মুম্বই, 5 মে: ফের একবার যশ রাজ ফিল্মসের হাত ধরতে চলেছেন অনুপম খের ৷ এই প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধেই 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা অনুপম উপহার দিয়েছেন তিনি ৷ তবে এবার আর বড় পর্দায় নয়, আসতে চলেছে অনুপমের নতুন ডিজিটাল প্রজেক্ট 'বিজয় 69' ৷ আর সেই কারণেই তিনি হাত মিলিয়েছেন ওয়াইআরএফের সঙ্গে ৷ বৃহস্পতিবার তাঁর এই নতুন ছবির পোস্টারও শেয়ার করেছেন অভিনেতা ৷
অভিনেতাকে পোস্টারে দেখা গিয়েছে সাইকেলে চেপে নতুন সফরের জন্য় প্রস্তুতি নিতে ৷ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "69 বছর বয়সে এসে আবার যৌবনে ফিরতে পেরে দারুণ লাগছে ৷ ওয়াইআরএফের বিজয় 69-এর প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ উত্তেজিত ৷ জীবনের এক বিশেষ দিক তুলে ধরবে 'বিজয় 69 ৷ এটা এমন একজন মানুষের গল্প যিনি 69 বছর বয়সেও ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: শহরে নতুন ছবির প্রচারে বিদ্যুৎ, শোনালেন তাঁর তিলোত্তমা কানেকশনের কথা
আর এবার তাঁকে দেখা যাবে 'বিজয় 69' ছবিতে ৷ প্রবীণ সাইকেলিস্টের চরিত্রটি কীভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলবেন সেদিকেই নজর থাকবে সকলের ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছে 'শিব শাস্ত্রী বালবোলা' ছবিতে ৷ ছবিতে নীনা গুপ্তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অনুপম ৷ গত 10 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি ৷ তবে সাম্প্রতিককালে অনুপম সবচেয়ে বেশি চর্চায় উঠে আসেন 'কাশ্মীর ফাইলস' ছবির জন্য ।