ETV Bharat / entertainment

New Bengali Serial: সিঙ্গল মাদারের গল্প নিয়ে আসছে বাংলা ধারাবাহিক 'বাদল শেষের পাখি' - to tell story of a single mother

Badal Sheser Pakhi Serial: বাংলা ধারাবাহিকে আরও এক সিঙ্গল মাদারের গল্প দেখতে পাবে দর্শক ৷ শীঘ্রই সুস্মিত এবং শ্রেষ্ঠার নয়া জুটিতে ছোটপর্দায় আসছে 'বাদল শেষের পাখি' ৷

New Bengali Serial
বাদল শেষের পাখি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 6:24 PM IST

কলকাতা, 29 অক্টোবর: পুজোর ছুটি শেষের পথে । এবার বাঙালির রোজনামচা জীবনের রুটিনে ফেরার পালা । আর কাজ শেষে বাড়ি ফিরে ভরসা বলতে সেই টেলিভিশন । আর সেই টেলিদর্শকের জন্যই রয়েছে আরও এক নতুন ধারাবাহিকের খবর । শীঘ্রই ছোটপর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বাদল শেষের পাখি'।

একলা মায়ের লড়াইয়ের কাহিনি বলবে এই নয়া ধারাবাহিক । লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে 'বাদল শেষের পাখি' ৷ এরই সঙ্গে 'বাদল শেষের পাখি' ধারাবাহিকে দর্শক পাবে এক নতুন জুটিকে ৷ তাঁরা হলেন সুস্মিত এবং শ্রেষ্ঠা । ধারাবাহিকের গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে সাইকেল রেস । সাইকেল রেসের সূত্র ধরেই দেখা হয় ধারাবাহিকের নায়ক-নায়িকার । গল্পের নায়ক মোহিত একটি সাইকেল কোম্পানির মালিকের ছোট ছেলে । গল্পের নায়িকা পাখি, কুমারী অবস্থায় গর্ভবতী হয়ে যায় । গল্পের নায়ক তাঁর পাশে এসে দাঁড়াতে চায় । কিন্তু নায়িকা তাঁর একার লড়াই একাই লড়বে । কে রয়েছে পাখির এই অবস্থার নেপথ্যে? পাখির জীবনের লড়াই কোন পথে এগবে, তা সবই জানা যাবে ধারাবাহিক শুরু হলে ।

New Bengali Serial
এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় প্রথমবার জুটি বাঁধছে সুস্মিত ও শ্রেষ্ঠা

মুখ্য দুই চরিত্রে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায় এবং শ্রেষ্ঠা প্রামাণিক । অন্যান্য চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচি, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ সাহা, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য, দেবনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতারা ।

New Bengali Serial
এই ধারাবাহিকে দেখা মিলবে টেলিভিশনের পরিচিত মুখ রোশনি ভট্টাচার্যের
New Bengali Serial
বাদল শেষের পাখি ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রেষ্ঠা প্রামাণিক

আরও পড়ুন: অপরাজিতাই সাক্ষাৎ মা লক্ষ্মী, কেন বললেন পর্দার 'কোজাগরী'র শাশুড়ি মা ?

উল্লেখ্য, সুস্মিতকে এর আগে দেখা গিয়েছে 'বরণ' এবং মাধবিলতা'-এর মতো ধারাবাহিকে । অন্যদিকে শ্রেষ্ঠাও বাংলা বিনোদন দুনিয়ার পরিচিত মুখ । আগামী 13 নভেম্বর থেকে সন্ধে সাড়ে 6টার স্লটে বাড়ি বাড়ি আসছে 'বাদল শেষের পাখি'। টেলিভিশনের পর্দায় মোহিত ও পাখির রসায়ন দেখতে মুখিয়ে রয়েছে দর্শকও ৷

New Bengali Serial
বাদল শেষের পাখি ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে
New Bengali Serial
13 নভেম্বর থেকে সন্ধে সাড়ে 6টার স্লটে আসছে বাদল শেষের পাখি

কলকাতা, 29 অক্টোবর: পুজোর ছুটি শেষের পথে । এবার বাঙালির রোজনামচা জীবনের রুটিনে ফেরার পালা । আর কাজ শেষে বাড়ি ফিরে ভরসা বলতে সেই টেলিভিশন । আর সেই টেলিদর্শকের জন্যই রয়েছে আরও এক নতুন ধারাবাহিকের খবর । শীঘ্রই ছোটপর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বাদল শেষের পাখি'।

একলা মায়ের লড়াইয়ের কাহিনি বলবে এই নয়া ধারাবাহিক । লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে 'বাদল শেষের পাখি' ৷ এরই সঙ্গে 'বাদল শেষের পাখি' ধারাবাহিকে দর্শক পাবে এক নতুন জুটিকে ৷ তাঁরা হলেন সুস্মিত এবং শ্রেষ্ঠা । ধারাবাহিকের গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে সাইকেল রেস । সাইকেল রেসের সূত্র ধরেই দেখা হয় ধারাবাহিকের নায়ক-নায়িকার । গল্পের নায়ক মোহিত একটি সাইকেল কোম্পানির মালিকের ছোট ছেলে । গল্পের নায়িকা পাখি, কুমারী অবস্থায় গর্ভবতী হয়ে যায় । গল্পের নায়ক তাঁর পাশে এসে দাঁড়াতে চায় । কিন্তু নায়িকা তাঁর একার লড়াই একাই লড়বে । কে রয়েছে পাখির এই অবস্থার নেপথ্যে? পাখির জীবনের লড়াই কোন পথে এগবে, তা সবই জানা যাবে ধারাবাহিক শুরু হলে ।

New Bengali Serial
এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় প্রথমবার জুটি বাঁধছে সুস্মিত ও শ্রেষ্ঠা

মুখ্য দুই চরিত্রে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায় এবং শ্রেষ্ঠা প্রামাণিক । অন্যান্য চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচি, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ সাহা, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য, দেবনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতারা ।

New Bengali Serial
এই ধারাবাহিকে দেখা মিলবে টেলিভিশনের পরিচিত মুখ রোশনি ভট্টাচার্যের
New Bengali Serial
বাদল শেষের পাখি ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রেষ্ঠা প্রামাণিক

আরও পড়ুন: অপরাজিতাই সাক্ষাৎ মা লক্ষ্মী, কেন বললেন পর্দার 'কোজাগরী'র শাশুড়ি মা ?

উল্লেখ্য, সুস্মিতকে এর আগে দেখা গিয়েছে 'বরণ' এবং মাধবিলতা'-এর মতো ধারাবাহিকে । অন্যদিকে শ্রেষ্ঠাও বাংলা বিনোদন দুনিয়ার পরিচিত মুখ । আগামী 13 নভেম্বর থেকে সন্ধে সাড়ে 6টার স্লটে বাড়ি বাড়ি আসছে 'বাদল শেষের পাখি'। টেলিভিশনের পর্দায় মোহিত ও পাখির রসায়ন দেখতে মুখিয়ে রয়েছে দর্শকও ৷

New Bengali Serial
বাদল শেষের পাখি ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে
New Bengali Serial
13 নভেম্বর থেকে সন্ধে সাড়ে 6টার স্লটে আসছে বাদল শেষের পাখি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.