ETV Bharat / entertainment

Devlina Kumar in Negative Role : ছোটপর্দায় গৌরবের সঙ্গে জুটি বাঁধতে নারাজ 'সাহেবের চিঠি'র খলনায়িকা দেবলীনা - devlina kumar is coming in a negative role in her next serial

ছোট পর্দায় দেবলীনা কুমারের অভিষেক হয়েছে আগেই ৷ এবার খলচরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে আসছেন তিনি ৷ নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি'-তে এই চরিত্রে দেখা যাবে তাঁকে (Devlina Kumar New Serial)৷

Devlina Kumar in Negative Role
নায়িকার সঙ্গে রোম্যান্স করছেন স্বামী, সেই ধারাবাহিকেই এবার খলচরিত্রে দেবলীনা
author img

By

Published : Jun 10, 2022, 4:10 PM IST

Updated : Jun 10, 2022, 7:24 PM IST

কলকাতা, 10 জুন : এবার ভিলেন চরিত্রে টেলিভিশনে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা কুমারকে । ছোটপর্দায় তাঁর অভিষেক হয়েছে দিনকয়েক আগেই । বাংলা ধারাবাহিক 'জয় জগন্নাথ'-এর মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ করেছেন দেবলীনা কুমার । চরিত্রটা পজিটিভ ৷ তবে এবার তাঁকে পাওয়া যাবে একেবারে খলচরিত্রে (Devlina Kumar New Serial)।

টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি'। মুখ্য ভূমিকায় প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায় । সেখানেই আউট অ্যান্ড আউট ভিলেন ইমেজে থাকবেন দেবলীনা । পালটে যাবে তাঁর সাজগোজের ধরন । নিজের এই নয়া অবতারে কতটা খুশি, জানতে চাইলে দেবলীনা বলেন, "আমি খুব এক্সাইটেড নেগেটিভ চরিত্র নিয়ে । কারণ নেগেটিভ ক্যারেক্টাররা টিভিতে খুব গ্ল্যামারাস ইমেজে ধরা দেন । একটা নিজস্ব অরা থাকে তাঁদের । ফ্যাশনেবল হন তাঁরা ৷ তাই আমি খুব খুশি ।"

Devlina Kumar New Serial
এবার খলচরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে আসছেন তিনি

ওদিকে দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । 'দুর্গা', 'করুণাময়ী রানি রাসমণি', 'বধূবরণ' এবং 'গাঁটছড়া'র দৌলতে তিনি দর্শকের খুব পছন্দের অভিনেতা । তাঁকে ঘিরে উৎসাহের অন্ত নেই দর্শকমনে ।

এহেন গৌরবের সঙ্গে দেবলীনা ছোটপর্দায় জুটি বাঁধতে চান কি না, জানতে চাইলে দেবলীনা সহাস্যে বলেন, "টেলিভিশনে ইচ্ছে আছে বলব না । কারণ সারাদিন যেহেতু বাড়িতে একসঙ্গে থাকা হয় তাতে ঝগড়া হয় প্রচুর । আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । তাই ঝগড়া, খুনসুটি লেগেই থাকে, যেটা একটা সম্পর্কের খুব স্বাভাবিক চিত্র । এরপর কাজের জায়গাতেও সারাদিন দেখা হলে ঝগড়া হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে ।"

Devlina Kumar New Serial
ছোট পর্দায় দেবলীনা কুমারের অভিষেক হয়েছে আগেই

তিনি আরও বলেন, "তবে হ্যাঁ, গৌরব ভীষণ ব্রিলিয়ান্ট অ্যাক্টর । ওঁর সঙ্গে অভিনয় করতে পারলে আমার নিজের অভিনয় অনেকবেশি পলিশড হবে বলে মনে করি আমি । অনেককিছু শিখতে পারব আমি । এক্ষেত্রে আমি বলব ছোটখাটো ক্যামিও বা ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পেলে ভাল হয় । তাতে টানা অনেকদিন একসঙ্গে কাজ করতে হবে না। টেলিভিশনে টানা কাজ একসঙ্গে করতে গেলে ঝগড়ার পরিমাণ বেড়ে যাবে, সত্যি বলছি ।"

আরও পড়ুন : নন্দনেও 'ভালবাসার মরশুম', বিবাদ শেষে জায়গা পেল সৃজিতের 'X=প্রেম'

