কলকাতা, 9 অগস্ট: কবে বলিউডে অভিষেক হতে চলেছে যশ দাশগুপ্তের তা জানা হয়ে গিয়েছিল আগেই ৷ আগামী অক্টোবরে বিনয় সপ্রু এবং রাধিকা রাওয়ের পরিচালনায় বলিউডে পা রাখবেন অভিনেতা ৷ দিব্য খোসলা কুমার অভিনীত 'ইয়ারিয়াঁ 2' ছবির হাত ধরে শুরু হবে তাঁর যাত্রা ৷ এবার সামনে এল ছবির অফিসিয়াল পোস্টার ৷ আর সঙ্গে ছবির টিজার মুক্তির দিনক্ষণও জানিয়ে দিলেন নির্মাতারা ৷ পোস্টারে অবশ্য যশকে দেখা গেল না ৷ তাই তাঁর লুক কেমন হবে তা থেকে গেল অজানাই ৷
অভিনেত্রী দিব্যা এদিন লেখেন, "মায়ের আশির্বাদ নিয়ে আমার ইয়ারিয়াঁ 2 ছবির পোস্টার শেয়ার করছি ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনয় সপ্রু এবং রাধিকা রাও ৷" একইসঙ্গে টিজার মুক্তির দিনক্ষণও ঘোষণা করেছেন তিনি ৷ ছবির টিজার মুক্তি পেতে চলেছে আগামিকাল ৷ যশের সঙ্গে এই ছবিতে রয়েছেন মিজান জাফরি, পার্ল ভি পুরী, ওয়ারিনা হাসান, প্রিয়া ভারিরের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷
এর আগে ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল 2014 সালে ৷ টি সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া এই ছবিটি বিপুল সাফল্য পায় বক্স অফিসে ৷ তরুণ প্রজন্মের প্রেমের কাহিনিকে একেবারে অন্য়মাত্রায় তুলে ধরে এই কাহিনি ৷ এবার ঠিক 9 বছর পর মুক্তি পরে মুক্তি পেতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব ৷ আগামী 20 অক্টোবর মুক্তি পাবে ছবিটি ৷
আরও পড়ুন: 'এসআরকেই আসল কিং', নতুন ডন রণবীরকে দেখেই অসন্তোষ নেটপাড়ায়
অন্যদিকে, যশের কথা বলতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও পা রেখেছেন তিনি ৷ অভিনেত্রী নুসরত জাহানকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন তাঁর নতুন প্রযোজনা সংস্থা 'ওয়াইডি ফিল্মস' ৷ আগামিদিনে এই সংস্থার হাত ধরেই মুক্তি পেতে চলেছে নতুন ছবি 'মেন্টাল' ৷ ছবিতে ফের একবার জুটি বাঁধছেন যশরত ৷ শুটিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