ETV Bharat / entertainment

Durga Puja 2022: সত্যিই অনন্যা ! নাইরোবিতে ভিন্ন স্বাদের দুর্গোৎসব পালন বাংলার মেয়ের

নাইরোবির এক দুর্গাপুজোকে ঘিরে অন্য ভাবনায় শামিল হয়েছেন প্রবাসী বাঙালি শিল্পী অনন্যা পাল ৷ এই বছর ‘দ্য ইথারাল সাগা’ শিরোনামের একটি নৃত্যনাট্য প্রস্তুত করেছেন অনন্যা (Ananya Pal is Directing a Dance Drama )৷ আগামী 16 সেপ্টেম্বর নাইরোবির মুথাইগা কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান (Durga Puja At Nairobi)।

Durga Puja At Nairobi
নাইরোবিতে ভিন্ন স্বাদের দুর্গোৎসব পালন বঙ্গকন্যার
author img

By

Published : Sep 12, 2022, 10:30 AM IST

Updated : Sep 12, 2022, 1:30 PM IST

নাইরোবি, 12সেপ্টেম্বর: সম্প্রতি দুর্গাপুজোকে হেরিটেজ আখ্যা দিয়েছে ইউনেসকো ৷ পুজো নিয়ে এমনিতেই মাতোয়ারা বাঙালি এবার তাই আরও অনেক বেশি খুশি ৷ ভিন রাজ্য এবং দেশেও এবছর দুর্গাপুজোকে ঘিরে নতুনত্বের হিড়িক পড়ে গিয়েছে ।

প্রবাসী বাঙালি শিল্পী অনন্যা পালও নাইরোবির এক দুর্গাপুজোকে ঘিরে অন্য ভাবনায় শামিল হয়েছেন (Durga Puja At Nairobi)। তিনি প্রতি বছরই চেষ্টা করেন নিজের মতো করে তাঁর দল নিয়ে নাইরোবিতে শারদ উৎসব পালন করতে । এই দলের সকলেই ভারতীয় । এই বছর ‘দ্য ইথারাল সাগা’ শিরোনামের একটি নৃত্যনাট্য প্রস্তুত করেছেন অনন্যা ৷ যার কাহিনি রচিত হয়েছে কবি জয়দেব ও পদ্মাবতীর প্রেমগাথা ও 'গীতগোবিন্দ'র প্রেক্ষাপটে । অনষ্ঠানটি মঞ্চস্থ হবে আগামী 16 সেপ্টেম্বর মুথাইগা কান্ট্রি ক্লাবে(Ananya Pal New Dance Drama) ।

Durga Puja At Nairobi
নাইরোবির এক দুর্গাপুজোকে ঘিরে অন্য ভাবনায় শামিল হয়েছেন প্রবাসী বাঙালি শিল্পী অনন্যা পাল

প্রসঙ্গত, মুথাইগা কান্ট্রি ক্লাবটি নাইরোবির সবচেয়ে অভিজাত ক্লাব ৷ এই অনুষ্ঠানের কলাকুশলীরাও বহুজাতিক । এই নৃত্যনাট্যটি পরিচালানাও করবেন অনন্যা পাল ৷ সুরকার ও গায়ক আশিস চক্রবর্তী (New Dance Drama)। শ্রেষ্ঠাংশে কৃষ্ণ কিসলে এবং সুষমা রেড্ডী । ভাষ্যপাঠে জেমস মুহিয়া (কেনিয়া) এবং জননী রাজসেকরন (শ্রীলঙ্কা) । এছাড়া, ‘আগমনী – দ্য ডিভাইন অ্যারাইভাল’ নামের একটি ভার্চুয়াল অনুষ্ঠানও তৈরি করেছেন অনন্যা, যেটি মহালয়ার সময় প্রচারিত হবে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে(Ananya Pal is Directing a Dance Drama)।

Durga Puja At Nairobi
এই বছর ‘দ্য ইথারাল সাগা’ শিরোনামের একটি নৃত্যনাট্য প্রস্তুত করেছেন অনন্যা

আরও পড়ুন: ফকিরার নয়া নিবেদন 'হরে কৃষ্ণ', শেষ হল রেকর্ডিং

প্রসঙ্গত, কিছু দিন আগে নিজের সৃষ্টি পুষ্পকেতু গোয়েন্দা চরিত্রের অবয়বের আনুষ্ঠানিক প্রকাশ করতে কলকাতায় এসেছিলেন তিনি । অভিনেতা রোহন ভট্টাচার্যকে ওই চরিত্রের জন্য ভাবা হয়েছে ইতিমধ্যেই । অনন্যা কাজ করেছেন বীরভূমের বহুরূপী শিল্পীদের নিয়েও । 'মনসা কথা'র মাধ্যমে সমাজে নারীদের মর্যাদার কথা তুলে ধরেন তিনি । দেশ থেকে দূরে থেকেও নিজের সংস্কৃতি, ভাষার প্রতি টান থেকেই এই ধরণের একের পর এক কাজ করে চলছেন অনন্যা পাল । অনন্যা বলেন,"নাইরোবিতে নিজের সংস্কৃতির উদযাপন করতে পেরে ভালো লাগছে । এইবার দুর্গা পুজো ইউনেসকোর হেরিটেজ সম্মান পাওয়ায় খুবই গর্ব হচ্ছে । আমরা অন্য দেশে থাকলেও নিজেদের মাটিকে অনুভব করি ।"

