার বাবুর বিয়ের পর যুগলের ছবি এঁকে তাঁদের প্রতি ভালোবাসা উজাড় করে দিচ্ছেন ভক্তরা । আর তা পেয়ে খুশি শ্রুতি এবং তাঁর সমাদ্দারবাবু । ভক্তদের ভালোবাসায় ভাসছেন নবদম্পতি ।

Shruti-Swarnendu Wedding
পেনসিল স্কেচে শ্রুতি-স্বর্ণেন্দু

আরও পড়ুন: মিস দাস এবার মিসেস সমাদ্দার ! চারহাত এক হল শ্রুতি-স্বর্ণেন্দুর

তন্দ্রা ঢালি, মুনমুন নাথ, বিদিশা বাগদের ভালোবাসা রঙে আঁকা ছবি সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি মিসেস শ্রুতি দাস (সমাদ্দার)। আর সেই সব ছবির নীচে কমেন্ট বক্স ভরে উঠছে অন্যান্য ভক্তদের শুভেচ্ছা বার্তায় । কেউ লিখছেন, 'যুগ যুগ জিও', কেউ লিখছেন, 'হুবহু এক এঁকে দিয়েছে"। কেউ বা কমেন্টে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি । তাঁদের সাজের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া । সবমিলিয়ে এই মুহূর্তে শ্রুতি-স্বর্ণেন্দুর ঘোরেই বিভোর নেটনাগরিকরা । পেনসিল, রং, তুলিতে বন্দি হচ্ছেন সমাদ্দার দম্পতি । তাঁদের সুখী দাম্পত্যের কামনায় শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ভক্তরা । সবকিছুকে সঙ্গে নিয়ে দুজনেই ব্যস্ত নিজেদের কাজে ।

কলকাতা, 18 জুলাই: শ্বেতবসনে বিরল সাজে বাঙালি ঢঙেই বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন টেলিপাড়ার ব্যস্ত অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার । সইসাবুত, মালাবদল, সিঁদুরদানের সঙ্গে বাড়তি অনুষঙ্গ ছিল কেক কাটিং । আর তাঁদের সেই বিশেষ দিনের মুহূর্ত রং-তুলিয়ে এঁকে তাঁদের বিয়ের উপহার দিয়েছেন ভক্তরা ৷ যা দেখে আপ্লুত নবদম্পতি ৷

চলতি মাসেই শুভ কাজটা সেরে ফেলেন বাংলা বিনোদন দুনিয়ার হিট জুটি শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার । না, এই জুটির দুজনেই আবার অনস্ক্রিন জুটি নয় । একজন অনস্ক্রিন, অন্যজন অফস্ক্রিন । কর্তা পর্দার ওপার সামলান, আর গিন্নি থাকেন এপারে । কবে তাঁদের চার হাত এক হবে, তা নিয়ে ভক্তকূলের মধ্যে প্রশ্ন ছিল অনেক । হঠাৎই বাড়তি চাকচিক্য না দেখিয়ে খুব ছিমছামভাবে পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়ে তাঁরা বিয়ে করলেন ।

Shruti-Swarnendu Wedding
বিয়ের পর শ্রুতি-স্বর্ণেন্দু
Shruti-Swarnendu Wedding
বিয়ের সাজে শ্রুতি

শ্বেতবসনে সেজেছিলেন বর-কনে দুজনেই । টলিউডের বিয়ের ইতিহাসে যা অনন্য নজির সৃষ্টি করেছে । বলতে দ্বিধা নেই, শ্রুতির হাতে কাজ থাক বা না থাক, তাঁকে ঘিরে আলোচনা চলতেই থাকে কোনও না কোনও কারণে । আর একে আশীর্বাদ বলেই মনে করেন বুদ্ধিমতী, দৃপ্ত, দক্ষ অভিনেত্রী শ্রুতি । শ্রুতির ভক্তের সংখ্যাও নেহাত কম নয় । আর তার প্রমাণ মিলল আরও একবার । তাঁর আর সমাদ্দার বাবুর বিয়ের পর যুগলের ছবি এঁকে তাঁদের প্রতি ভালোবাসা উজাড় করে দিচ্ছেন ভক্তরা । আর তা পেয়ে খুশি শ্রুতি এবং তাঁর সমাদ্দারবাবু । ভক্তদের ভালোবাসায় ভাসছেন নবদম্পতি ।

Shruti-Swarnendu Wedding
পেনসিল স্কেচে শ্রুতি-স্বর্ণেন্দু

আরও পড়ুন: মিস দাস এবার মিসেস সমাদ্দার ! চারহাত এক হল শ্রুতি-স্বর্ণেন্দুর

তন্দ্রা ঢালি, মুনমুন নাথ, বিদিশা বাগদের ভালোবাসা রঙে আঁকা ছবি সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি মিসেস শ্রুতি দাস (সমাদ্দার)। আর সেই সব ছবির নীচে কমেন্ট বক্স ভরে উঠছে অন্যান্য ভক্তদের শুভেচ্ছা বার্তায় । কেউ লিখছেন, 'যুগ যুগ জিও', কেউ লিখছেন, 'হুবহু এক এঁকে দিয়েছে"। কেউ বা কমেন্টে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি । তাঁদের সাজের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া । সবমিলিয়ে এই মুহূর্তে শ্রুতি-স্বর্ণেন্দুর ঘোরেই বিভোর নেটনাগরিকরা । পেনসিল, রং, তুলিতে বন্দি হচ্ছেন সমাদ্দার দম্পতি । তাঁদের সুখী দাম্পত্যের কামনায় শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ভক্তরা । সবকিছুকে সঙ্গে নিয়ে দুজনেই ব্যস্ত নিজেদের কাজে ।

Last Updated : Jul 18, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.