ETV Bharat / entertainment

কফি কাউচে ফাঁস নীতু-জিনাতের 'সিক্রেট', উপভোগ করলেন করণ - Neetu Kapoor

Koffee With Karan Season 8: একসঙ্গে রূপোলি পর্দায় কাজ করেছেন একাধিক ছবিতে ৷ এবার সাক্ষাৎকারে একে অপরের গোপন তথ্য ফাঁস করতে চলেছেন অন্যতম নীতু কাপুর ও জিনাত আমন ৷ কফি কাউচে দারু জমেছে আড্ডা, প্রকাশ্যে নতুন প্রোমো ৷

Etv Bharat
কফি কাউচে নীতু কাপুর-জিনাত আমন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 8:59 PM IST

হায়দরাবাদ, 8 জানুয়ারি: কফি উইথ করণ-এর এই সিজন আগের থেকে অনেক বেশি পরিণত ৷ অনেক বেশি বিনোদনমূলক ৷ রণবীর-দীপিকাকে দিয়ে যে জার্নি শুরু হয়েছিল তা দিনে দিনে পেয়েছে জনপ্রিয়তা ৷ এবার কফি কাউচে আড্ডা দিতে আসছেন সত্তর-আশির দশকের প্রখ্যাত দুই সুন্দরী অভিনেত্রী জিনাত আমন ও নীতু কাপুর ৷ শোয়ের সেই প্রোমো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক তথা সঞ্চালক করণ জোহর ৷ এই প্রোমো দেখে কৌতুহল তৈরি করেছে অনুরাগীদের মধ্যেও ৷

সোশাল মিডিয়ায় করণ জোহর অনুষ্ঠানের প্রোমো শেয়ার করে লিখেছেন, "এই অনুষ্ঠানটা দুই গ্ল্যামারাস লেজেন্ডকে নিয়ে ৷ জিনাত আমন ও নীতু কাপুর প্রস্তুত নতুন এই পর্বে নিজের ম্যাজিক তৈরি করার জন্য ৷ নজর থাক কফি উইথ করণ, সিজন-8-এ ৷" প্রোমোয় দেখা যায়, নীতু কাপুর, জিনাত আমনকে 'স্টাইল' ও 'সেক্সিনেস'-এর প্রতীক বলে উল্লেখ করেন ৷ এরপর তাঁরা একসঙ্গে কতগুলি ছবিতে অভিনয় করেছেন, তার উল্লেখ করেন ৷ সেই তালিকায় রয়েছে 'ইয়াদো কি বারাত', 'হিরালাল-পান্নালাল'-সহ একাধিক জনপ্রিয় ছবি ৷

এরপর নিজস্বভঙ্গীতে করণ জিনাতজির কাছে জানতে চান, সত্তরের দশকে সাহসী কোন কাজটা তিনি করেছেন ৷ জবাবে অভিনেত্রী বলেন, "আমি কখনও পার্টি করিনি ৷ কিন্তু যখন করা শুরু করি তা অসামান্য পর্যায়ে পৌঁছে যায় ৷" এরপরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে পুরুষ বন্ধুদের প্রসঙ্গ উঠলে, এককথায় জিনাত আমন বলেন, "নো কমেন্ট ৷"

অন্যদিকে, নীতু কাপুরকে দেখা যায় জিনাতজির নকল করে কথা বলতে ৷ প্রশ্ন উঠে আসে জিনাত আমনের সোশাল মিডিয়া পোস্ট নিয়েও ৷ প্রোমোয় দেখা ।যায়, নীতু কাপুরের বলিউড ক্রাশ কে ছিলেন সেই প্রশ্ন করেন সঞ্চালক করণ ৷ নীতুজি স্পষ্টভাবে জানান, তিনি পছন্দ করতেন শশী কাপুরকে। যিনি কি না, সম্পর্কে কাকা ছিলেন তাঁর ৷ সবমিলিয়ে দুই বনেধুর আড্ডার সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা ৷

প্রসঙ্গত, দীর্ঘ সময় বিরতির পর সিলভার স্ক্রিনে ফিরেছেন নীতু কাপুর ৷ অনিল কাপুরের বিপরীতে 'জুগ জুগ জিও' ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ পাশাপাশি, একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে নীতু কাপুরকে ৷ অন্যদিকে, সোশাল মিডিয়ায় ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমনকে ৷ অতীতে তা নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায় ৷

