কলকাতা, 14 অক্টোবর: ফের এক মিউজিক ভিডিয়োতে দেখা যাবে টেলিভিশনের ব্যস্ত অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে । সঙ্গী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ৷ এ বছরেই 'দেখেছি রূপসাগরে' শীর্ষক গানের মাধ্যমে মিউজিক ভিডিয়োতে অভিষেক হয় দিব্যজ্যোতির । সেখানে তিনি জুটি বেঁধেছিলেন দিতিপ্রিয়া রায়ের সঙ্গে । আর এবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গে ৷ পরিচালক নবাগত অর্ক কিরণ গুহ ।'মিলন হবে কত দিনে' গানে অভিনয় করতে দেখা যাবে দুজনকে (Dibyojyoti Dutta and Priyanka Bhattacharjee New Music Video)। গানের রেকর্ডিং এবং শুটিংয়ের পর্ব সম্প্রতি শেষ হয়েছে ।
প্রসঙ্গত, দিব্যজ্যোতি ও প্রিয়াঙ্কা মেগা সিরিয়ালের বহুল পরিচিত মুখ(Dibyojyoti Dutta and Priyanka Bhattacharjee)। দিব্যজ্যোতি এই মুহূর্তে অভিনয় করছেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে । এর আগে 'জয়ী' ও 'দেশের মাটি' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ।
'মিলন হবে কত দিনে' গানটির প্রযোজক অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য নিজেই । অদিতি বসুর গলায় এই দীপাবলিতেই মুক্তি পাবে গানটি । গেয়েছেন অদিতি বসু । অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলেন,"এই প্রথম আমার প্রযোজনায় কোনও প্রোজেক্ট আসছে । শুরু থেকে চেয়েছি আমার প্রযোজনার প্রথম প্রোজেক্ট খুব ভালো হোক । সেই জায়গা থেকে 'মিলন হবে কত দিনে' খুব পরিচিত একটি গান । নতুন ভাবে আমরা উপস্থাপনা করছি । আশা করছি দর্শকদের ভালো লাগবে ।"
আরও পড়ুন : দীপাবলির আগে হাজির নতুন প্রেমের গান 'আমি তোর'