হায়দরাবাদ 9 জানুয়ারি: তড়িদাহত হয়ে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন দক্ষিণী তারকা যশ ৷ তাঁর জন্মদিন উদযাপন করতে গিয়ে কর্ণাটকের গাদয় জেলার লাক্সমেশ্বর শহরের কাছে সোরানাগি গ্রামে মৃত্যু হয় তিন অনুরাগীর ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন আরও তিনজন ৷ তাঁদের সঙ্গে দেখা করতে ও নিহত পরিবারের পাশে দাঁড়াতে সেই গ্রাম যান কেজিএফ খ্যাত অভিনেতা ৷
সাংবাদিকদের সামনে এসে অভিনেতা জানান, তাঁর জন্মদিনে দূর থেকে এত অনুরাগী শুভেচ্ছা জানান, যেটা সত্যিই ভাগ্যের ব্যাপার ৷ কিন্তু তিন যুবকের মৃত্যু দুঃখজনক ৷ তিনি অনুরাগীদের কাছে আবেদন করেন, এইভাবে জন্মদিন পালন ও ভালোবাসা দেখানো উচিত নয় ৷ অনুরাগীরা সুস্থ থাকুন,ভালো থাকুন এটাই তিনি চান ৷ তাই ভালোবাসার নামে ব্য়ানার বানানো, অ-নিরাপদ স্থানে দাঁড়িয়ে সেলফি তোলা বা কোনওরকম বাইক স্ট্যান্ট করা উচিত নয় ৷
-
Hope hospitalised fans recover soon 🥺🙏🏻#Yash #Gadag #ToxicTheMovie pic.twitter.com/fIxsoNgoND
— 𝗦𝗵𝗿𝗲𝘆𝗶 ᵀᵒˣᶦᶜ (@NameIsShreyash) January 8, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hope hospitalised fans recover soon 🥺🙏🏻#Yash #Gadag #ToxicTheMovie pic.twitter.com/fIxsoNgoND
— 𝗦𝗵𝗿𝗲𝘆𝗶 ᵀᵒˣᶦᶜ (@NameIsShreyash) January 8, 2024Hope hospitalised fans recover soon 🥺🙏🏻#Yash #Gadag #ToxicTheMovie pic.twitter.com/fIxsoNgoND
— 𝗦𝗵𝗿𝗲𝘆𝗶 ᵀᵒˣᶦᶜ (@NameIsShreyash) January 8, 2024
তিনি অনুরাগীদের অনুরোধ করে বলেন, পরিশ্রম করে সফলতা ও খুশি জীবনে আনা দরকার ৷ বাবা-মা, পরিবারের প্রতি নজর দেওয়া দরকার ৷ তবে যদি নিজের প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানাতে হয়, তাহলে এমন কিছু করা উচিত নয়, যাতে প্রাণের ঝুঁকি থাকে ৷ তিনি আরও জানান, বর্তমান সময়ে আবার কোভিডের কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ যে কারণে তিনি নিজে জন্মদিন পালন সেইভাবে করেননি ৷ তিনি বলেন, "দিনের শেষে কেউ আঘাত পাক, ক্ষতি হোক চাইনি ৷ তাই আমি আমার জন্মদিন শুধুমাত্র পরিবারের লোকেদের সঙ্গে উদযাপন করেছি ৷" পাশাপাশি নিহত ও আহত পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন কেজিএফ খ্যাত অভিনেতা ৷
প্রসঙ্গত, কেজিএফ তারকা যশের বড় কাট-আউট লাগাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ সোমবার সকালেই দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত্যু হয় হানুমান্থা হারিজন (24), মুরালি নাদুমানি (20) ও নবীন গাজি (20) ৷ দুর্ঘটনায় আহত হন মঞ্জুনাথ হরিজন, প্রকাশ ময়গেরি ও দীপক হারিজন ৷ ঘটনার কথা জানতে পেরে শুটিং স্পট থেকেই কর্ণাটকের উদ্দেশ্যে যান অভিনেতা যশ ৷ দেখা করেন শোকাহত পরিবারের সঙ্গে ৷ পাশাপাশি, যে সকল অনুরাগীরা হাসপাতালে ভর্তি রয়েছেন, অভিনেতা যশ দেখা করেন তাঁদের সঙ্গেও ৷
আরও পড়ুন
1. কফি কাউচে ফাঁস নীতু-জিনাতের 'সিক্রেট', উপভোগ করলেন করণ
2. বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা! ফেব্রুয়ারিতেই বাগদান? জোর জল্পনা
3. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা