নয়াদিল্লি, 23 ডিসেম্বর: জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ দায়ের ৷ স্ত্রীর ওপর অত্যাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে নয়ডার সেক্টর-126 থানায় দায়ের হয়েছে এফআইআর ৷ অভিযোগটি দায়ের করেছেন বিবেকের স্ত্রী ইয়ানিকার ভাই বৈভব কোয়াত্রা ৷ বৈভবের অভিযোগ, ইয়ানিকাকে এমনভাবে মারধর করা হয়েছে যে বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালে কাটাতে হয়েছে ৷ শুধু তাই নয় এই অত্যাচারের ফলে ইয়ানিকার কানের পর্দাও ফেটে যায় বলে অভিযোগ।
পুলিশ ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে ৷ গাজিয়াবাদের চান্দের নগরের বাসিন্দা বৈভব কোয়াত্রা জানান গত 6 ডিসেম্বর ইয়নিকার সঙ্গে বিয়ে হয় বিবেকের ৷ মানগর হোটেলে বিয়ে হয় তাঁদের ৷ বিবেক বর্তমানে সেক্টর-94-এ অবস্থিত সুপারনোভা ওয়েস্ট রেসিডেন্সিতে থাকেন। বিয়ের এক দিন পর থেকেই তাঁদের মধ্যে বিরোধ শুরু হয় ৷
বিয়ের পরদিন বিবেকের তাঁর মায়ের সঙ্গে তর্ক বেঁধে যায় ৷ সেই তর্ক থামাতে এসেছিলেন ইয়ানিকা ৷ সেই কারণে তাঁর ওপরেই চড়াও হন বিবেক ৷ স্ত্রীকে তিনি একটি ঘরে দুপুর আড়াইটে-তিনটে নাগাদ তালাবদ্ধ করে দেন ৷ শুধু তাই নয়, ইয়ানিকাকে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ তাঁর সারা শরীরে রয়েছে ক্ষতর দাগ ৷ কানেও তিনি কিছুই শুনতে পাচ্ছিলেন না ৷ এরপর দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ বেশ কিছুদিন তাঁকে সেখানেই ভর্তি থাকতে হয় ৷
অভিযোগকারী বৈভব জানিয়েছেন, এই ঘটনার পর ইয়ানিকা শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন । তিনি কারও সঙ্গে কোনও কথা বলছেন না ৷ নয়ডা পুলিশের কাছে অভিযোগ জানানোর পর সোশাল মিডিয়াতেও বিবেকের গ্রেফতারের দাবি তুলেছেন তিনি ৷ 14 ডিসেম্বর তিনি বিবেকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন ৷ প্রসঙ্গত বিবেক বিন্দ্রা ভারতের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকারদের একজন। সোশাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ার লাখ লাখ।
আরও পড়ুন: