কলকাতা, 5 মে: একদিকে সুন্দরী অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, রাজ্য প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সৌম্য বকসি ৷ এই দুজনের বিয়ের খবর নিয়ে অনেকদিন ধরেই শুরু হয়েছিল জল্পনা । অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চার হাত এক হল 1 মে । আর সেই বিয়ের রিসেপশনে বসল চাঁদের হাট ৷ টলিপাড়ার তারকারা ছাড়াও আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক দলের বিশিষ্ট্য ব্যক্তিরা ৷
লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তা পাক্কা বাঙালি বধূ । একেবারে খাঁটি বাঙালি রীতি মেনে বিয়ে সারলেন অভিনেত্রী । টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে শাসক দলের নামী-দামি ব্যক্তিদেক অনেকেই উপস্থিত ছিলেন ৷ ত্রুটি ছিল না আদর আপ্যায়ণে । সুসজ্জিত বিয়ের মণ্ডপে সাত পাকে ঘোরা থেকে মালাবদল, সিঁদূর দান সবই হল নিয়ম মেনে । উলুধ্বনি দিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য ।
এ বার আসি বউভাতের কথায় । বাঙালি নিয়ম মেনে সৌম্যর বাড়িতে অনুষ্ঠিত হয় ভাত কাপড়ের অনুষ্ঠান । তুঁতে রঙের শাড়ি আর ব্রোকেড ব্লাউজে সেখানে অনন্যা সুদীপ্তা । গলায় জরোয়ার নেকলেস এবং মুক্তোর মালা । কানে ভারী দুল । হাতে শাখা বাঁধানো এবং সারদা বালা । হাতভর্তি মেহেন্দির মাঝেই উঁকি দিচ্ছে উল্কি । এক গাল হাসিতে ফেটে পড়ছেন অভিনেত্রী । বাঙালি রীতি মেনে দুপুরে শ্বশুরবাড়ির সকল সদস্যদের পাতে ঘি-ভাত পরিবেশন করেন অভিনেত্রী ।
এরপর রাতের অনুষ্ঠানে তাঁকে দেখা যায় ডিজাইনার গাউনে, একেবারে অন্য লুকে । সৌম্যকেও দেখাচ্ছিল রাজপুত্তুরের মতো । এই গ্র্যান্ড রিসেপশন পার্টিতে সকলকে মাতিয়ে রেখেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । আমন্ত্রিত অতিথিরা নবদম্পতির পাশাপাশি মদনের সঙ্গেও ছবি তুলতে ভোলেননি । হাসি মুখে পোজ দেন কামারহাটির বিধায়ক ৷ সব মিলিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তার বিয়ে থেকে রিসেপশন ছিল মনে রাখার মতো । সর্বাঙ্গীন সুন্দর হোক নবদম্পতির জীবন । এই হানিমুন পিরিয়ড পেরিয়ে কবে ফ্লোরে ফিরবেন সুদীপ্তা ? জানা যাবে শীঘ্রই ।