আরও পড়ুন:

1. বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা! ফেব্রুয়ারিতেই বাগদান? জোর জল্পনা

2. দক্ষিণী তারকা যশের জন্মদিনে প্রাণ গেল 3 অনুরাগীর

3. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

হায়দরাবাদ, 8 জানুয়ারি: কফি উইথ করণ-এর এই সিজন আগের থেকে অনেক বেশি পরিণত ৷ অনেক বেশি বিনোদনমূলক ৷ রণবীর-দীপিকাকে দিয়ে যে জার্নি শুরু হয়েছিল তা দিনে দিনে পেয়েছে জনপ্রিয়তা ৷ এবার কফি কাউচে আড্ডা দিতে আসছেন সত্তর-আশির দশকের প্রখ্যাত দুই সুন্দরী অভিনেত্রী জিনাত আমন ও নীতু কাপুর ৷ শোয়ের সেই প্রোমো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক তথা সঞ্চালক করণ জোহর ৷ এই প্রোমো দেখে কৌতুহল তৈরি করেছে অনুরাগীদের মধ্যেও ৷

সোশাল মিডিয়ায় করণ জোহর অনুষ্ঠানের প্রোমো শেয়ার করে লিখেছেন, "এই অনুষ্ঠানটা দুই গ্ল্যামারাস লেজেন্ডকে নিয়ে ৷ জিনাত আমন ও নীতু কাপুর প্রস্তুত নতুন এই পর্বে নিজের ম্যাজিক তৈরি করার জন্য ৷ নজর থাক কফি উইথ করণ, সিজন-8-এ ৷" প্রোমোয় দেখা যায়, নীতু কাপুর, জিনাত আমনকে 'স্টাইল' ও 'সেক্সিনেস'-এর প্রতীক বলে উল্লেখ করেন ৷ এরপর তাঁরা একসঙ্গে কতগুলি ছবিতে অভিনয় করেছেন, তার উল্লেখ করেন ৷ সেই তালিকায় রয়েছে 'ইয়াদো কি বারাত', 'হিরালাল-পান্নালাল'-সহ একাধিক জনপ্রিয় ছবি ৷

এরপর নিজস্বভঙ্গীতে করণ জিনাতজির কাছে জানতে চান, সত্তরের দশকে সাহসী কোন কাজটা তিনি করেছেন ৷ জবাবে অভিনেত্রী বলেন, "আমি কখনও পার্টি করিনি ৷ কিন্তু যখন করা শুরু করি তা অসামান্য পর্যায়ে পৌঁছে যায় ৷" এরপরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে পুরুষ বন্ধুদের প্রসঙ্গ উঠলে, এককথায় জিনাত আমন বলেন, "নো কমেন্ট ৷"

অন্যদিকে, নীতু কাপুরকে দেখা যায় জিনাতজির নকল করে কথা বলতে ৷ প্রশ্ন উঠে আসে জিনাত আমনের সোশাল মিডিয়া পোস্ট নিয়েও ৷ প্রোমোয় দেখা ।যায়, নীতু কাপুরের বলিউড ক্রাশ কে ছিলেন সেই প্রশ্ন করেন সঞ্চালক করণ ৷ নীতুজি স্পষ্টভাবে জানান, তিনি পছন্দ করতেন শশী কাপুরকে। যিনি কি না, সম্পর্কে কাকা ছিলেন তাঁর ৷ সবমিলিয়ে দুই বনেধুর আড্ডার সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা ৷

প্রসঙ্গত, দীর্ঘ সময় বিরতির পর সিলভার স্ক্রিনে ফিরেছেন নীতু কাপুর ৷ অনিল কাপুরের বিপরীতে 'জুগ জুগ জিও' ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ পাশাপাশি, একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে নীতু কাপুরকে ৷ অন্যদিকে, সোশাল মিডিয়ায় ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমনকে ৷ অতীতে তা নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায় ৷

আরও পড়ুন:

1. বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা! ফেব্রুয়ারিতেই বাগদান? জোর জল্পনা

2. দক্ষিণী তারকা যশের জন্মদিনে প্রাণ গেল 3 অনুরাগীর

3. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.