নাইরোবি, 12সেপ্টেম্বর: সম্প্রতি দুর্গাপুজোকে হেরিটেজ আখ্যা দিয়েছে ইউনেসকো ৷ পুজো নিয়ে এমনিতেই মাতোয়ারা বাঙালি এবার তাই আরও অনেক বেশি খুশি ৷ ভিন রাজ্য এবং দেশেও এবছর দুর্গাপুজোকে ঘিরে নতুনত্বের হিড়িক পড়ে গিয়েছে ।

প্রবাসী বাঙালি শিল্পী অনন্যা পালও নাইরোবির এক দুর্গাপুজোকে ঘিরে অন্য ভাবনায় শামিল হয়েছেন (Durga Puja At Nairobi)। তিনি প্রতি বছরই চেষ্টা করেন নিজের মতো করে তাঁর দল নিয়ে নাইরোবিতে শারদ উৎসব পালন করতে । এই দলের সকলেই ভারতীয় । এই বছর ‘দ্য ইথারাল সাগা’ শিরোনামের একটি নৃত্যনাট্য প্রস্তুত করেছেন অনন্যা ৷ যার কাহিনি রচিত হয়েছে কবি জয়দেব ও পদ্মাবতীর প্রেমগাথা ও 'গীতগোবিন্দ'র প্রেক্ষাপটে । অনষ্ঠানটি মঞ্চস্থ হবে আগামী 16 সেপ্টেম্বর মুথাইগা কান্ট্রি ক্লাবে(Ananya Pal New Dance Drama) ।

Durga Puja At Nairobi
নাইরোবির এক দুর্গাপুজোকে ঘিরে অন্য ভাবনায় শামিল হয়েছেন প্রবাসী বাঙালি শিল্পী অনন্যা পাল

প্রসঙ্গত, মুথাইগা কান্ট্রি ক্লাবটি নাইরোবির সবচেয়ে অভিজাত ক্লাব ৷ এই অনুষ্ঠানের কলাকুশলীরাও বহুজাতিক । এই নৃত্যনাট্যটি পরিচালানাও করবেন অনন্যা পাল ৷ সুরকার ও গায়ক আশিস চক্রবর্তী (New Dance Drama)। শ্রেষ্ঠাংশে কৃষ্ণ কিসলে এবং সুষমা রেড্ডী । ভাষ্যপাঠে জেমস মুহিয়া (কেনিয়া) এবং জননী রাজসেকরন (শ্রীলঙ্কা) । এছাড়া, ‘আগমনী – দ্য ডিভাইন অ্যারাইভাল’ নামের একটি ভার্চুয়াল অনুষ্ঠানও তৈরি করেছেন অনন্যা, যেটি মহালয়ার সময় প্রচারিত হবে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে(Ananya Pal is Directing a Dance Drama)।

Durga Puja At Nairobi
এই বছর ‘দ্য ইথারাল সাগা’ শিরোনামের একটি নৃত্যনাট্য প্রস্তুত করেছেন অনন্যা

আরও পড়ুন: ফকিরার নয়া নিবেদন 'হরে কৃষ্ণ', শেষ হল রেকর্ডিং

প্রসঙ্গত, কিছু দিন আগে নিজের সৃষ্টি পুষ্পকেতু গোয়েন্দা চরিত্রের অবয়বের আনুষ্ঠানিক প্রকাশ করতে কলকাতায় এসেছিলেন তিনি । অভিনেতা রোহন ভট্টাচার্যকে ওই চরিত্রের জন্য ভাবা হয়েছে ইতিমধ্যেই । অনন্যা কাজ করেছেন বীরভূমের বহুরূপী শিল্পীদের নিয়েও । 'মনসা কথা'র মাধ্যমে সমাজে নারীদের মর্যাদার কথা তুলে ধরেন তিনি । দেশ থেকে দূরে থেকেও নিজের সংস্কৃতি, ভাষার প্রতি টান থেকেই এই ধরণের একের পর এক কাজ করে চলছেন অনন্যা পাল । অনন্যা বলেন,"নাইরোবিতে নিজের সংস্কৃতির উদযাপন করতে পেরে ভালো লাগছে । এইবার দুর্গা পুজো ইউনেসকোর হেরিটেজ সম্মান পাওয়ায় খুবই গর্ব হচ্ছে । আমরা অন্য দেশে থাকলেও নিজেদের মাটিকে অনুভব করি ।"

Last Updated : Sep 12, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.