ETV Bharat / entertainment

Aparajita Adhya New Role মুদি থেকে পুলিশ কনস্টেবল, অপাদি সুপারস্টার

ছোট পর্দায় ফিরেই মুদি দোকানের মালকিন লক্ষ্মীকাকিমা হিসেবে দর্শকের মন জয় করেছেন তিনি ৷ এবার আসছে তাঁর নতুন ছবি কলকাতা চলন্তিকা ৷ সেখানে আবার পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করবেন তিনি ৷ চরিত্র নিয়ে মুখ খুললেন প্রিয় অপাদি (Aparajita New Film) ৷

Aparajita Adhya New Role
মুদি থেকে পুলিশ কনস্টেবল অপাদি সুপারস্টার
author img

By

Published : Aug 25, 2022, 12:01 PM IST

কলকাতা, 25 অগস্ট: বেশ অনেকদিন পর ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ্য । 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে ফের স্বমহিমায় দর্শকের মন মাতাচ্ছেন তিনি । ধারাবাহিক দেখেছে সেরার সেরা হওয়ার মুখ । মুদি দোকানের মালকিন লক্ষ্মী ঘরে-বাইরে সমান সাবলীল । সম্প্রতি লক্ষ্মী কাকিমার তত্বাবধানে আটটি দোকান খুলতে চলেছিল শহরে । হঠাতই বোম ব্লাস্ট হয় দোকানের উদ্বোধনে । সেটাও সামলে নেওয়ার ক্ষমতা রাখে লক্ষ্মী (Aparajita New Film )।

এ তো গেল ধারাবাহিকের অপাদির ভূমিকা । ওদিকে 26 অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত বাংলা ছবি 'কলকাতা চলন্তিকা' (Aparajita New Film Kolkata Chalantika)। সেখানে পুলিশ কনস্টেবল দেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি । রাস্তায় রোদে, জলে, ঝড়ে দেবীকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় । সে সংসার করতে চাইলেও তা করে উঠতে পারে না । এমনই এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব এবার তাঁর কাঁধে ।

বাস্তবে পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করেছেন তিনি(Aparajita Adhya New Role) । বুধবার সকাল থেকে দুপুর অবধি যাদবপুর থানার সিগন্যালে বাস্তবের পুলিশ কনস্টেবলের হাতে হাত মিলিয়ে ট্রাফিক সামলালেন অভিনেত্রী । কারোকে হেলমেট না পরা অবস্থায় দেখলেই তিনি ধরেছেন । এই সব কিছুই ছবির প্রোমোশনের জন্য তা বলাই বাহুল্য । তবুও বিষয়টিকে এনজয় করেছেন তিনি । অন্য অভিজ্ঞতা নিয়ে আপ্লুত অভিনেত্রী । সাধারণ পোশাকে, মেক আপ হীন অবস্থায় এদিন দায়িত্ব সামলালেন তিনি ।

ছোট পর্দায় ফিরেই মুদি দোকানের মালকিন লক্ষ্মীকাকিমা হিসেবে দর্শকের মন জয় করেছেন তিনি এবার আসছে তাঁর নতুন ছবি কলকাতা চলন্তিকা

অভিনেত্রী অপরাজিতা আঢ্য এদিন নিজের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইটিভি ভারতকে বলেন, "ট্রাফিক পুলিশদের দায়িত্ব সহকারে সৈনিকের মতো ট্রাফিক সামলাতে দেখলে খুব শ্রদ্ধা হয় । অন্যদিকে এঁদের মধ্যে অনেকেই অনৈতিক কাজ করে পেশাটার নাম খারাপ করেন । একজন দু'জনের খারাপ কাজের জন্য পেশাটার বদনাম হয় । তাঁদের কাছে আমার অনুরোধ, দয়া করে অনৈতিক কাজ করে পেশাটার বদনাম করবেন না ।"

আরও পড়ুন: মূলধারার রাজনীতির থেকেও শাস্ত্রীয় সঙ্গীতের অলিন্দে অনেক বেশি পলিটিক্স, অকপট দেবজ্যোতি বসু

