কলকাতা, 26 এপ্রিল: বাংলা ধারাবাহিকে ফিরলেন আর্য দাশগুপ্ত । 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' ধারাবাহিকের পর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে । এবার তিনি ফের ফিরলেন সেই একই চ্যানেলে । গল্পে এসেছে নতুন মোড় । একুশ বছর এগিয়ে গিয়েছে বাংলা ধারাবাহিক 'গাঁটছড়া'র গল্প । মৃত্যু হয়েছে গল্পের নায়িকা খড়ির । পুত্রসন্তান আয়ুস্মানের জন্ম দিয়েই মৃত্যু হয়েছে তাঁর ।
পেটে টিউমার থাকাকালীনই অন্তঃসত্ত্বা হয় সে । আর তাই খরির মৃত্যুর পর গল্পে এসেছে নয়া মোড় । খড়ির দিদি দ্যুতি থেকে শুরু করে বোন বনি, রাহুল, কুণাল, ঋদ্ধিমান সকলেই আজ মাঝবয়সি । বৃদ্ধা হয়েছে তাদের বাবা, মা, শ্বশুর, শাশুড়িরা । আর এর মাঝেই গল্পে এন্ট্রি নিয়েছে নতুন কিছু চরিত্র । নতুন অভিনেতারা । তাঁদের মধ্যে অন্যতম আর্য দাশগুপ্ত । খড়ি আর ঋদ্ধিমান সিংহ রায়ের ছেলে আয়ুস্মানের চরিত্রে অভিনয় করছেন তিনি । জন্মের পর থেকে মাকে পায়নি সে । ঠাকুমা, মাসি, কাকা, দাদু, ঠাকুমাদের কাছেই তার বড় হওয়া । নানা ঋদ্ধিমান সিংহ রায় তাকে সঠিক স্নেহ যত্নে মানুষ করেনি । ঠিকমতো চোখ দিয়ে তার দিকে তাকায়ওনি কখনও । কিন্তু আয়ুস্মান বাবাকে খুশি করতে দিনরাত এক করে দেয় । পাশাপাশি সে রক গান গায় । এমনই এক চরিত্রে অভিনয় করছেন আর্য । নতুন এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত আর্য । নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "এই যাত্রার বাকিটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এহেন আর্য অনেক ছোটবেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন 'ফোর্স' ছবিতে । এই মুহূর্তে ওয়েব সিরিজ 'ক্ষ্যাপা', 'টিন টিন'-এও রয়েছেন তিনি । 'প্রথমবারের প্রথম দেখা' ছবিতে অভিনয় করেছেন । শ্রীমন্ত সেনগুপ্ত পরিচালিত 'আবার বছর কুড়ি পরে' ছবিতেও অভিনয় করেছেন আর্য । রাজদীপ ঘোষের 'বনবিবি' ছবিতেও অভিনয় করেছেন আর্য । মুক্তির অপেক্ষায় সেই ছবি । ওয়েব সিরিজ 'কর্কট রোগ' ছাড়াও আরও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন আর্য । এহেন আর্যর টেলিসফরে আসতে চলেছে নতুন নায়িকা । কেমন হবে সেই কেমেস্ট্রি? দেখার জন্য আগ্রহ থাকবে দর্শকের । এই ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোনটি বেজে যায় । ধারাবাহিকে নতুন ট্র্যাক শুরু হওয়ার কারণে শ্যুটিংয়ের ঝক্কি থাকবে তা বলাই বাহুল্য ।