ETV Bharat / entertainment

New Serial Alor Thikana: আলো হয়েই ফের ছোটপর্দায় দেবাদৃতা বসু, আসছে 'আলোর ঠিকানা' - Debadrita Basu New Serial Alor Thikana

আরও একবার আলো নামে ছোটপর্দায় ফিরছেন দেবাদৃতা বসু ৷ আসতে চলেছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা'(Debadrita Basu New Serial Alor Thikana ) ৷

New Serial Alor Thikana
আলো হয়ে ফের ছোটপর্দায় দেবাদৃতা বসু
author img

By

Published : Sep 2, 2022, 1:55 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: 'জয়ী' ধারাবাহিকের মাধ্যমে অনস্ক্রিনে কেরিয়ার শুরু । এরপর 'আলো ছায়া' ধারাবাহিকে মেধাবী আলোর ভূমিকায় দেখা গিয়েছিল দেবাদৃতা বসুকে (Debadrita Basu New Serial Alor Thikana)। আবার তারপর 'শ্রীকৃষ্ণ ভক্ত মীরা' ধারাবাহিকে জয়ী দেবরায়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি । ধারাবাহিক শেষে কিছুদিনের ব্রেক নিয়ে ফের স্বমহিমায় ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী । বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা' । এই ধারাবাহিকে ফের এক মেধাবী মেয়ের চরিত্রেই দেখা যাবে দেবাদৃতাকে (New Serial Alor Thikana Is Coming Soon)।

সম্প্রতি হাজির হয়েছে এই ধারাবাহিকের প্রোমো (Alor Thikana)। সেখানেও তাঁকে বলতে শোনা যায়, সবসময় সব পরীক্ষায় ফার্স্ট হতে দেখতে চান বাবা । এর আগে 'আলো ছায়া' ধারাবাহিকেও তাঁকে আলো হিসেবে পেয়েছে দর্শক । এবার ফের একবার সেই আলো নামেই ফিরছেন তিনি । প্রোমো থেকেই বোঝা যায় যে এটিও একটি নারীকেন্দ্রিক গল্প ।

New Serial Alor Thikana
আরও একবার আলো নামে ছোটপর্দায় ফিরছেন দেবাদৃতা বসু

দেবাদৃতা ইটিভি ভারতকে বলেন, "চরিত্রটা নিয়ে এবার আমি একটু বেশিই আশাবাদী । কারণ খুব অন্যরকমের একটা চরিত্র । ট্যুইস্ট আছে গল্পে । গল্পে ভিলেনের সংখ্যা বেশি । আলোর জীবনে যা যা ঘটবে তা সে কল্পনা করাও বেশ শক্ত। বাকিটার জন্য দেখতে হবে আলোর ঠিকানা ।"

New Serial Alor Thikana
দেবাদৃতার বিপরীতে এখানে দেখা যাবে জন ভট্টাচার্যকে

ফের আলো নামে ফেরা। কেমন লাগছে ব্যাপারটা? অভিনেত্রী এক গাল হেসে বলেন, "আলো আমার পিছু ছাড়ছে না । তবে, ভাল লাগছে । মানুষ আমাকে কদিন আগেও আলো বলেই ডাকত । আবার তাঁরা ডাকতে পারবেন ওই একই নামে ।" সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক ।

আরও পড়ুন: ফের পর্দায় দেখা মিলবে পল্লবীর, 'বিক্রম বেতাল' এর গল্পে থাকছেন প্রয়াত নায়িকা

দেবাদৃতার বিপরীতে এখানে দেখা যাবে জন ভট্টাচার্যকে । 'রিমলি' ধারাবাহিকের পর 'মিঠাই'তে নেগেটিভ রোলে অভিনয় করেন জন । এবার ফের লিড রোলে ফিরছেন অভিনেতা । 'গোলন্দাজ' ছবিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি । এবার দেবাদৃতার সঙ্গে কেমন জমবে জনের কেমেস্ট্রি, তা দেখার জন্য দর্শকের আগ্রহের পারদ চড়বে তা বলাই বাহুল্য ।

কলকাতা, 2 সেপ্টেম্বর: 'জয়ী' ধারাবাহিকের মাধ্যমে অনস্ক্রিনে কেরিয়ার শুরু । এরপর 'আলো ছায়া' ধারাবাহিকে মেধাবী আলোর ভূমিকায় দেখা গিয়েছিল দেবাদৃতা বসুকে (Debadrita Basu New Serial Alor Thikana)। আবার তারপর 'শ্রীকৃষ্ণ ভক্ত মীরা' ধারাবাহিকে জয়ী দেবরায়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি । ধারাবাহিক শেষে কিছুদিনের ব্রেক নিয়ে ফের স্বমহিমায় ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী । বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা' । এই ধারাবাহিকে ফের এক মেধাবী মেয়ের চরিত্রেই দেখা যাবে দেবাদৃতাকে (New Serial Alor Thikana Is Coming Soon)।

সম্প্রতি হাজির হয়েছে এই ধারাবাহিকের প্রোমো (Alor Thikana)। সেখানেও তাঁকে বলতে শোনা যায়, সবসময় সব পরীক্ষায় ফার্স্ট হতে দেখতে চান বাবা । এর আগে 'আলো ছায়া' ধারাবাহিকেও তাঁকে আলো হিসেবে পেয়েছে দর্শক । এবার ফের একবার সেই আলো নামেই ফিরছেন তিনি । প্রোমো থেকেই বোঝা যায় যে এটিও একটি নারীকেন্দ্রিক গল্প ।

New Serial Alor Thikana
আরও একবার আলো নামে ছোটপর্দায় ফিরছেন দেবাদৃতা বসু

দেবাদৃতা ইটিভি ভারতকে বলেন, "চরিত্রটা নিয়ে এবার আমি একটু বেশিই আশাবাদী । কারণ খুব অন্যরকমের একটা চরিত্র । ট্যুইস্ট আছে গল্পে । গল্পে ভিলেনের সংখ্যা বেশি । আলোর জীবনে যা যা ঘটবে তা সে কল্পনা করাও বেশ শক্ত। বাকিটার জন্য দেখতে হবে আলোর ঠিকানা ।"

New Serial Alor Thikana
দেবাদৃতার বিপরীতে এখানে দেখা যাবে জন ভট্টাচার্যকে

ফের আলো নামে ফেরা। কেমন লাগছে ব্যাপারটা? অভিনেত্রী এক গাল হেসে বলেন, "আলো আমার পিছু ছাড়ছে না । তবে, ভাল লাগছে । মানুষ আমাকে কদিন আগেও আলো বলেই ডাকত । আবার তাঁরা ডাকতে পারবেন ওই একই নামে ।" সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক ।

আরও পড়ুন: ফের পর্দায় দেখা মিলবে পল্লবীর, 'বিক্রম বেতাল' এর গল্পে থাকছেন প্রয়াত নায়িকা

দেবাদৃতার বিপরীতে এখানে দেখা যাবে জন ভট্টাচার্যকে । 'রিমলি' ধারাবাহিকের পর 'মিঠাই'তে নেগেটিভ রোলে অভিনয় করেন জন । এবার ফের লিড রোলে ফিরছেন অভিনেতা । 'গোলন্দাজ' ছবিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি । এবার দেবাদৃতার সঙ্গে কেমন জমবে জনের কেমেস্ট্রি, তা দেখার জন্য দর্শকের আগ্রহের পারদ চড়বে তা বলাই বাহুল্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.