কলকাতা, 16 মার্চ: ট্রেলারে যথেষ্ট সাড়া ফেলেছে কপিল শর্মার নতুন ছবি 'জুইগাটো' ৷ নুন আনতে পান্তা ফুরোনো এক ডেলিভারি বয়ের জীবনের গল্প নিয়ে এই ছবি বানিয়েছেন পরিচালক নন্দিতা দাস ৷ আর ছবির মুখ্য চরিত্রে তিনি বেছে নিয়েছেন কমেডির রাজা কপিল শর্মাকে ৷ এর আগে 'কিস কিস কো প্যায়ার কারু' কিংবা 'ফিরাঙ্গি'র মতো ছবিতে অভিনয় করা কপিলকে এমন একটি সিরিয়াস গল্পে কেন বেছে নেওয়া হল, তা নিয়েও আলোচনা হয়েছে যথেষ্ট ৷ তবে সবমিলিয়ে বড় পর্দায় এবার অন্য় অবতারে হাজির হতে চলেছেন কপিল ৷ শুরু হয়ে গিয়েছে ছবির অ্য়াডভান্স বুকিং (Kapil Sharma New Film Zwigato) ৷
আগামী 17 মার্চ পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি ৷ আর তাই নির্মাতারা এবার অ্য়াডভান্স বুকিং খুলে দিলেন ৷ এর আগে ট্রেলারে দেখা গিয়েছে এক সাধারণ ডেলিভারি বয়ের কাহিনি ৷ এই চরিত্রে অভিনয় করেছেন কপিল ৷ স্ত্রী, পুত্র, কন্য়া নিয়ে এমনিতেই সংসার টানতে হিমশিম খায় এই মানুষটি ৷ কোনও মতে লোকের জন্য খাবার বয়ে দিয়ে চলে তাঁর সংসার ৷ রাস্তায় সে পড়ে প্রতিবাদী ব্যানার পোস্টার ৷ তাঁর মনে হয় সে মজবুর তাই তো আজ মজদুর ৷ এভাবেই চলছিল দিন কিন্তু হঠাৎ একদিন তাঁর রেটিং পড়তে শুরু করে ৷
এবার কী করবে এই ডেলিভারি বয় ৷ তার কি চাকরি চলে যাবে? নাকি কোনওভাবে সে বাঁচাতে পারবে নিজেকে ৷ জানতে হলে দেখতে হবে 'জুইগাটো' ৷ এর আগে এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে নন্দিতা দাস, কপিল শর্মাকে নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, "আমি কপিল শর্মা শো দেখিনি তাই ওকে নিয়ে খুব বেশিকিছু আমি জানতাম না ৷ কিন্তু একদিন আমি ওর একটা ভিডিয়ো দেখি একটা অ্যাওয়ার্ড শোয়ের ৷ আমার মনে হয় এ একেবারে সাধারণ মানুষের মতো ৷ এ যেভাবে কথা বলে সেটা সাধারণের ভাষা ৷"
আরও পড়ুন:স্বামী ও মায়ের সঙ্গে জন্মদিন কাটালেন আলিয়া, দেখুন ছবিতে
নন্দিতা এও জানান, আজকাল সাধারণ মানুষের গল্প সিনেমায় কমই দেখা যায় ৷ তাই তিনি এমন একটি কাহিনিকে তাঁর ছবির জন্য় বেছে নিয়েছেন ৷ আগামী 17 মার্চ অবশ্য় আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে ৷ অসীমা চিব্বর পরিচালিত সেই ছবির নাম 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ৷ এই ছবিতে দেখা যাবে রানি এবং অনির্বাণের জুটিকে ৷