ETV Bharat / entertainment

Sayantan New Web Series: 'রক্তকরবী'র নেপথ্য কাহিনি নিয়ে আড্ডায় পরিচালক সায়ন্তন - Sayantan New Web Series

আসছে নতুন ওয়েব সিরিজ 'রক্তকরবী'। পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan New Web Series)৷ গল্পের নেপথ্য কাহিনি নিয়ে ইটিভি বারতের সঙ্গে আড্ডায় মাতলেন তিনি ৷

Etv Bharat
আসছে নতুন ওয়েব সিরিজ রক্তকরবী
author img

By

Published : Jan 28, 2023, 11:25 AM IST

Updated : Jan 28, 2023, 1:06 PM IST

পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে আসতে চলেছে রক্তকরবী

কলকাতা, 28 জানুয়ারি: ওয়েবে পা রাখছে 'রক্তকরবী'। পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে আসতে চলেছে এই গল্প ৷ অবশ্য় কাহিনি লিখেছেন সাহানা দত্ত । বিক্রম চট্টোপাধ্যায়, রুকমা রায়, রাইমা সেন, লাবণী সরকার, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে অভিনয় করেছেন এই সিরিজে । থ্রিলারের কথা বলতে গেলে সত্যিই সায়ন্তনের নাম নিতেই হয় ৷ রহস্যের জাল বুনতে একেবারে তিনি ওস্তাদ বলা যায় ৷

এর আগেও তাঁর হাত ধরে একধিক রহস্যে মোড়া ছবি উপহার পেয়েছে বাঙালি ৷ তাঁর নির্মিত বাংলা ছবির তালিকায় রয়েছে ' যকের ধন', 'সত্যান্বেষী ব্যোমকেশ', 'স্বস্তিক সংকেত', 'হীরকগড়ের হীরে'। অন্যদিকে, আবার মুক্তির পথে 'লাল সুটকেসটা দেখেছেন', 'সরলাক্ষ হোমস' এবং ' যমালয়ে জীবন্ত ভানু'। সায়ন্তনের ওয়েব সিরিজের তালিকাও বেশ দীর্ঘ । তাঁর হাত ধরেই বাঙালি পেয়েছে 'সম্পূর্ণা', 'গোরা', 'ইন্দু', 'মৌচাক', 'লালবাজার', 'শেষ থেকে শুরু', 'ডার্ক ওয়েব' এবং 'ব্যোমকেশ'-এর মতো কাজ ।'লালবাজার' নির্মাণের জন্য ওটিটি'র সেরা পরিচালক হিসেবে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড'-ও পান সায়ন্তন । আর এবার সাহানা দত্তের লেখনীতে তিনি বানালেন 'রক্তকরবী' । 3 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই সিরিজ । মোট এগারোটি এপিসোডে দেখানো হবে সিরিজটি ।

সায়ন্তনের পরিচালনায় কাজ করে তৃপ্ত লাবণী সরকার থেকে শুরু করে রুকমা রায়, বিক্রম চট্টোপাধ্যায়, রাইমা সেন প্রত্যেকেই । লাবণী সরকার বলেন, "সায়ন্তন অনেকগুলো শট নিয়ে রাখে । কোনটা যে ও কাজে লাগাবে ওই জানে । ভাল করলাম নাকি মন্দ করলাম কিছুই বলে না । কিন্তু শেষে যখন কাজটা তৈরি হয় তখন অবিশ্বাস্য রকমের ভালো হয় । এখানেই ওর সঙ্গে কাজ করার মজা ।"

আরও পড়ুন: মাঠে কামব্যাক করেই 3 দিনে ত্রিপিল সেঞ্চুরি 'পাঠান' কিং খানের

অন্যদিকে, বিক্রম চট্টোপাধ্যায় বলেন, "সায়ন্তনের সঙ্গে এটা আমার প্রথম কাজ । আমরা সমবয়সি হওয়ায় কাজটা আলোচনার মাধ্যমে করতে পেরেছি । একে অপরের সঙ্গে মতামত বিনিময় করতে পেরেছি । সবথেকে বড় কথা হল, সায়ন্তন আর্টিস্টদের কথার গুরুত্ব দেয় । তাতে কাজটা ভালো হয় ।" সায়ন্তনের কথায়, "আমি বেশি ডিক্টেটরশিপে বিশ্বাসী নই । অভিনেতাকে নিজের মতো করে কাজটা করতে দিলে তাঁর থেকে তাঁর সবথেকে ভালোটা বেরিয়ে আসে (Sayantan on His New Web Series)।"

পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে আসতে চলেছে রক্তকরবী

কলকাতা, 28 জানুয়ারি: ওয়েবে পা রাখছে 'রক্তকরবী'। পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে আসতে চলেছে এই গল্প ৷ অবশ্য় কাহিনি লিখেছেন সাহানা দত্ত । বিক্রম চট্টোপাধ্যায়, রুকমা রায়, রাইমা সেন, লাবণী সরকার, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে অভিনয় করেছেন এই সিরিজে । থ্রিলারের কথা বলতে গেলে সত্যিই সায়ন্তনের নাম নিতেই হয় ৷ রহস্যের জাল বুনতে একেবারে তিনি ওস্তাদ বলা যায় ৷

এর আগেও তাঁর হাত ধরে একধিক রহস্যে মোড়া ছবি উপহার পেয়েছে বাঙালি ৷ তাঁর নির্মিত বাংলা ছবির তালিকায় রয়েছে ' যকের ধন', 'সত্যান্বেষী ব্যোমকেশ', 'স্বস্তিক সংকেত', 'হীরকগড়ের হীরে'। অন্যদিকে, আবার মুক্তির পথে 'লাল সুটকেসটা দেখেছেন', 'সরলাক্ষ হোমস' এবং ' যমালয়ে জীবন্ত ভানু'। সায়ন্তনের ওয়েব সিরিজের তালিকাও বেশ দীর্ঘ । তাঁর হাত ধরেই বাঙালি পেয়েছে 'সম্পূর্ণা', 'গোরা', 'ইন্দু', 'মৌচাক', 'লালবাজার', 'শেষ থেকে শুরু', 'ডার্ক ওয়েব' এবং 'ব্যোমকেশ'-এর মতো কাজ ।'লালবাজার' নির্মাণের জন্য ওটিটি'র সেরা পরিচালক হিসেবে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড'-ও পান সায়ন্তন । আর এবার সাহানা দত্তের লেখনীতে তিনি বানালেন 'রক্তকরবী' । 3 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই সিরিজ । মোট এগারোটি এপিসোডে দেখানো হবে সিরিজটি ।

সায়ন্তনের পরিচালনায় কাজ করে তৃপ্ত লাবণী সরকার থেকে শুরু করে রুকমা রায়, বিক্রম চট্টোপাধ্যায়, রাইমা সেন প্রত্যেকেই । লাবণী সরকার বলেন, "সায়ন্তন অনেকগুলো শট নিয়ে রাখে । কোনটা যে ও কাজে লাগাবে ওই জানে । ভাল করলাম নাকি মন্দ করলাম কিছুই বলে না । কিন্তু শেষে যখন কাজটা তৈরি হয় তখন অবিশ্বাস্য রকমের ভালো হয় । এখানেই ওর সঙ্গে কাজ করার মজা ।"

আরও পড়ুন: মাঠে কামব্যাক করেই 3 দিনে ত্রিপিল সেঞ্চুরি 'পাঠান' কিং খানের

অন্যদিকে, বিক্রম চট্টোপাধ্যায় বলেন, "সায়ন্তনের সঙ্গে এটা আমার প্রথম কাজ । আমরা সমবয়সি হওয়ায় কাজটা আলোচনার মাধ্যমে করতে পেরেছি । একে অপরের সঙ্গে মতামত বিনিময় করতে পেরেছি । সবথেকে বড় কথা হল, সায়ন্তন আর্টিস্টদের কথার গুরুত্ব দেয় । তাতে কাজটা ভালো হয় ।" সায়ন্তনের কথায়, "আমি বেশি ডিক্টেটরশিপে বিশ্বাসী নই । অভিনেতাকে নিজের মতো করে কাজটা করতে দিলে তাঁর থেকে তাঁর সবথেকে ভালোটা বেরিয়ে আসে (Sayantan on His New Web Series)।"

Last Updated : Jan 28, 2023, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.