কলকাতা, 28 অক্টোবর: দেখতে দেখতে জার্নি শেষ হতে চলেছে 'ডান্স বাংলা ডান্স সিজন- 12'-র। চলতি বছর 11 ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে 9টার স্লটে যাত্রা শুরু হয় এই ডান্স রিয়ালিটি শো'র। এবার বিদায় লগ্ন আসন্ন। 29 অক্টোবর গ্র্যান্ড ফিনালে অর্থাৎ নাচের মহারণ হতে চলেছে ৷ টানা তিন ঘণ্টা অবধি চলবে গ্র্যান্ড ফিনালের সম্প্রচার পর্ব। গ্র্যান্ড ফাইনালের শুটিংয়ে প্রতিযোগীদের প্রতিভা দেখে এক কথায় নাকি মন্ত্রমুগ্ধ বিচারকেরা। বাকিটা জানা যাবে সম্প্রচারের দিন। স্বাভাবিকভাবেই ফাইনালের দিন থাকবে মহা ধামাকা পর্ব। হাজির থাকবেন 'ছোটলোক' সিরিজ খ্যাত গৌরব চক্রবর্তী এবং ঊষসী রায়।
টেলিভিশনের পর্দায় নাচে নিজের প্রতিভা তুলে ধরার সেরা মঞ্চ ডান্স বাংলা ডান্স ৷ অতীতে অনেকেই এই মঞ্চ থেকে জিতে এগিয়ে গিয়েছেন আগামী লক্ষ্যে ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷ ডান্স বাংলা ডান্সের শেষ পর্ব অর্থাৎ গ্র্যান্ড ফাইনালে একের পর এক ধুন্ধুমার পারফরম্যান্সে বিচারকদের মন্ত্রমুগ্ধ করবেন প্রতিযোগীরা। চ্যানেল সূত্রে এরকমই খবর। বিচারক এবং মহাগুরুকে শেষ অবধি খুশি করতে পারলেই মাথায় মুকুট নিশ্চিত।
এবারের সিজনে প্রতিযোগীদের ভাগ করে নেওয়া হয় দুটি দলে। একটি প্রাপ্তবয়স্কদের, অন্যটি ছোটদের। প্রাপ্তবয়স্কদের দলে রয়েছেন দিশা, ভূমিকা, স্নেহা, প্রিয়াঙ্কা। ওদিকে ছোটদের দলে রয়েছে রাজন্যা, হাম্পি এবং দীপান্বিতার জোড়ি, পৃথ্বীরাজ, সুমন স্নেহাশ্রিতা, সুকৃতি। এদের সকলের এনার্জি ও এক্সপ্রেশন শুটিংয়ের সময় স্টেজে নাকি জ্বালিয়েছে আগুন।
চ্যানেল সূত্রে জানা গিয়েছে, স্নেহা, ভূমিকা, প্রিয়াঙ্কা, দিশার গ্রেস ও পাওয়ার গ্র্যান্ড ফিনালেকে নিয়ে গিয়েছে এক অন্য মাত্রায়। সঙ্গে থাকছেন মৌনি রায়ের চোখ ধাঁধানো নাচ, অঙ্কুশের খুনসুটি ও কেকের সঙ্গে ম্যাজিশিয়ানের শেষবেলার লড়াই। নাচের মহাযুদ্ধে কে হাসবে শেষ হাসি? কার মাথায় উঠবে গ্র্যান্ড এমজি ক্রাউন? দেখার বাকি আর একটা দিন। প্রসঙ্গত, সিজন 12-র হাত ধরেই অনেকদিন পর 'ডান্স বাংলা ডান্স'-এ ফেরত আসেন মিঠুন চক্রবর্তী। আর এই প্ল্যাটফর্মেই প্রথমবার বাংলা টেলিভিশনে বিচারকের আসনে বসেন বলিউডের হার্টথ্রব মৌনি রায়। আগামী 29 অক্টোবর রাত সাড়ে 9টায় চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।
আরও পড়ুন: বাংলায় লক্ষ্মীলাভের পর এবার লন্ডনে সৃজিত-বুম্বার 'দশম অবতার'