প্রসঙ্গত, দেবলীনা কুমার এই সময়ে দাঁড়িয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী । 'তীরন্দাজ শবর'-এও নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেছেন । পাশাপাশি নাটকের সঙ্গেও যুক্ত তিনি । এরই মাঝে শুরু হয়েছে টেলি জার্নি । উল্লেখ্য, 'ডান্স বাংলা ডান্স'-এও বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । এবার ভিলেন ইমেজে কীভাবে নিজেকে মেলে ধরেন তিনি দেখতে উৎসুক দর্শক ।

কলকাতা, 10 জুন : এবার ভিলেন চরিত্রে টেলিভিশনে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা কুমারকে । ছোটপর্দায় তাঁর অভিষেক হয়েছে দিনকয়েক আগেই । বাংলা ধারাবাহিক 'জয় জগন্নাথ'-এর মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ করেছেন দেবলীনা কুমার । চরিত্রটা পজিটিভ ৷ তবে এবার তাঁকে পাওয়া যাবে একেবারে খলচরিত্রে (Devlina Kumar New Serial)।

টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি'। মুখ্য ভূমিকায় প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায় । সেখানেই আউট অ্যান্ড আউট ভিলেন ইমেজে থাকবেন দেবলীনা । পালটে যাবে তাঁর সাজগোজের ধরন । নিজের এই নয়া অবতারে কতটা খুশি, জানতে চাইলে দেবলীনা বলেন, "আমি খুব এক্সাইটেড নেগেটিভ চরিত্র নিয়ে । কারণ নেগেটিভ ক্যারেক্টাররা টিভিতে খুব গ্ল্যামারাস ইমেজে ধরা দেন । একটা নিজস্ব অরা থাকে তাঁদের । ফ্যাশনেবল হন তাঁরা ৷ তাই আমি খুব খুশি ।"

Devlina Kumar New Serial
এবার খলচরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে আসছেন তিনি

ওদিকে দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । 'দুর্গা', 'করুণাময়ী রানি রাসমণি', 'বধূবরণ' এবং 'গাঁটছড়া'র দৌলতে তিনি দর্শকের খুব পছন্দের অভিনেতা । তাঁকে ঘিরে উৎসাহের অন্ত নেই দর্শকমনে ।

এহেন গৌরবের সঙ্গে দেবলীনা ছোটপর্দায় জুটি বাঁধতে চান কি না, জানতে চাইলে দেবলীনা সহাস্যে বলেন, "টেলিভিশনে ইচ্ছে আছে বলব না । কারণ সারাদিন যেহেতু বাড়িতে একসঙ্গে থাকা হয় তাতে ঝগড়া হয় প্রচুর । আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । তাই ঝগড়া, খুনসুটি লেগেই থাকে, যেটা একটা সম্পর্কের খুব স্বাভাবিক চিত্র । এরপর কাজের জায়গাতেও সারাদিন দেখা হলে ঝগড়া হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে ।"

Devlina Kumar New Serial
ছোট পর্দায় দেবলীনা কুমারের অভিষেক হয়েছে আগেই

তিনি আরও বলেন, "তবে হ্যাঁ, গৌরব ভীষণ ব্রিলিয়ান্ট অ্যাক্টর । ওঁর সঙ্গে অভিনয় করতে পারলে আমার নিজের অভিনয় অনেকবেশি পলিশড হবে বলে মনে করি আমি । অনেককিছু শিখতে পারব আমি । এক্ষেত্রে আমি বলব ছোটখাটো ক্যামিও বা ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পেলে ভাল হয় । তাতে টানা অনেকদিন একসঙ্গে কাজ করতে হবে না। টেলিভিশনে টানা কাজ একসঙ্গে করতে গেলে ঝগড়ার পরিমাণ বেড়ে যাবে, সত্যি বলছি ।"

আরও পড়ুন : নন্দনেও 'ভালবাসার মরশুম', বিবাদ শেষে জায়গা পেল সৃজিতের 'X=প্রেম'

প্রসঙ্গত, দেবলীনা কুমার এই সময়ে দাঁড়িয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী । 'তীরন্দাজ শবর'-এও নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেছেন । পাশাপাশি নাটকের সঙ্গেও যুক্ত তিনি । এরই মাঝে শুরু হয়েছে টেলি জার্নি । উল্লেখ্য, 'ডান্স বাংলা ডান্স'-এও বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । এবার ভিলেন ইমেজে কীভাবে নিজেকে মেলে ধরেন তিনি দেখতে উৎসুক দর্শক ।

Last Updated : Jun 10, 2022, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.