কলকাতা, 17 জুন : বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'ধুলোকণা'। এই চ্যানেলেই চলছে মজার গেম শো 'ইস্মার্ট জোড়ি'। তারকা দম্পতিরা এখানে আসেন নিজেদের জুটিকে সেরা প্রমাণ করার আশায় । একইভাবে নানা সময়ে নানা ধারাবাহিকের অনস্ক্রিন জুটিদেরও আসতে দেখা যায় এই শো-তে । ক'দিন আগেই এসেছিলেন 'মন ফাগুন'-এর ঋষি-পিহু । এবার পালা 'ধুলোকণা'র লালন-ফুলঝুরির (Lalon and Phuljhuri are Coming in Ismart Jodi)। কী ঘটতে চলেছে এই পর্বে ? জানার দিন আসন্ন ।
ফুলঝুরির বিয়ে নিয়ে এখন ব্যস্ত পরিবারের সবাই । গানে নামডাক করেছে, তার উপরে আবার জানা গিয়েছে, যে বাড়িতে সে এতদিন পরিচারিকার কাজ করত সেই বাড়িরই মেয়ে ফুলঝুরি । এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে । গল্পের নায়ক লালনকে ভালবাসে সে, লালনও তাই । কিন্তু গল্পের ভিলেন চড়ুই ছলে-বলে-কৌশলে বিয়ে করে লালনকে ৷ ফুলঝুরিরও বিয়ে ঠিক হয়ে গিয়েছে । কিন্তু চড়ুইয়ের এতেও শান্তি নেই । সে কিছুতেই ফুলঝুরিকে ভাল থাকতে দেবে না । তাই নতুন ফন্দি এঁটেছে ফুলঝুরিকে ফের বিপদে ফেলার জন্য ৷
![Lalon and Phuljhuri are Coming in Ismart Jodi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ismartjodi_16062022161247_1606f_1655376167_206.jpg)
এই ফন্দিতে অবশ্য সায় নেই তার মায়েরও । কিন্তু এই মেয়ে কি শোনে কারও কথা ? সে একরোখা, জেদি । এত সবকিছুর মাঝেই টেলি দর্শক থুড়ি লালন-ফুলঝুরি অনুরাগীদের জন্য রয়েছে সুখবর । লালনের হাত থেকে চড়ুইকে এড়িয়ে হাতে চুড়ি পরবে ফুলঝুরি । কীভাবে সম্ভব হবে সেটা ? আর চড়ুই জানতে পারলে কী হবে, ভেবে দেখেছেন ? চিন্তা নেই । চড়ুই জানতে পারলেও কিছু করতে পারবে না । কারণ লালন আর ফুলঝুরির মাথায় হাত রয়েছে সুপারস্টার জিৎ-এর ৷ তাঁর দরবারে এসেই লালনের হাত থেকে চুড়ি পরবে ফুলঝুরি ।
আরও পড়ুন : এবার কি ভুলের জালে বিক্রম-মধুমিতা ?
চলতি সপ্তাহে 'ইস্মার্ট জোড়ি'তে থাকবে এমনই ধামাকাদার পর্ব । এদিন মঞ্চে জুটি বেঁধে নাচতেও দেখা যাবে দুজনকে । লালন আর ফুলঝুরি এদিন হাজির হবে ভিন্ন শেডের সবুজ পোশাকে । ফুলঝুরিকে কোন রঙের চুড়ি পরাল লালন ? জানতে হলে 18 এবং 19 জুন দেখে নিতে হবে 'ইস্মার্ট জোড়ি' ৷