ETV Bharat / entertainment

Ankita Chakraborty: 7 বছর পর ছোট পর্দায় লিড রোলে অঙ্কিতা - অঙ্কিতা চক্রবর্তী

7 বছর পর ছোট পর্দায় লিড রোলে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)৷ নয়া বাংলা ধারাবাহিক ইন্দ্রাণীতে দেখা যাবে তাঁকে (Bengali serial Indrani)৷

Ankita Chakraborty to act in new Bengali serial Indrani
7 বছর পর ছোট পর্দায় লিড রোলে অঙ্কিতা
author img

By

Published : Jun 12, 2022, 12:59 PM IST

কলকাতা, 12 জুন: 2015 সালের পর ফের লিড রোলে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকেই এক নতুন এবং ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে অঙ্কিতাকে (New Bengali serial)।

সম্প্রতি প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী । শুরু হয়েছে সুখের সংসার । এর মাঝেই 14 ঘণ্টার ব্যস্ততায় বাঁধা পড়লেন তিনি । আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এক বেসরকারি হাসপাতালের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের চরিত্রে দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে । পরিপাটি, ছিমছাম সাজ । নিজের শ্বশুরবাড়ির পরিবারকে আগলে রাখে স্বামীহারা ইন্দ্রাণী । প্রোমোতে দেখা গিয়েছে তার একটি মেয়েও আছে । এ হেন ইন্দ্রাণীকে পছন্দ করতে শুরু করবে ওই হাসপাতালেরই এক ডাক্তার । যে কি না ইন্দ্রাণীর থেকে বছর কুড়ির ছোট । এই অসম বয়সের সম্পর্ক কি গড়ে উঠবে কখনও ? জানা যাবে ধারাবাহিক শুরু হলে (Bengali serial Indrani)।

আরও পড়ুন: Sonar Kellar Sandhane : ফের 'সোনার কেল্লার সন্ধানে' মুকুল, সঙ্গে থাকবে মুকুল পুত্রও

অঙ্কিতা এর আগে 'বিন্নি ধানের খই', 'ইষ্টি কুটুম'-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ৷ 'পবিত্র পাপী', 'হায় তবা', 'মাফিয়া'র মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি । এ ছাড়াও বড় পর্দায় 'ব্যোমকেশ ফিরে এল', 'ব্যোমকেশ বক্সী', 'শঙ্কর মুদি', 'এবং কিরিটী'তে তিনি অভিনয় করেছেন ৷ এ বার ফের ছোট পর্দায় ফিরছেন একেবারে মুখ্য ভূমিকায় ।

প্রসঙ্গত, এই চ্যানেলের হাত ধরেই 'সোনা রোদের গান' ধারাবাহিকের দৌলতে অনেকদিন পর মুখ্য চরিত্রে ফিরেছেন পায়েল দে । এ বার পালা অঙ্কিতা চক্রবর্তীর ৷ দীর্ঘদিনের টেলি জার্নিতে 'তুমিই যে আমার মা' ধারাবাহিকের হাত ধরে প্রথমবার লিড রোলে এলেন অভিনেত্রী প্রিয়া মণ্ডল । অঙ্কিতা চক্রবর্তীর এই নয়া সফর দেখার অপেক্ষায় দর্শক । তাঁর বিপরীতে দেখা যাবে রাহুল গঙ্গোপাধ্যায়কে । চরিত্রের নাম আদিত্য ।

কলকাতা, 12 জুন: 2015 সালের পর ফের লিড রোলে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকেই এক নতুন এবং ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে অঙ্কিতাকে (New Bengali serial)।

সম্প্রতি প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী । শুরু হয়েছে সুখের সংসার । এর মাঝেই 14 ঘণ্টার ব্যস্ততায় বাঁধা পড়লেন তিনি । আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এক বেসরকারি হাসপাতালের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের চরিত্রে দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে । পরিপাটি, ছিমছাম সাজ । নিজের শ্বশুরবাড়ির পরিবারকে আগলে রাখে স্বামীহারা ইন্দ্রাণী । প্রোমোতে দেখা গিয়েছে তার একটি মেয়েও আছে । এ হেন ইন্দ্রাণীকে পছন্দ করতে শুরু করবে ওই হাসপাতালেরই এক ডাক্তার । যে কি না ইন্দ্রাণীর থেকে বছর কুড়ির ছোট । এই অসম বয়সের সম্পর্ক কি গড়ে উঠবে কখনও ? জানা যাবে ধারাবাহিক শুরু হলে (Bengali serial Indrani)।

আরও পড়ুন: Sonar Kellar Sandhane : ফের 'সোনার কেল্লার সন্ধানে' মুকুল, সঙ্গে থাকবে মুকুল পুত্রও

অঙ্কিতা এর আগে 'বিন্নি ধানের খই', 'ইষ্টি কুটুম'-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ৷ 'পবিত্র পাপী', 'হায় তবা', 'মাফিয়া'র মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি । এ ছাড়াও বড় পর্দায় 'ব্যোমকেশ ফিরে এল', 'ব্যোমকেশ বক্সী', 'শঙ্কর মুদি', 'এবং কিরিটী'তে তিনি অভিনয় করেছেন ৷ এ বার ফের ছোট পর্দায় ফিরছেন একেবারে মুখ্য ভূমিকায় ।

প্রসঙ্গত, এই চ্যানেলের হাত ধরেই 'সোনা রোদের গান' ধারাবাহিকের দৌলতে অনেকদিন পর মুখ্য চরিত্রে ফিরেছেন পায়েল দে । এ বার পালা অঙ্কিতা চক্রবর্তীর ৷ দীর্ঘদিনের টেলি জার্নিতে 'তুমিই যে আমার মা' ধারাবাহিকের হাত ধরে প্রথমবার লিড রোলে এলেন অভিনেত্রী প্রিয়া মণ্ডল । অঙ্কিতা চক্রবর্তীর এই নয়া সফর দেখার অপেক্ষায় দর্শক । তাঁর বিপরীতে দেখা যাবে রাহুল গঙ্গোপাধ্যায়কে । চরিত্রের নাম আদিত্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.