মুম্বই, 6 জুন: প্রথম পর্বের বিপুল সাফল্য পেয়েছিল অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত 'দ্য নাইট ম্যানেজার' ৷ এবার আসতে চলেছে এই সিরিজের দ্বিতীয় পর্ব ৷ শুক্রবার নির্মাতারা জানালেন, আগামী 5 জুন মুক্তি পেতে চলেছে এই কাহিনির দ্বিতীয় অধ্য়ায়ের ট্রেলার ৷ হলিউডি টেলিভিশন সিরিজ 'দ্য নাইট ম্যানেজার' থেকেই তৈরি হয়েছে এই কাহিনি ৷ তবে এর মূল লেখক হলেন জন ক্য়ারি ৷ তাঁর উপন্যাস থেকেই অনুপ্রাণিত এই টানটান ওয়েব সিরিজটি ৷
শুক্রবার অনিল কাপুর তাঁর ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে একটি নতুন মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, "রাজা আর পাহারাদারের এই কাহিনি এবার হবে শেষ ৷ দ্য নাইট ম্য়ানেজার 2-এর ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামী 5 জুন ৷" গল্পের দিকে তাকালে আমরা দেখতে পাই মুখ্য় চরিত্রে রয়েছে প্রাক্তন ইন্টিলিজেন্স অফিসার শান সেনগুপ্ত ৷ এই চরিত্রে অভিনয় করেছেন আদিত্য আর অন্য়দিকে মূল খলনায়কের চরিত্রে রয়েছেন অনিল কাপুর ৷ অর্থাৎ, তাঁকে এখানে দেখা যাবে শৈলেন্দ্র রুঙ্গতার ভূমিকায় ৷
তবে তার জন্য় অপেক্ষা করতেই হবে 30 জুন পর্যন্ত ৷ কারণ ওইদিন স্ট্রিমিং শুরু হতে চলেছে এই সিরিজটির ৷ এর আগে সিরিজের সাফল্য নিয়ে বলতে গিয়ে অভিনেতা আদিত্য় বলেন,"যে সাফল্য় পেয়েছে এই সিরিজ তা অনবদ্য ৷ শুধু তাই নয় আমরাও দেখতে চাই দর্শকেরা শেলি এবং শানের নতুন লড়াইটিকে কীভাবে নেন ৷" অন্যদিকে অনিলও তাঁদের এই সিরিজকে এত ভালোবাসা দেওয়ার জন্য় দর্শককে ধন্য়বাদ জানিয়েছেন ৷
আরও পড়ুন: 'তোমার জন্য গর্বিত', মেয়ের জন্মদিনে আবেগী 'বিহারী বাবু'
'দ্য নাইট ম্য়ানেজার 2'-এ আরও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোম, শোভিতা ধুলিপালা এবং রবি বেহলের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ প্রথম অধ্য়ায়ে অনিল এবং আদিত্য়র যে দ্বন্দ্বযুদ্ধ দেখেছিলেন ফ্যানেরা তাতে আকর্ষণ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ তাই আগামীতে এই সিরিজ কতটা সাফল্য় পায় সেটাই এখন দেখার ৷