ETV Bharat / entertainment

Lokkhi Chele: অভিনয়ে ফিরছেন বাবুল, 'লক্ষ্মীছেলে'তে রাজনীতিবিদের ভূমিকায় বালিগঞ্জের বিধায়ক - কৌশিক গঙ্গোপাধ্যায়ের লক্ষ্মীছেলে

মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'লক্ষ্মীছেলে'র ট্রেলার । ছবিতে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo is Playing Role of a Politician)।

Lokkhi Chele
কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মীছেলে'তে রাজনীতিবিদের ভূমিকায় থাকছেন বাবুল সুপ্রিয়
author img

By

Published : Jul 31, 2022, 5:45 PM IST

Updated : Jul 31, 2022, 7:28 PM IST

কলকাতা, 31 জুলাই: মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'লক্ষ্মীছেলে'র ট্রেলার । প্রথমবার বাবার পরিচালনায় অভিনয় করছেন উজান গঙ্গোপাধ্যায় (Babul Supriyo is Playing Role of a Politician) । ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক-চূর্ণী পুত্র । প্রথমবার উইন্ডোজের ব্যানারে পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায় । ছেলে উজান অবশ্য এর আগে 'রসগোল্লা' ছবিতে উইন্ডোজের ব্যানারে কাজ করে ফেলেছেন ।

এই ছবিতে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে বিধায়ক বাবুল সুপ্রিয়কে । চরিত্র নিয়ে বাবুল সুপ্রিয় ইটিভি ভারতকে জানান, "ভাল রাজনীতিবিদ পাওয়া বেশ শক্ত, ভাববার বিষয় পাওয়া যায় কি না । তবু 'লক্ষ্মীছেলে'-তে আমি একজন সৎ রাজনীতিবিদ । চারজন এই প্রজন্মের ছেলেমেয়েকে একটা বিশেষ কাজে সে সাহায্য করছে । কী কাজে সেটা বলব না । ছবিটা দেখতে হবে । তবে, খুব বড় একটা রোলে এই ছবিতে আছি আমি ।"

আরও পড়ুন: নতুন গান থেকে রাজনীতি, ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে মনের জানালা খুলে দিলেন বাবুল

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন বাবুল সুপ্রিয় । বাংলা ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এ অভিনয় করার কথা ছিল তাঁর । কিন্তু রাজনৈতি ব্যস্ততার কারণে তা আর করা হয়ে ওঠেনি তাঁর । এরই মাঝে তিনি 'লক্ষ্মীছেলে'-তে অভিনয় করে বসে আছেন তা সম্ভবত অনেকেরই জানা ছিল না ।

ছবির গল্পের দিকে তাকালে দেখা যাবে, 4টি হাত নিয়ে জন্মেছে এক কন্যাশিশু । তাকে জীবন্ত অবতার বলেই মনে করছে সমাজের এক শ্রেণির মানুষ । তাদের বিরুদ্ধে গিয়ে শিশুটিকে নতুন জীবন দিতে উদ্যোগী হয় দুই ডাক্তারি পড়ুয়া । শুরু হয় এক কঠিন লড়াই । কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মীছেলে' বলবে এমনই গল্প । ট্রেলারেই আঁচ মিলল তার । এই ছবি মুক্তি পাবে 25 অগস্ট ।

কলকাতা, 31 জুলাই: মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'লক্ষ্মীছেলে'র ট্রেলার । প্রথমবার বাবার পরিচালনায় অভিনয় করছেন উজান গঙ্গোপাধ্যায় (Babul Supriyo is Playing Role of a Politician) । ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক-চূর্ণী পুত্র । প্রথমবার উইন্ডোজের ব্যানারে পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায় । ছেলে উজান অবশ্য এর আগে 'রসগোল্লা' ছবিতে উইন্ডোজের ব্যানারে কাজ করে ফেলেছেন ।

এই ছবিতে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে বিধায়ক বাবুল সুপ্রিয়কে । চরিত্র নিয়ে বাবুল সুপ্রিয় ইটিভি ভারতকে জানান, "ভাল রাজনীতিবিদ পাওয়া বেশ শক্ত, ভাববার বিষয় পাওয়া যায় কি না । তবু 'লক্ষ্মীছেলে'-তে আমি একজন সৎ রাজনীতিবিদ । চারজন এই প্রজন্মের ছেলেমেয়েকে একটা বিশেষ কাজে সে সাহায্য করছে । কী কাজে সেটা বলব না । ছবিটা দেখতে হবে । তবে, খুব বড় একটা রোলে এই ছবিতে আছি আমি ।"

আরও পড়ুন: নতুন গান থেকে রাজনীতি, ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে মনের জানালা খুলে দিলেন বাবুল

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন বাবুল সুপ্রিয় । বাংলা ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এ অভিনয় করার কথা ছিল তাঁর । কিন্তু রাজনৈতি ব্যস্ততার কারণে তা আর করা হয়ে ওঠেনি তাঁর । এরই মাঝে তিনি 'লক্ষ্মীছেলে'-তে অভিনয় করে বসে আছেন তা সম্ভবত অনেকেরই জানা ছিল না ।

ছবির গল্পের দিকে তাকালে দেখা যাবে, 4টি হাত নিয়ে জন্মেছে এক কন্যাশিশু । তাকে জীবন্ত অবতার বলেই মনে করছে সমাজের এক শ্রেণির মানুষ । তাদের বিরুদ্ধে গিয়ে শিশুটিকে নতুন জীবন দিতে উদ্যোগী হয় দুই ডাক্তারি পড়ুয়া । শুরু হয় এক কঠিন লড়াই । কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মীছেলে' বলবে এমনই গল্প । ট্রেলারেই আঁচ মিলল তার । এই ছবি মুক্তি পাবে 25 অগস্ট ।

Last Updated : Jul 31, 2022, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.