ETV Bharat / entertainment

Iman Chakraborty: বন্ধ করে দেওয়া হল ইমনের ইউটিউব চ্যানেল, হতাশ গায়িকা - ইমনের চ্যানেল সরিয়ে দিল ইউটিউব

বন্ধ করে দেওয়া হল গায়িকা ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল ৷ অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করলেন হতাশ গায়িকা ৷ ইউটিউবের দাবি নিয়ম লঙ্ঘন করেছেন বলেই চ্যানেলটি বন্ধ করা হয়েছে। তবে কীভাবে নিয়ম ভাঙা হল তা বুঝতে পারছেন না গায়িকা ।

Iman Chakraborty
ইমনের চ্যানেল সরিয়ে দিল ইউটিউব
author img

By

Published : Apr 4, 2023, 12:41 PM IST

কলকাতা, 4 এপ্রিল: বন্ধ করে দেওয়া হল গায়িকা ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল ৷ হতাশ গায়িকা সামাজিক মাধ্যমে তুলে ধরলেন বিষয়টি ৷ মঙ্গলবার সকালে তাঁর চ্যানেল এভাবে সরিয়ে দেওয়ার কথা সোশাল মিডিয়ার অনুরাগীদের জানান গায়িকা ৷ তিনি জানিয়েছেন, সকালে তাঁর কাছে ইউটিউবের কর্তৃপক্ষের তরফে একটি মেইল পাঠানো হয় । তাতে লেখা ছিল, নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁর চ্যানেলটি বাতিল করে দেওয়া হয় ৷ যদিও গায়িকার দাবি তিনি বুঝতেই পারছেন না কোন নিয়ম ভেঙেছেন তিনি ৷

মঙ্গলবার সকালে ফেসবুকে তিনি লেখেন, "ইউটিউবের তরফে আজ সকালে একটি মেইল পেলাম ৷ তাতে লেখা, ওরা আমার চ্যানেলটিকে প্লার্টফর্ম থেকে সরিয়ে দিয়েছে ৷ বুঝতেই পারছি না আমি কী করেছি? কোন নিয়ম আমি লঙ্ঘন করেছি? আমরা এখানে এত পরিশ্রম করি, সময় দিই আর হঠাৎ ওরা একটা মেইল পাঠালো, ব্য়াস সব শেষ ৷ এটা ভীষণ ভয়ংকর ৷ এটা সত্যিই খুব হতাশাজনক ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গায়িকা সত্যিই হতাশ হঠাৎ তাঁর চ্যানেলটি এভাবে সরিয়ে দেওয়ায় ৷ নেটিজেনরাও এদিন পাশে দাঁড়িয়েছেন গায়িকার ৷ প্রসঙ্গত, ইমন এখন বিনোদন দুনিয়ার বেশ জনপ্রিয় মুখ ৷ বড়পর্দার জন্যও তিনি যেমন গান গাইছেন তেমনই নিজেও গান নিয়ে নানান ধরনের পরীক্ষা নীরিক্ষ৷ তিনি করেই থাকেন ৷ ঠিক যেমন তিনি কয়েকদিন আগেই সামনে এনেছিলেন তাঁর 'মাসাকলি' গানটি ৷ গত 20 মার্চ মুক্তি পেয়েছিল গানটি ৷

আর অন্যদিকে, ছবিতেও গান গাইছেন ইমন ৷ তাঁর কণ্ঠ শোনা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি 'লাভ ম্য়ারেজ'-এও ৷ এই ছবিতে তিনি কণ্ঠ দিয়েছেন 'আছো কেমন' গানটিতে ৷ প্রেমের এই গানটি ইতিমধ্য়েই দর্শকের মন ছুঁয়ে গিয়েছে ৷ এবার আগামী 14 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ সেখানে দর্শকের কতখানি ভালোবাসা পায় এই ছবি সেটাই দেখার ৷

আরও পড়ুন: কাদের সঙ্গে কোনওভাবেই কাজ করবেন না তিনি, জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা

কলকাতা, 4 এপ্রিল: বন্ধ করে দেওয়া হল গায়িকা ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল ৷ হতাশ গায়িকা সামাজিক মাধ্যমে তুলে ধরলেন বিষয়টি ৷ মঙ্গলবার সকালে তাঁর চ্যানেল এভাবে সরিয়ে দেওয়ার কথা সোশাল মিডিয়ার অনুরাগীদের জানান গায়িকা ৷ তিনি জানিয়েছেন, সকালে তাঁর কাছে ইউটিউবের কর্তৃপক্ষের তরফে একটি মেইল পাঠানো হয় । তাতে লেখা ছিল, নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁর চ্যানেলটি বাতিল করে দেওয়া হয় ৷ যদিও গায়িকার দাবি তিনি বুঝতেই পারছেন না কোন নিয়ম ভেঙেছেন তিনি ৷

মঙ্গলবার সকালে ফেসবুকে তিনি লেখেন, "ইউটিউবের তরফে আজ সকালে একটি মেইল পেলাম ৷ তাতে লেখা, ওরা আমার চ্যানেলটিকে প্লার্টফর্ম থেকে সরিয়ে দিয়েছে ৷ বুঝতেই পারছি না আমি কী করেছি? কোন নিয়ম আমি লঙ্ঘন করেছি? আমরা এখানে এত পরিশ্রম করি, সময় দিই আর হঠাৎ ওরা একটা মেইল পাঠালো, ব্য়াস সব শেষ ৷ এটা ভীষণ ভয়ংকর ৷ এটা সত্যিই খুব হতাশাজনক ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গায়িকা সত্যিই হতাশ হঠাৎ তাঁর চ্যানেলটি এভাবে সরিয়ে দেওয়ায় ৷ নেটিজেনরাও এদিন পাশে দাঁড়িয়েছেন গায়িকার ৷ প্রসঙ্গত, ইমন এখন বিনোদন দুনিয়ার বেশ জনপ্রিয় মুখ ৷ বড়পর্দার জন্যও তিনি যেমন গান গাইছেন তেমনই নিজেও গান নিয়ে নানান ধরনের পরীক্ষা নীরিক্ষ৷ তিনি করেই থাকেন ৷ ঠিক যেমন তিনি কয়েকদিন আগেই সামনে এনেছিলেন তাঁর 'মাসাকলি' গানটি ৷ গত 20 মার্চ মুক্তি পেয়েছিল গানটি ৷

আর অন্যদিকে, ছবিতেও গান গাইছেন ইমন ৷ তাঁর কণ্ঠ শোনা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি 'লাভ ম্য়ারেজ'-এও ৷ এই ছবিতে তিনি কণ্ঠ দিয়েছেন 'আছো কেমন' গানটিতে ৷ প্রেমের এই গানটি ইতিমধ্য়েই দর্শকের মন ছুঁয়ে গিয়েছে ৷ এবার আগামী 14 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ সেখানে দর্শকের কতখানি ভালোবাসা পায় এই ছবি সেটাই দেখার ৷

আরও পড়ুন: কাদের সঙ্গে কোনওভাবেই কাজ করবেন না তিনি, জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.