ETV Bharat / entertainment

HBD Sunil Gangopadhyay: 'প্রতিদ্বন্দ্বী' থেকে 'মনের মানুষ', সুনীলের লেখায় বারবার সমৃদ্ধ হয়েছে বাংলার রূপোলি পর্দা

সুনীলের হাত থেকে বারবার উঠে এসেছে নানান কালজয়ী লেখা ৷ তার মধ্যে বেশ কয়েকটি লেখা অবলম্বনে তৈরি হয়েছে বেশকিছু চলচ্চিত্র ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা কিছু এমনই ছবি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 1:42 PM IST

Updated : Sep 7, 2023, 3:18 PM IST

Pic Credit Srijato Facebook
সুনীলের লেখা থেকে বারবার তৈরি হয়েছে ছবি

কলকাতা, 7 সেপ্টেম্বর: সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ৷ সুনীল-শক্তি-সন্দীপন বাংলায় একসময় একই সঙ্গে উচ্চারিত হত এই তিনটি নাম ৷ তিলোত্তমার রাজপথে রাতের রাজা-বাদশা ছিলেন সুনীলের মতো কলমকারেরা ৷ কৃ্ত্তিবাস-এর মতো পত্রিকা, 'সেই সময়' থেকে 'অর্ধেক জীবন' পর্যন্ত একাধিক কালজয়ী রচনা মিলিয়ে সুনীল আদতে এক বর্ণময় ইতিহাসের নাম ৷ নিজে হয়তো তিনি আফসোস করেছেন কেউ কথা রাখেনি বলে ৷ তবে বাঙালি কিন্তু কথা রেখেছে ৷ তাঁদের কাছে আজও তিনি প্রিয় সুনীলদা ৷ লেখাকে গোপন প্রেমের মতোই লালন করেছেন এই কবি ৷ তাঁর উপন্যাস শুধু আম জনতার মন কেড়েছে তা নয় সত্যজিৎ রায়, গৌতম ঘোষের মতো পরিচালকদের ভরসার জায়গা ছিলেন সুনীল ৷ আর তাই তাঁর কলম থেকে জন্ম হয়েছে বেশকিছু মনে রাখার মতো বাংলা সিনেমার ৷ আজ সুনীলের জন্মদিনে ফিরে দেখা কিছু এমনই ছবি ৷

প্রতিদ্বন্দ্বী: সুনীল এই উপন্যাসটি রচনা করেন সাতের দশকে ৷ আর এই লেখাকে রূপোলি পর্দায় ফুটিয়ে তোলেন কিংবদন্তি সত্যজিৎ রায় ৷ সালটা ছিল 1970 ৷ আজও বাঙালির প্রিয় ছবির একটি হল এই ছবিটি ৷ প্রধান চরিত্রে ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায় ৷ সত্যজিতের কলকাতার ওপর তৈরি ত্রয়ী সিরিজের এটি একটি বিখ্যাত ছবি ৷

অরণ্যের দিনরাত্রি: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা থেকে তৈরি সিনেমার কথা বললেই প্রথমেই যে ছবিটির কথা মনে পড়ে তা হল 'অরণ্যের দিনরাত্রি' ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শমিত ভঞ্জ এবং শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি এই ছবি আজও ভোলেননি সিনে অনুরাগীরা ৷ যদিও এই ছবি দেখার পর নাকি সত্যজিৎ রায়ের ওপর কিছুটা রাগও হয়েছিল সুনীলের ৷ বিভিন্ন ইন্টারভিউতে তিনি জানান, তিনি লিখেছিলেন চার বন্ধু টিকিট না কেটে ট্রেনে উঠে পড়ে ৷ কিন্তু সত্যজিৎ ছবিতে এই দৃশ্য়টি অন্য়ভাবে নির্মান করেন ৷ সেখানে চলে আসে মোটর গাড়ি যা নাকি তাঁর ভালো লাগেনি ৷ কিন্তু সত্যজিৎ রায়কে কিছু বলা তাঁর হয়ে ওঠেনি ৷

