ETV Bharat / entertainment

Femina Miss India 2023: ফেমিনা মিস ইন্ডিয়া 2023-এর মুকুট উঠল রাজস্থানের নন্দিনীর মাথায় - Femina Miss India 2023

রাজস্থানের নন্দিনী গুপ্তা জিতে নিলেন ফেমিনা মিস ইন্ডিয়া 2023-এর মুকুট ৷ 19 বছরের নন্দিনী বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ৷

Femina Miss India 2023 ETV Bharat
ফেমিনা মিস ইন্ডিয়া 2023
author img

By

Published : Apr 16, 2023, 9:55 AM IST

Updated : Apr 16, 2023, 10:09 AM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল: ফেমিনা মিস ইন্ডিয়া 2023-এর মুকুট উঠল রাজস্থানের নন্দিনী গুপ্তার মাথায় ৷ শনিবার একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরে এই সম্মানীয় প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় । দিল্লির শ্রেয়া পুঞ্জাকে প্রথম রানার আপ হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ আর মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং-কে দ্বিতীয় রানার আপ ঘোষণা করা হয়েছে ।

এই শিরোপা জয়ের পর 19 বছরের নন্দিনী গুপ্তা এ বার সংযুক্ত আরব আমিরশাহীতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার 71তম সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করবেন । প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া 2022-এর বিজয়ী কর্ণাটকের সিনি শেঠি নন্দিনীকে এ বারের বিজয়ীর মুকুট পরিয়ে দেন ৷

15 এপ্রিল ফেমিনা মিস ইন্ডিয়া অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তারকা-খচিত ফেমিনা মিস ইন্ডিয়া 2023 প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছে ৷ তার ক্যাপশনে লেখা হয়েছে, "অভিনন্দন ৷ এই সমস্ত মহিলার শক্তিশালী কণ্ঠস্বর রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী, যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারণাগুলিকে তাঁরা বিশ্বাস করেন সেগুলিকে এগিয়ে নিতে তাঁরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন ।"

সেই পোস্টে আরও লেখা হয়েছে, "আমরা দেখেছি যে তাঁরা এই জায়গা পাওয়ার জন্য কতটা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা বিশ্বাস করি যে এর চেয়ে যোগ্য কেউ নেই ! এখন পার্টি করার সময় । আসুন শ্যাম্পেন দিয়ে উদযাপন করি !"

ফেমিনা মিস ইন্ডিয়া 2023 নন্দিনী গুপ্তার বাড়ি রাজস্থানের কোটায় ৷ 19 বছর বয়সি এই বিউটি কুইন বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ।

মণিপুর 59তম ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । এই শোতে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে । মণীশ পল এবং ভূমি পেদনেকার এই সন্ধ্যার অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে নেতৃত্ব দেন ৷ তাঁদের উপস্থিত বুদ্ধি এবং ইমপ্রোভাইজেশনে বিনোদনের রসদ ভরপুর ছিল ৷ সবশেষে বিদায়ী সুন্দরীরা নতুন বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে দেন ৷ এর পরেই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে ৷

আরও পড়ুন: সন্ধ্যা-লারাদের পর সিনি, ফের মিস ইন্ডিয়ার মুকুট জয় দক্ষিণী সুন্দরীর

হায়দরাবাদ, 16 এপ্রিল: ফেমিনা মিস ইন্ডিয়া 2023-এর মুকুট উঠল রাজস্থানের নন্দিনী গুপ্তার মাথায় ৷ শনিবার একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরে এই সম্মানীয় প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় । দিল্লির শ্রেয়া পুঞ্জাকে প্রথম রানার আপ হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ আর মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং-কে দ্বিতীয় রানার আপ ঘোষণা করা হয়েছে ।

এই শিরোপা জয়ের পর 19 বছরের নন্দিনী গুপ্তা এ বার সংযুক্ত আরব আমিরশাহীতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার 71তম সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করবেন । প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া 2022-এর বিজয়ী কর্ণাটকের সিনি শেঠি নন্দিনীকে এ বারের বিজয়ীর মুকুট পরিয়ে দেন ৷

15 এপ্রিল ফেমিনা মিস ইন্ডিয়া অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তারকা-খচিত ফেমিনা মিস ইন্ডিয়া 2023 প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছে ৷ তার ক্যাপশনে লেখা হয়েছে, "অভিনন্দন ৷ এই সমস্ত মহিলার শক্তিশালী কণ্ঠস্বর রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী, যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারণাগুলিকে তাঁরা বিশ্বাস করেন সেগুলিকে এগিয়ে নিতে তাঁরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন ।"

সেই পোস্টে আরও লেখা হয়েছে, "আমরা দেখেছি যে তাঁরা এই জায়গা পাওয়ার জন্য কতটা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা বিশ্বাস করি যে এর চেয়ে যোগ্য কেউ নেই ! এখন পার্টি করার সময় । আসুন শ্যাম্পেন দিয়ে উদযাপন করি !"

ফেমিনা মিস ইন্ডিয়া 2023 নন্দিনী গুপ্তার বাড়ি রাজস্থানের কোটায় ৷ 19 বছর বয়সি এই বিউটি কুইন বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ।

মণিপুর 59তম ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । এই শোতে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে । মণীশ পল এবং ভূমি পেদনেকার এই সন্ধ্যার অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে নেতৃত্ব দেন ৷ তাঁদের উপস্থিত বুদ্ধি এবং ইমপ্রোভাইজেশনে বিনোদনের রসদ ভরপুর ছিল ৷ সবশেষে বিদায়ী সুন্দরীরা নতুন বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে দেন ৷ এর পরেই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে ৷

আরও পড়ুন: সন্ধ্যা-লারাদের পর সিনি, ফের মিস ইন্ডিয়ার মুকুট জয় দক্ষিণী সুন্দরীর

Last Updated : Apr 16, 2023, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.