ETV Bharat / entertainment

Aparajita-Indrani New Show: এবার বাংলার ঘরে ঘরে অপা-মামণি জুটি - Aparajita Indrani Hosting New Show

2 জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন নন ফিকশন 'ঘরে ঘরে জি বাংলা'। সঞ্চালনায় অপরাজিতা আঢ্য এবং ইন্দ্রাণী হালদার (Aparajita Auddy and Indrani Haldar Hosting New Show)।

Etv Bharat
শুরু হয়েছে নতুন নন ফিকশন 'ঘরে ঘরে জি বাংলা'
author img

By

Published : Jan 6, 2023, 7:06 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: একান্নবর্তী পরিবার খুঁজে বের করা আজ কঠিন শুধু নয়, কঠিনতম কাজ । এই কাজটাই এবার করে দেখানোর চ্যালেঞ্জ নিয়েছে বাংলা টেলিভিশন । শুরু হয়েছে নতুন নন ফিকশন 'ঘরে ঘরে জি বাংলা'। এই নন ফিকশনের সঞ্চালনায় অপরাজিতা আঢ্য এবং ইন্দ্রাণী হালদার (Aparajita Auddy and Indrani Haldar Hosting New Show) । তাঁরা বিভিন্ন পরিবারে যাচ্ছেন । খেলছেন নানা খেলা । থাকবে উপহার, আড্ডা, গান এবং গল্প । এক কথায় জমজমাট একটা বিকেল উপহার পাচ্ছে দর্শক।

এই শো মনে করাচ্ছে এক সময়ের জনপ্রিয় শো 'রোজগেরে গিন্নি'র কথাও । প্রসঙ্গত, অপরাজিতা আঢ্য সম্প্রতি শেষ করেছেন তাঁর 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকের কাজ । এর মাঝে বড় পর্দায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেছেন বাংলা দর্শকের প্রিয় অপাদি । 20 জানুয়ারি । মুক্তির অপেক্ষায় অপা অভিনীত, রাহুল মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'দিলখুশ'। এখানে খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । 'বেলাশুরু'তেও এই জুটিকে ভালোবেসেছে দর্শক(Aparajita and Indrani New Show ) ।

আরও পড়ুন: তিন শহরে একইদিনে হাজির হবে কার্তিকের 'শেহজাদা' ছবির ট্রেলার, আসছে কবে ?

ওদিকে ইন্দ্রাণী হালদার বেশ অনেকদিন আগেই শেষ করেছেন তাঁর 'শ্রীময়ী'র সফর । তাঁর অভিনীত বাংলা ছবি 'কুলের আচার' পছন্দ হয়েছে দর্শকের ৷ এবার আবার অনেকদিন পর তিনি ফিরলেন নন ফিকশনে (Aparajita and Indrani Hosting New Show ) । 2 জানুয়ারি থেকে বিকেল সাড়ে চারটেয় 'রান্নাঘর'-এর স্লটে শুরু হয়েছে এই শো । 'রান্নাঘর'-এর জনপ্রিয়তাকে এই শো কতটা ছুঁতে পারে সেদিকে দর্শকের চোখ থাকবে তা বলাই বাহুল্য । সূত্র বলছে, আপাতত টেলি অভিনেতা-অভিনেত্রীদের পরিবারের গল্প এবং খেলা দিয়েই শুরু হচ্ছে জার্নি । এরপরে কী হয় সেটাই দেখার ।

কলকাতা, 6 জানুয়ারি: একান্নবর্তী পরিবার খুঁজে বের করা আজ কঠিন শুধু নয়, কঠিনতম কাজ । এই কাজটাই এবার করে দেখানোর চ্যালেঞ্জ নিয়েছে বাংলা টেলিভিশন । শুরু হয়েছে নতুন নন ফিকশন 'ঘরে ঘরে জি বাংলা'। এই নন ফিকশনের সঞ্চালনায় অপরাজিতা আঢ্য এবং ইন্দ্রাণী হালদার (Aparajita Auddy and Indrani Haldar Hosting New Show) । তাঁরা বিভিন্ন পরিবারে যাচ্ছেন । খেলছেন নানা খেলা । থাকবে উপহার, আড্ডা, গান এবং গল্প । এক কথায় জমজমাট একটা বিকেল উপহার পাচ্ছে দর্শক।

এই শো মনে করাচ্ছে এক সময়ের জনপ্রিয় শো 'রোজগেরে গিন্নি'র কথাও । প্রসঙ্গত, অপরাজিতা আঢ্য সম্প্রতি শেষ করেছেন তাঁর 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকের কাজ । এর মাঝে বড় পর্দায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেছেন বাংলা দর্শকের প্রিয় অপাদি । 20 জানুয়ারি । মুক্তির অপেক্ষায় অপা অভিনীত, রাহুল মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'দিলখুশ'। এখানে খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । 'বেলাশুরু'তেও এই জুটিকে ভালোবেসেছে দর্শক(Aparajita and Indrani New Show ) ।

আরও পড়ুন: তিন শহরে একইদিনে হাজির হবে কার্তিকের 'শেহজাদা' ছবির ট্রেলার, আসছে কবে ?

ওদিকে ইন্দ্রাণী হালদার বেশ অনেকদিন আগেই শেষ করেছেন তাঁর 'শ্রীময়ী'র সফর । তাঁর অভিনীত বাংলা ছবি 'কুলের আচার' পছন্দ হয়েছে দর্শকের ৷ এবার আবার অনেকদিন পর তিনি ফিরলেন নন ফিকশনে (Aparajita and Indrani Hosting New Show ) । 2 জানুয়ারি থেকে বিকেল সাড়ে চারটেয় 'রান্নাঘর'-এর স্লটে শুরু হয়েছে এই শো । 'রান্নাঘর'-এর জনপ্রিয়তাকে এই শো কতটা ছুঁতে পারে সেদিকে দর্শকের চোখ থাকবে তা বলাই বাহুল্য । সূত্র বলছে, আপাতত টেলি অভিনেতা-অভিনেত্রীদের পরিবারের গল্প এবং খেলা দিয়েই শুরু হচ্ছে জার্নি । এরপরে কী হয় সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.