ETV Bharat / entertainment

Shrabani Bhunia New Serial: 'মাধবীলতা'র পর 'মুকুট', শুরুর পথে শ্রাবণীর নতুন টেলিজার্নি - শুরুর পথে শ্রাবণীর নতুন টেলিজার্নি

আসছে নতুন ধারাবাহিক 'মুকুট' ৷ আর এই ধারাবাহিকের হাত ধরে আরও একবার নতুন জার্নি শুরু করতে চলেছেন অভিনেত্রী শ্রাবণী ভুইয়াঁ ( Shrabani Bhunia Starrer Serial Mukut) ৷

Etv Bharat
আসছে শ্রাবণীর নতুন ধারাবাহিক মুকুট
author img

By

Published : Mar 20, 2023, 9:38 AM IST

Updated : Mar 20, 2023, 10:11 AM IST

কলকাতা, 20 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মুকুট'। ফের এক প্রতিবাদী, লড়াকু, সাহসী, অকুতোভয় মেয়ের জীবনকাহিনি ছোট পর্দায় দেখতে চলেছে দর্শক । কেন্দ্রীয় চরিত্রে আরও একবার দেখা যাবে অভিনেত্রী শ্রাবণী ভুইয়াঁকে । নিজের নতুন লুকের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 'মাধবীলতা' শেষ হওয়ার পর 'মুকুট'-এর মাধ্যমে নয়া সফর শুরু করতে চলেছেন অভিনেত্রী (Shrabani Bhunia Starrer Serial Mukut)।

আগামী 27 মার্চ থেকে শুরু হতে চলেছে এই ধারাবহিক । শ্রাবণী এবার জুটি বাঁধছেন অভিনেতা অর্ঘ্য মিত্রর সঙ্গে । এর আগে 'কণক কাঁকন', 'জীবন সাথী', 'রাখী বন্ধন', 'মাধবীলতা'র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রাবণী । সবকটিতেই প্রথম কিংবা দ্বিতীয় মুখ্য চরিত্রেই ছিলেন। 'কণক কাঁকন'-এ একজন অ্যাথলিটের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । 'মাধবীলতা'তে একেবারে অন্য ইমেজে একজন গ্রামীণ মেয়ের চরিত্রে তাঁকে পেয়েছে দর্শক। রীতিমতো মারামারি করতে দেখা গিয়েছে তাঁকে। হাতে তুলে নিয়েছে ধারালো অস্ত্র। আর এবার 'মুকুট' ধারাবাহিকেও শ্রাবণী হাতে তুলে নেবে অস্ত্র । বাকিটা বলবে সময় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে, অর্ঘ্য এই প্রথমবার মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করবেন । শ্রাবণী এবং অর্ঘ্য ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষকে ৷ 'কড়ি খেলা' ধারাবাহিকে এর আগেও তাঁদের জুটি দেখেছে দর্শকরা । এই জুটির অভিনয় বেশ সমাদৃতও হয়েছে ৷ এ ছাড়াও ধারাবাহিকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়।

আরও পড়ুন: মাতৃত্ব দিবসে সোনম কে নিয়ে আবেগঘন পোস্ট আনন্দ আহুজার

'মুকুট' ধারাবাহিকের নির্মাতা ' ব্লুজ' । অর্থাৎ স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই আসছে এই ধারাবাহিক । উল্লেখ্য, শ্বেতা ভট্টাচার্য, তৃণা সাহা, স্বস্তিকা দত্ত, চাঁদনি সাহার মতো শ্রাবণীও স্মেহাশিস চক্রবর্তীরই আবিষ্কার । এবার ফের একবার তাঁর সঙ্গেই নতুন গল্পের ছন্দে জীবন লিখতে চলেছেন শ্রাবণী ভুইয়াঁ । 27 মার্চ থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে ন'টা থেকে শুরু হতে চলেছে 'মুকুট'।

কলকাতা, 20 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মুকুট'। ফের এক প্রতিবাদী, লড়াকু, সাহসী, অকুতোভয় মেয়ের জীবনকাহিনি ছোট পর্দায় দেখতে চলেছে দর্শক । কেন্দ্রীয় চরিত্রে আরও একবার দেখা যাবে অভিনেত্রী শ্রাবণী ভুইয়াঁকে । নিজের নতুন লুকের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 'মাধবীলতা' শেষ হওয়ার পর 'মুকুট'-এর মাধ্যমে নয়া সফর শুরু করতে চলেছেন অভিনেত্রী (Shrabani Bhunia Starrer Serial Mukut)।

আগামী 27 মার্চ থেকে শুরু হতে চলেছে এই ধারাবহিক । শ্রাবণী এবার জুটি বাঁধছেন অভিনেতা অর্ঘ্য মিত্রর সঙ্গে । এর আগে 'কণক কাঁকন', 'জীবন সাথী', 'রাখী বন্ধন', 'মাধবীলতা'র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রাবণী । সবকটিতেই প্রথম কিংবা দ্বিতীয় মুখ্য চরিত্রেই ছিলেন। 'কণক কাঁকন'-এ একজন অ্যাথলিটের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । 'মাধবীলতা'তে একেবারে অন্য ইমেজে একজন গ্রামীণ মেয়ের চরিত্রে তাঁকে পেয়েছে দর্শক। রীতিমতো মারামারি করতে দেখা গিয়েছে তাঁকে। হাতে তুলে নিয়েছে ধারালো অস্ত্র। আর এবার 'মুকুট' ধারাবাহিকেও শ্রাবণী হাতে তুলে নেবে অস্ত্র । বাকিটা বলবে সময় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে, অর্ঘ্য এই প্রথমবার মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করবেন । শ্রাবণী এবং অর্ঘ্য ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষকে ৷ 'কড়ি খেলা' ধারাবাহিকে এর আগেও তাঁদের জুটি দেখেছে দর্শকরা । এই জুটির অভিনয় বেশ সমাদৃতও হয়েছে ৷ এ ছাড়াও ধারাবাহিকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়।

আরও পড়ুন: মাতৃত্ব দিবসে সোনম কে নিয়ে আবেগঘন পোস্ট আনন্দ আহুজার

'মুকুট' ধারাবাহিকের নির্মাতা ' ব্লুজ' । অর্থাৎ স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই আসছে এই ধারাবাহিক । উল্লেখ্য, শ্বেতা ভট্টাচার্য, তৃণা সাহা, স্বস্তিকা দত্ত, চাঁদনি সাহার মতো শ্রাবণীও স্মেহাশিস চক্রবর্তীরই আবিষ্কার । এবার ফের একবার তাঁর সঙ্গেই নতুন গল্পের ছন্দে জীবন লিখতে চলেছেন শ্রাবণী ভুইয়াঁ । 27 মার্চ থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে ন'টা থেকে শুরু হতে চলেছে 'মুকুট'।

Last Updated : Mar 20, 2023, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.