কলকাতা, 4 নভেম্বর: লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)৷ আর তাঁর সঙ্গেই লড়ছে গোটা হাসপাতাল ৷ জানালেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)৷ তবে অভিনেত্রীকে নিয়ে নেতিবাচক খবর ছড়ানোর বিরক্ত তিনি ৷
ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার আর্জি জানিয়েছেন সব্যসাচী ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, "ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন । কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না । আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না । শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল । নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো । এর অন্যথা কিছু হবে না।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2 নভেম্বর ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তিনি ভেন্টিলেশনে রয়েছেন (Aindrila Sharma Hospitalised)। মঙ্গলবার তিনি গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে (Bengali actress ill)।
আরও পড়ুন: হারিয়েছিলেন ক্যানসারকে, আবারও গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে ঐন্দ্রিলা
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ঐন্দ্রিলা শর্মা (Actress Aindrila Sharma is on ventilation)। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি । দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন । এ বছর একটি বাংলা টেলিভিশনের মহালয়ার অনুষ্ঠানে দেবী রূপে ধরা দেন ঐন্দ্রিলা । বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরীর লেখা বইয়ের উদ্বোধনে সক্রিয় ভূমিকা নেন তিনি । চলছিল আরও বেশ কিছু কাজ । এর মাঝেই আবারও অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী ।
'ঝুমুর', 'জিয়নকাঠি', 'মহাপীঠ তারাপীঠ' সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন ঐন্দ্রিলা শর্মা । 'ভাগাড়'-এর মতো ওয়েব সিরিজেও সম্প্রতি অভিনয় করেছেন । এ বছর তিনি ঘটা করে লক্ষ্মীপুজোর আয়োজন করেন । অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে ইটিভি ভারত ।