ETV Bharat / entertainment

ETV Bal Bharat: জাতীয় স্তরে 3টি বিষয়ে পুরস্কৃত ইটিভি বাল্যভারত

author img

By

Published : Aug 30, 2022, 9:34 PM IST

Updated : Aug 30, 2022, 9:54 PM IST

সেরা প্রি-স্কুল শো থেকে শুরু করে সেরা অ্যানিমেশন গান ও সেরা অ্যানিমেটেড চরিত্রের ব্যবহার, এই তিন বিভাগে সেরার পুরস্কার পেল ইটিভি বাল্যভারত(ETV Bal Bharat)৷

ETV BAL BHARAT
জাতীয় স্তরে 3টি বিষয়ে পুরস্কার পেল ইটিভি বাল ভারত

হায়দরাবাদ, 30 অগস্ট: কিডস, অ্যানিমেশন অ্যান্ড মোর(KAM)এবং অ্যান অ্যাওয়ার্ড সামিটের তৃতীয় সংস্করণের তিনটি বিভাগে বিজয়ী হল ইটিভি বাল্যভারত ৷ ছোটদের বিনোদন প্রদানকারী এই ইটিভি নেটওয়ার্ক সেরা প্রি-স্কুল শো-তে বিজয়ী হয়েছে(ETV BALBHARAT bags Best Preschool Show)৷ উইসডম ট্রি নামক নৈতিক গল্পে ব্র্যান্ড টিভিসিতে অ্যানিমেটেড চরিত্রের সুন্দর ব্যবহার করা হয়েছে(ETV Bal Bharat Best use animated character awards)৷ পুশ আপ চ্যালেঞ্জ ও সেরা অ্যানিমেশন গানের পুরস্কার পেয়েছে অভিমন্যু দ্য ইয়ং যোদ্ধা (Best Animation song awards ANN awards KAM summit)৷

ইটিভি বাল্যভারত একটা বিশাল সংখ্যক দর্শককে অ্যানিমেটেড প্রোগ্রামের সাহায্যে বিনোদন প্রদান করে ৷ যার বেশিরভাগ দর্শকই হল ছোটরা ৷ মূলত, 4 থেকে 14 বছর বয়সিদের বিনোদন প্রদানের এই চ্যানেল বিভিন্ন ঘরানার অনুষ্ঠান সম্প্রচার করে ৷ যার মধ্যে রয়েছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, মহাকাব্য, রহস্য, কল্পনা, নীতিকথা ও জীবন গঠনের দক্ষতা ও মূল্যবোধ সম্পর্কিত বিষয় ৷ সবগুলিই ভারতীয় বিষয়বস্তুর উপর তৈরি ৷ অ্যানিমেশনের সাহায্যে সেগুলি শুধু বাচ্চাদের নিজস্ব ভাষায় প্রতিদিন পরিবেশন করা হয় ৷

বাচ্চাদের কৌতুক ও কৌতূহলপূর্ণ শৈশব উদযাপনের জন্য ইটিভি বাল্যভারত এই সুন্দর অনুষ্ঠানগুলি সম্প্রচার করে ৷ যা ভারতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত শো ৷ যার সঙ্গে ছোটরা সম্পর্কযুক্ত হতে পারে ৷

আরও পড়ুন : আত্মপ্রকাশ করল ছোটদের জন্য নতুন চ্যানেল ইটিভি বাল্যভারত

হায়দরাবাদ, 30 অগস্ট: কিডস, অ্যানিমেশন অ্যান্ড মোর(KAM)এবং অ্যান অ্যাওয়ার্ড সামিটের তৃতীয় সংস্করণের তিনটি বিভাগে বিজয়ী হল ইটিভি বাল্যভারত ৷ ছোটদের বিনোদন প্রদানকারী এই ইটিভি নেটওয়ার্ক সেরা প্রি-স্কুল শো-তে বিজয়ী হয়েছে(ETV BALBHARAT bags Best Preschool Show)৷ উইসডম ট্রি নামক নৈতিক গল্পে ব্র্যান্ড টিভিসিতে অ্যানিমেটেড চরিত্রের সুন্দর ব্যবহার করা হয়েছে(ETV Bal Bharat Best use animated character awards)৷ পুশ আপ চ্যালেঞ্জ ও সেরা অ্যানিমেশন গানের পুরস্কার পেয়েছে অভিমন্যু দ্য ইয়ং যোদ্ধা (Best Animation song awards ANN awards KAM summit)৷

ইটিভি বাল্যভারত একটা বিশাল সংখ্যক দর্শককে অ্যানিমেটেড প্রোগ্রামের সাহায্যে বিনোদন প্রদান করে ৷ যার বেশিরভাগ দর্শকই হল ছোটরা ৷ মূলত, 4 থেকে 14 বছর বয়সিদের বিনোদন প্রদানের এই চ্যানেল বিভিন্ন ঘরানার অনুষ্ঠান সম্প্রচার করে ৷ যার মধ্যে রয়েছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, মহাকাব্য, রহস্য, কল্পনা, নীতিকথা ও জীবন গঠনের দক্ষতা ও মূল্যবোধ সম্পর্কিত বিষয় ৷ সবগুলিই ভারতীয় বিষয়বস্তুর উপর তৈরি ৷ অ্যানিমেশনের সাহায্যে সেগুলি শুধু বাচ্চাদের নিজস্ব ভাষায় প্রতিদিন পরিবেশন করা হয় ৷

বাচ্চাদের কৌতুক ও কৌতূহলপূর্ণ শৈশব উদযাপনের জন্য ইটিভি বাল্যভারত এই সুন্দর অনুষ্ঠানগুলি সম্প্রচার করে ৷ যা ভারতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত শো ৷ যার সঙ্গে ছোটরা সম্পর্কযুক্ত হতে পারে ৷

আরও পড়ুন : আত্মপ্রকাশ করল ছোটদের জন্য নতুন চ্যানেল ইটিভি বাল্যভারত

Last Updated : Aug 30, 2022, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.