ETV Bharat / entertainment

Yami-Aditya 2nd wedding anniversary: বিয়ের দ্বিতীয় বছরে 'উরি' পরিচালক আদিত্যকে মিষ্টি শুভেচ্ছা বার্তা ইয়ামির - উরি পরিচালক আদিত্য

বিয়ের দ্বিতীয় বছর পূর্ণ করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম ৷ সোশাল মিডিয়ায় স্বামী আদিত্যকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ৷ শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুও ৷

Yami-Aditya 2nd wedding anniversary
বিয়ের দু'বছরে আদিত্যকে মিষ্টি শুভেচ্ছা বার্তা ইয়ামির
author img

By

Published : Jun 4, 2023, 10:24 PM IST

মুম্বই, 4 জুন: 'উরি' অভিনেত্রী ইয়ামি গৌতম ও আদিত্য ধরের বিবাহিত জীবনের দু'বছর সম্পন্ন হয়েছে ৷ বিয়ের দ্বিতীয় অ্য়ানিভার্সারিতে সোশাল মিডিয়ায় আদিত্যকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ৷ শেয়ার করেছেন এই দু'বছর আদিত্যর সঙ্গে কাটানো বিশেষ কিছু ফ্রেমবন্দি মুহূর্তকে ৷

বলিউডে বিগ ফ্যাট ওয়েডিং অনেকেই দেখেছেন ৷ কিন্তু তারকাদের অতি সাধারণভাবে বিয়ের ঘটনা খুব কমই শোনা যায় ৷ কিন্তু 2021- ইয়ামি গৌতমের বিয়ে সেই ধারণা বদলে দিয়েছে ৷ হিমাচল প্রদেশে 4 জুন পরিচালক-প্রযোজক আদিত্য ধরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইয়ামি গৌতম ৷ পরিবার-বন্ধু মিলিয়ে মাত্র 20 জন উপস্থিত ছিলেন ইয়ামি-গৌতমের বিয়েতে ৷ নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন 'কাবিল' অভিনেত্রী ৷

তবে এক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছিলেন, একটা সম্পর্ক বজায় রাখতে গেলে ছোট ছোট বিষয়, ছোট ছোট খুশিকে সঙ্গে নিয়ে চলতে হয় ৷ তাই আদিত্যর তাঁর জীবনে আসা ভগবানের আশীর্বাদ স্বরূপ ৷ দেখতে দেখতে আদিত্য-ইয়ামি ভালোবাসার সেই পথে দুটো বছর কাটিয়ে ফেলেছেন ৷ মিষ্টি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করার পরেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে ইয়ামির পোস্টে ৷ অনুরাগীরা হ্যাপি অ্যানিভার্সারির শুভেচ্ছা জানিয়েছেন আদিত্য-ইয়ামিকে ৷ এমনকী, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও ইয়ামিতে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এক অনুরাগী লিখেছেন, "হ্যাপি অ্যানিভার্সারি ৷ আপনাদের জুটি সত্যিই সুন্দর ৷" আর এক অনুরাগী লিখেছেন, "একে অপরের সঙ্গে একেবারে মানানসই জুটি ৷" অপর এক অনুরাগী পোস্টে মন্তব্য করেছেন, "শুভেচ্ছা নিও ৷ সবসময় ভালো থাকো ৷"

আরও পড়ুন: একসঙ্গে ঘুরবেন বলে তড়িঘড়ি বিয়ে, অমিতাভের সঙ্গে প্রেমকাহিনী নিয়ে নাতনিকে আর কী কী বললেন জয়া?

প্রসঙ্গত, ইয়ামি গৌতমকে শেষবার দেখা গিয়েছে অনিরূদ্ধ রায়চৌধুরী পরিচালিত 'লস্ট' সিরিজে ৷ পরবর্তী ছবি 'ওহ মাই গড-2'-তে পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ইয়ামিকে ৷ মূলত, 'ওহ মাই গড' ছবির সিক্যুয়াল এই ছবি ৷ আগের মতোই অক্ষয় কুমারকে দেখা যাবে ভগবান কৃষ্ণ-র চরিত্রে ৷ পাশাপাশি প্রতীক গান্ধির বিপরীতে 'ধুম ধাম' ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকে ৷

মুম্বই, 4 জুন: 'উরি' অভিনেত্রী ইয়ামি গৌতম ও আদিত্য ধরের বিবাহিত জীবনের দু'বছর সম্পন্ন হয়েছে ৷ বিয়ের দ্বিতীয় অ্য়ানিভার্সারিতে সোশাল মিডিয়ায় আদিত্যকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ৷ শেয়ার করেছেন এই দু'বছর আদিত্যর সঙ্গে কাটানো বিশেষ কিছু ফ্রেমবন্দি মুহূর্তকে ৷

বলিউডে বিগ ফ্যাট ওয়েডিং অনেকেই দেখেছেন ৷ কিন্তু তারকাদের অতি সাধারণভাবে বিয়ের ঘটনা খুব কমই শোনা যায় ৷ কিন্তু 2021- ইয়ামি গৌতমের বিয়ে সেই ধারণা বদলে দিয়েছে ৷ হিমাচল প্রদেশে 4 জুন পরিচালক-প্রযোজক আদিত্য ধরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইয়ামি গৌতম ৷ পরিবার-বন্ধু মিলিয়ে মাত্র 20 জন উপস্থিত ছিলেন ইয়ামি-গৌতমের বিয়েতে ৷ নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন 'কাবিল' অভিনেত্রী ৷

তবে এক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছিলেন, একটা সম্পর্ক বজায় রাখতে গেলে ছোট ছোট বিষয়, ছোট ছোট খুশিকে সঙ্গে নিয়ে চলতে হয় ৷ তাই আদিত্যর তাঁর জীবনে আসা ভগবানের আশীর্বাদ স্বরূপ ৷ দেখতে দেখতে আদিত্য-ইয়ামি ভালোবাসার সেই পথে দুটো বছর কাটিয়ে ফেলেছেন ৷ মিষ্টি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করার পরেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে ইয়ামির পোস্টে ৷ অনুরাগীরা হ্যাপি অ্যানিভার্সারির শুভেচ্ছা জানিয়েছেন আদিত্য-ইয়ামিকে ৷ এমনকী, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও ইয়ামিতে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এক অনুরাগী লিখেছেন, "হ্যাপি অ্যানিভার্সারি ৷ আপনাদের জুটি সত্যিই সুন্দর ৷" আর এক অনুরাগী লিখেছেন, "একে অপরের সঙ্গে একেবারে মানানসই জুটি ৷" অপর এক অনুরাগী পোস্টে মন্তব্য করেছেন, "শুভেচ্ছা নিও ৷ সবসময় ভালো থাকো ৷"

আরও পড়ুন: একসঙ্গে ঘুরবেন বলে তড়িঘড়ি বিয়ে, অমিতাভের সঙ্গে প্রেমকাহিনী নিয়ে নাতনিকে আর কী কী বললেন জয়া?

প্রসঙ্গত, ইয়ামি গৌতমকে শেষবার দেখা গিয়েছে অনিরূদ্ধ রায়চৌধুরী পরিচালিত 'লস্ট' সিরিজে ৷ পরবর্তী ছবি 'ওহ মাই গড-2'-তে পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ইয়ামিকে ৷ মূলত, 'ওহ মাই গড' ছবির সিক্যুয়াল এই ছবি ৷ আগের মতোই অক্ষয় কুমারকে দেখা যাবে ভগবান কৃষ্ণ-র চরিত্রে ৷ পাশাপাশি প্রতীক গান্ধির বিপরীতে 'ধুম ধাম' ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.