প্রসঙ্গত, 2016 সালে কলকাতার বুকে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই এই ছবি তৈরি করেছেন পাভেল । তিনদিনের ঘটনার ছবি এটি । 26 অগস্ট মুক্তি ছবির। হল পাওয়া না পাওয়া এবং যথাযথ সময় পাওয়া না পাওয়া নিয়ে বেশ চিন্তায় আছেন পরিচালক পাভেল। সময়ের অপেক্ষায় আছেন তিনি।

কলকাতা, 25 অগস্ট: বেশ অনেকদিন পর ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ্য । 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে ফের স্বমহিমায় দর্শকের মন মাতাচ্ছেন তিনি । ধারাবাহিক দেখেছে সেরার সেরা হওয়ার মুখ । মুদি দোকানের মালকিন লক্ষ্মী ঘরে-বাইরে সমান সাবলীল । সম্প্রতি লক্ষ্মী কাকিমার তত্বাবধানে আটটি দোকান খুলতে চলেছিল শহরে । হঠাতই বোম ব্লাস্ট হয় দোকানের উদ্বোধনে । সেটাও সামলে নেওয়ার ক্ষমতা রাখে লক্ষ্মী (Aparajita New Film )।

এ তো গেল ধারাবাহিকের অপাদির ভূমিকা । ওদিকে 26 অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত বাংলা ছবি 'কলকাতা চলন্তিকা' (Aparajita New Film Kolkata Chalantika)। সেখানে পুলিশ কনস্টেবল দেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি । রাস্তায় রোদে, জলে, ঝড়ে দেবীকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় । সে সংসার করতে চাইলেও তা করে উঠতে পারে না । এমনই এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব এবার তাঁর কাঁধে ।

বাস্তবে পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করেছেন তিনি(Aparajita Adhya New Role) । বুধবার সকাল থেকে দুপুর অবধি যাদবপুর থানার সিগন্যালে বাস্তবের পুলিশ কনস্টেবলের হাতে হাত মিলিয়ে ট্রাফিক সামলালেন অভিনেত্রী । কারোকে হেলমেট না পরা অবস্থায় দেখলেই তিনি ধরেছেন । এই সব কিছুই ছবির প্রোমোশনের জন্য তা বলাই বাহুল্য । তবুও বিষয়টিকে এনজয় করেছেন তিনি । অন্য অভিজ্ঞতা নিয়ে আপ্লুত অভিনেত্রী । সাধারণ পোশাকে, মেক আপ হীন অবস্থায় এদিন দায়িত্ব সামলালেন তিনি ।

ছোট পর্দায় ফিরেই মুদি দোকানের মালকিন লক্ষ্মীকাকিমা হিসেবে দর্শকের মন জয় করেছেন তিনি এবার আসছে তাঁর নতুন ছবি কলকাতা চলন্তিকা

অভিনেত্রী অপরাজিতা আঢ্য এদিন নিজের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইটিভি ভারতকে বলেন, "ট্রাফিক পুলিশদের দায়িত্ব সহকারে সৈনিকের মতো ট্রাফিক সামলাতে দেখলে খুব শ্রদ্ধা হয় । অন্যদিকে এঁদের মধ্যে অনেকেই অনৈতিক কাজ করে পেশাটার নাম খারাপ করেন । একজন দু'জনের খারাপ কাজের জন্য পেশাটার বদনাম হয় । তাঁদের কাছে আমার অনুরোধ, দয়া করে অনৈতিক কাজ করে পেশাটার বদনাম করবেন না ।"

আরও পড়ুন: মূলধারার রাজনীতির থেকেও শাস্ত্রীয় সঙ্গীতের অলিন্দে অনেক বেশি পলিটিক্স, অকপট দেবজ্যোতি বসু

প্রসঙ্গত, 2016 সালে কলকাতার বুকে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই এই ছবি তৈরি করেছেন পাভেল । তিনদিনের ঘটনার ছবি এটি । 26 অগস্ট মুক্তি ছবির। হল পাওয়া না পাওয়া এবং যথাযথ সময় পাওয়া না পাওয়া নিয়ে বেশ চিন্তায় আছেন পরিচালক পাভেল। সময়ের অপেক্ষায় আছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.