ETV Bharat / entertainment

Dance Dance Junior: শেষ হল 'ডান্স ডান্স জুনিয়র', আসছে 'সুপার সিঙ্গার' - শুরু হতে চলেছে সুপার সিঙ্গার

রবিবার ছিল 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'-এর অন্তিম পর্ব ৷ নাচের শো-এর পর এবার সেই স্লটে শুরু হতে চলেছে গান ৷ অর্থাৎ, 7 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 'সুপার সিঙ্গার সিজন 4'(Super Singer)৷

ETV Bharat
আসছে সুপার সিঙ্গার
author img

By

Published : Jan 2, 2023, 10:45 AM IST

Updated : Jan 2, 2023, 11:15 AM IST

কলকাতা, 2 জানুয়ারি: বছর শুরুতেই শেষ হল বাংলা টেলিভিশনের ছোটদের নাচের রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'(Dance Dance Junior Comes to an End Super Singer to Replace)। এবারের বিজয়ী দু'জন । ছোট্ট 'কাঠবিড়ালি কথাকলি' আর 'বিহার কা লালা' আনন্দ - দু'জনের মাথাতেই উঠল জয়ের মুকুট ।

dance dance junior season 3
ডান্স ডান্স জুনিয়র সিজন 3 - এর যুগ্ম প্রথম কথাকলি ও আনন্দ

ওদিকে দ্বিতীয় ক্লাসিক্যাল কুইন অনুষ্কা, তৃতীয় রয়েল বেঙ্গল টাইগ্রেস সমৃদ্ধি । সমৃদ্ধি অবশ্য দর্শকের বিচারেও পেয়েছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড । বিজয়ীরা পেল 2 লাখ টাকা, প্রথম রানার্স আপ অনুষ্কা পেল 1 লাখ আর দ্বিতীয় রানার্স আপ সমৃদ্ধি পেল 50 হাজার টাকা । এছাড়াও পপুলার চয়েস বাবদ সমৃদ্ধি পেয়েছে আরও 1 লাখ ৷

dance dance junior season 3
বাঁদিকে প্রথম রানার্স আপ অনুষ্কা ও ডানদিকে দ্বিতীয় রানার্স আপ তথা পপুলার চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী সমৃদ্ধি

চূড়ান্ত পর্বের মঞ্চে রবিবার চোখের জলে ভাসলেন ভাসান বাপি থেকে লাড্ডু, উদিতা, চিত্রিতা, দীপান্বিতা, রুক্মিণী, মনামি এমনকি সুপারস্টার দেব-সহ সকল প্রতিযোগী । এই পাঁচমাসের জার্নিতে একটা পরিবার হয়ে গিয়েছিল সকলে । তাই সবাই যে একে অপরকে মিস করবে তা বলাই বাহুল্য ।

7 জানুয়ারি থেকে এই স্লটে আসছে 'সুপার সিঙ্গার সিজন ফোর'। সঞ্চালনায় থাকবেন যিশু সেনগুপ্ত । বিচারকের আসনে থাকছেন শান, মোনালি ঠাকুর ও রূপম ইসলাম । এখানে এই তিন বিচারককে তিনটি বিশেষ নামে ডাকা হবে । যেমন সানদার শান, মিউজিক্যাল ম্যাজিক্যাল মোনালি ও রকস্টার রূপম । বাকিটা কেমন হয় তা দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : নতুন বছরের কী পরিকল্পনা টলি সেলেবদের, শুনে নিন তাঁদের মুখ থেকেই

কলকাতা, 2 জানুয়ারি: বছর শুরুতেই শেষ হল বাংলা টেলিভিশনের ছোটদের নাচের রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'(Dance Dance Junior Comes to an End Super Singer to Replace)। এবারের বিজয়ী দু'জন । ছোট্ট 'কাঠবিড়ালি কথাকলি' আর 'বিহার কা লালা' আনন্দ - দু'জনের মাথাতেই উঠল জয়ের মুকুট ।

dance dance junior season 3
ডান্স ডান্স জুনিয়র সিজন 3 - এর যুগ্ম প্রথম কথাকলি ও আনন্দ

ওদিকে দ্বিতীয় ক্লাসিক্যাল কুইন অনুষ্কা, তৃতীয় রয়েল বেঙ্গল টাইগ্রেস সমৃদ্ধি । সমৃদ্ধি অবশ্য দর্শকের বিচারেও পেয়েছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড । বিজয়ীরা পেল 2 লাখ টাকা, প্রথম রানার্স আপ অনুষ্কা পেল 1 লাখ আর দ্বিতীয় রানার্স আপ সমৃদ্ধি পেল 50 হাজার টাকা । এছাড়াও পপুলার চয়েস বাবদ সমৃদ্ধি পেয়েছে আরও 1 লাখ ৷

dance dance junior season 3
বাঁদিকে প্রথম রানার্স আপ অনুষ্কা ও ডানদিকে দ্বিতীয় রানার্স আপ তথা পপুলার চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী সমৃদ্ধি

চূড়ান্ত পর্বের মঞ্চে রবিবার চোখের জলে ভাসলেন ভাসান বাপি থেকে লাড্ডু, উদিতা, চিত্রিতা, দীপান্বিতা, রুক্মিণী, মনামি এমনকি সুপারস্টার দেব-সহ সকল প্রতিযোগী । এই পাঁচমাসের জার্নিতে একটা পরিবার হয়ে গিয়েছিল সকলে । তাই সবাই যে একে অপরকে মিস করবে তা বলাই বাহুল্য ।

7 জানুয়ারি থেকে এই স্লটে আসছে 'সুপার সিঙ্গার সিজন ফোর'। সঞ্চালনায় থাকবেন যিশু সেনগুপ্ত । বিচারকের আসনে থাকছেন শান, মোনালি ঠাকুর ও রূপম ইসলাম । এখানে এই তিন বিচারককে তিনটি বিশেষ নামে ডাকা হবে । যেমন সানদার শান, মিউজিক্যাল ম্যাজিক্যাল মোনালি ও রকস্টার রূপম । বাকিটা কেমন হয় তা দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : নতুন বছরের কী পরিকল্পনা টলি সেলেবদের, শুনে নিন তাঁদের মুখ থেকেই

Last Updated : Jan 2, 2023, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.