ETV Bharat / entertainment

Nick Welcomes 12th baby: দ্বাদশ সন্তানের জন্ম, আহ্লাদে আটখানা নিক ক্যানন - মার্কিন টিভি উপস্থাপক

দ্বাদশ সন্তানের জন্ম হওয়ায় উচ্ছ্বসিত মার্কিন টিভি উপস্থাপক (American television host) নিক ক্যানন (Nick Cannon)। অ্যাবি দে লা রোসা 1 নভেম্বর তাঁর এই সন্তানের জন্ম দিয়েছেন (Nick Welcomes 12th baby)৷

American television host Nick Cannon welcomes his 12th baby
দ্বাদশ সন্তানের জন্ম, আহ্লাদে আটখানা নিক ক্যানন
author img

By

Published : Nov 13, 2022, 6:26 PM IST

ওয়াশিংটন, 13 নভেম্বর: যমজ সন্তান জন্মানোর পর বছর ঘুরতেই নিক ক্যানন (Nick Cannon) ও অ্যাবি দে লা রোসার ঘরে এল আর এক সন্তান ৷ 1 নভেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নিক-ঘরণী ৷ শুক্রবার তাঁরা মেয়ের নাম রাখলেন বিউটিফুল জেপেলিন ক্যানন (Nick Welcomes 12th baby)৷ এটা নিকের দ্বাদশ সন্তান ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কন্যা সন্তানের আগমনের কথা ঘোষণা করেন মার্কিন টিভি উপস্থাপক নিক ক্যানন (American television host)। স্ত্রী ও সদ্যোজাত কন্যার সঙ্গে তাঁর একটি মিষ্টি ছবি পোস্ট করেন নিক ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "1/11/2022 'বিউটিফুল জেপেলিন ক্যানন' আসার জন্য একটি সুন্দর দিন ! মা @hiabbydelarosa আমি তোমাকে ভালোবাসি ! তুমি সবকিছুকে এত সহজ এবং অনায়াসে করে দেখিয়েছো ৷ কিন্তু আমার ও আমাদের বাচ্চাদের প্রতি তোমার অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, প্রচেষ্টা এবং নিঃস্বার্থ ভালোবাসার জন্য চিরকাল তোমার প্রতি ঋণী থাকব ।" নিক আরও লিখেছেন, "বিউটিফুল এমন একজন স্নেহময় এবং আধ্যাত্মিক মনোভাবাপন্ন মা পেয়ে সৌভাগ্যবতী ।"

স্ত্রীর প্রতি এই ভালোবাসার বার্তার শেষে নিক লিখেছেন, "এমন একটি দিন যায় না যে দিন আমি তোমার সমস্ত যত্ন, দয়া এবং অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতায় পরিপূর্ণ হই না । ধন্যবাদ !! যদিও আমি এটা বলাটাই যথেষ্ট নয় ! এটা আমার দায়িত্ব যে তুমি এবং আমাদের সন্তানরা যাতে সুরক্ষিত বোধ করো ! বিউটিফুল জেপেলিন ওরফে বিজেডসি ওরফে বিজি বি ! প্রস্তুত হও, কারণ এই পৃথিবী তোমার ! বাবা তোমাকে ভালোবাসে !!" সবশেষে হ্যাশট্যাগ দিয়ে নিক লিখেছেন, আমাদের পরিবার ৷

আরও পড়ুন: সদ্যোজাত কন্যার ছবি দিয়ে নাম জানালেন বিপাশা ও করণ

গত দুই মাসে নিক তাঁর দুই সন্তানকে স্বাগত জানিয়েছেন । নিকের চর্চিত বান্ধবী অ্যালিসা স্কটও নিকের সন্তানের মা হতে চলেছেন ৷ গত বছরের জুনে নিকের প্রথম সন্তানের জন্ম দেন অ্যালিসা । জানা গিয়েছে, সেই একরত্তি শিশু জন্মের পাঁচ মাস পরে মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে যায় । চলতি বছরের মে মাসে 4 বছরের জিলার মা স্কট তাঁর আগের সম্পর্কের গর্ভাবস্থার খবর রটিয়েছিলেন ৷

নিকের আরও সাতটি সন্তান রয়েছে চারটি মহিলার সঙ্গে ৷ যার মধ্যে রয়েছে তাঁর 11 বছর বয়সি যমজ সন্তান - মরক্কো এবং মনরো, যাঁরা মারিয়া কেরির সন্তান ৷

ব্রে টাইসি 28শে জুন বাড়িতে কোনও চিকিৎসা ছাড়াই ক্যাননের অষ্টম সন্তানের জন্ম দেন এবং তিনি পরে ইউটিউবে সেই অভিজ্ঞতার বর্ণনা দেন । তাঁদের ছেলের নাম দেওয়া হয়েছিল লেজেন্ডারি অর্থাৎ কিংবদন্তি ।

নিক এবং ব্রিটানি বেল তিন সন্তানের বাবা-মা ৷ এক মাসের ছেলে রাইজ, 5 বছর বয়সি গোল্ডেন এবং এক বছরের মেয়ে পাওয়ারফুল । লানিশা কোলের এক মাস বয়সি কন্যা অনিক্সের পিতাও নিক । এই বছরের শুরুতে নিক নিউ ইয়র্ক সিটির 94.7 The Block-এ ভর্তি হয়েছিলেন ৷ ভবিষ্যতে আরও একবার বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন নিক ক্যানন ৷

ওয়াশিংটন, 13 নভেম্বর: যমজ সন্তান জন্মানোর পর বছর ঘুরতেই নিক ক্যানন (Nick Cannon) ও অ্যাবি দে লা রোসার ঘরে এল আর এক সন্তান ৷ 1 নভেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নিক-ঘরণী ৷ শুক্রবার তাঁরা মেয়ের নাম রাখলেন বিউটিফুল জেপেলিন ক্যানন (Nick Welcomes 12th baby)৷ এটা নিকের দ্বাদশ সন্তান ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কন্যা সন্তানের আগমনের কথা ঘোষণা করেন মার্কিন টিভি উপস্থাপক নিক ক্যানন (American television host)। স্ত্রী ও সদ্যোজাত কন্যার সঙ্গে তাঁর একটি মিষ্টি ছবি পোস্ট করেন নিক ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "1/11/2022 'বিউটিফুল জেপেলিন ক্যানন' আসার জন্য একটি সুন্দর দিন ! মা @hiabbydelarosa আমি তোমাকে ভালোবাসি ! তুমি সবকিছুকে এত সহজ এবং অনায়াসে করে দেখিয়েছো ৷ কিন্তু আমার ও আমাদের বাচ্চাদের প্রতি তোমার অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, প্রচেষ্টা এবং নিঃস্বার্থ ভালোবাসার জন্য চিরকাল তোমার প্রতি ঋণী থাকব ।" নিক আরও লিখেছেন, "বিউটিফুল এমন একজন স্নেহময় এবং আধ্যাত্মিক মনোভাবাপন্ন মা পেয়ে সৌভাগ্যবতী ।"

স্ত্রীর প্রতি এই ভালোবাসার বার্তার শেষে নিক লিখেছেন, "এমন একটি দিন যায় না যে দিন আমি তোমার সমস্ত যত্ন, দয়া এবং অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতায় পরিপূর্ণ হই না । ধন্যবাদ !! যদিও আমি এটা বলাটাই যথেষ্ট নয় ! এটা আমার দায়িত্ব যে তুমি এবং আমাদের সন্তানরা যাতে সুরক্ষিত বোধ করো ! বিউটিফুল জেপেলিন ওরফে বিজেডসি ওরফে বিজি বি ! প্রস্তুত হও, কারণ এই পৃথিবী তোমার ! বাবা তোমাকে ভালোবাসে !!" সবশেষে হ্যাশট্যাগ দিয়ে নিক লিখেছেন, আমাদের পরিবার ৷

আরও পড়ুন: সদ্যোজাত কন্যার ছবি দিয়ে নাম জানালেন বিপাশা ও করণ

গত দুই মাসে নিক তাঁর দুই সন্তানকে স্বাগত জানিয়েছেন । নিকের চর্চিত বান্ধবী অ্যালিসা স্কটও নিকের সন্তানের মা হতে চলেছেন ৷ গত বছরের জুনে নিকের প্রথম সন্তানের জন্ম দেন অ্যালিসা । জানা গিয়েছে, সেই একরত্তি শিশু জন্মের পাঁচ মাস পরে মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে যায় । চলতি বছরের মে মাসে 4 বছরের জিলার মা স্কট তাঁর আগের সম্পর্কের গর্ভাবস্থার খবর রটিয়েছিলেন ৷

নিকের আরও সাতটি সন্তান রয়েছে চারটি মহিলার সঙ্গে ৷ যার মধ্যে রয়েছে তাঁর 11 বছর বয়সি যমজ সন্তান - মরক্কো এবং মনরো, যাঁরা মারিয়া কেরির সন্তান ৷

ব্রে টাইসি 28শে জুন বাড়িতে কোনও চিকিৎসা ছাড়াই ক্যাননের অষ্টম সন্তানের জন্ম দেন এবং তিনি পরে ইউটিউবে সেই অভিজ্ঞতার বর্ণনা দেন । তাঁদের ছেলের নাম দেওয়া হয়েছিল লেজেন্ডারি অর্থাৎ কিংবদন্তি ।

নিক এবং ব্রিটানি বেল তিন সন্তানের বাবা-মা ৷ এক মাসের ছেলে রাইজ, 5 বছর বয়সি গোল্ডেন এবং এক বছরের মেয়ে পাওয়ারফুল । লানিশা কোলের এক মাস বয়সি কন্যা অনিক্সের পিতাও নিক । এই বছরের শুরুতে নিক নিউ ইয়র্ক সিটির 94.7 The Block-এ ভর্তি হয়েছিলেন ৷ ভবিষ্যতে আরও একবার বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন নিক ক্যানন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.