আবার অরণ্যে: এবার ক্যামেরার পিছনে ছিলেন গৌতম ঘোষ ৷ সুনীলের সেই অরণ্যে দিনরাত কাটানোর কাহিনিকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান তিনি ৷ সুনীলের লেখা নিয়েই এগিয়ে চলে গল্প ৷ সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছিল এই ছবিও ৷

মনের মানুষ: লালন সাঁইয়ের জীবনকে 'মনের মানুষ' উপন্যাসে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সুনীল ৷ সেই উপন্যাসই আকর্ষণ করেছিল গৌতম ঘোষকে ৷ আর এই ছবির হাত ধরেই এক অন্য় উচ্চতায় পৌঁছে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ বাংলায় আজও বেশ চর্চিত ছবির তালিকায় রয়েছে 'মনের মানুষ' ৷

কাকাবাবু সিরিজ: সুনীলের এই জনপ্রিয় সিরিজ তো বারবার আকর্ষণ করেছে পরিচালকদের ৷ 1973 সালে 'সবুজ দ্বীপের রাজা'কে ছবিতে রূপ দেন তপন সিংহ ৷ এরপর আজও এই সিরিজ নিয়ে কাজ হয়ে চলেছে ৷ সৃজিত মুখোপাধ্যায় তো ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি বানিয়ে ফেলেছেন কাকাবাবুকে নিয়ে ৷

এছাড়া সুনীলের একাধিক ছোটগল্পও ছবির আকারে সামনে এসেছে সেলুলয়েডে ৷ 'রানি ও অবিনাশ' গল্পটি নিয়ে তৈরি হয়ে 'হঠাৎ নীরার জন্য' ছবিটি ৷ এছাড়া তাঁর 'রক্ত আর কান্না' ছোট গল্পটি নিয়ে তৈরি হয় ইংরেজি ছবি 'ভারা: দ্য ব্লেসিং' ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ৷ সুনীল-শক্তি-সন্দীপন বাংলায় একসময় একই সঙ্গে উচ্চারিত হত এই তিনটি নাম ৷ তিলোত্তমার রাজপথে রাতের রাজা-বাদশা ছিলেন সুনীলের মতো কলমকারেরা ৷ কৃ্ত্তিবাস-এর মতো পত্রিকা, 'সেই সময়' থেকে 'অর্ধেক জীবন' পর্যন্ত একাধিক কালজয়ী রচনা মিলিয়ে সুনীল আদতে এক বর্ণময় ইতিহাসের নাম ৷ নিজে হয়তো তিনি আফসোস করেছেন কেউ কথা রাখেনি বলে ৷ তবে বাঙালি কিন্তু কথা রেখেছে ৷ তাঁদের কাছে আজও তিনি প্রিয় সুনীলদা ৷ লেখাকে গোপন প্রেমের মতোই লালন করেছেন এই কবি ৷ তাঁর উপন্যাস শুধু আম জনতার মন কেড়েছে তা নয় সত্যজিৎ রায়, গৌতম ঘোষের মতো পরিচালকদের ভরসার জায়গা ছিলেন সুনীল ৷ আর তাই তাঁর কলম থেকে জন্ম হয়েছে বেশকিছু মনে রাখার মতো বাংলা সিনেমার ৷ আজ সুনীলের জন্মদিনে ফিরে দেখা কিছু এমনই ছবি ৷

প্রতিদ্বন্দ্বী: সুনীল এই উপন্যাসটি রচনা করেন সাতের দশকে ৷ আর এই লেখাকে রূপোলি পর্দায় ফুটিয়ে তোলেন কিংবদন্তি সত্যজিৎ রায় ৷ সালটা ছিল 1970 ৷ আজও বাঙালির প্রিয় ছবির একটি হল এই ছবিটি ৷ প্রধান চরিত্রে ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায় ৷ সত্যজিতের কলকাতার ওপর তৈরি ত্রয়ী সিরিজের এটি একটি বিখ্যাত ছবি ৷

অরণ্যের দিনরাত্রি: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা থেকে তৈরি সিনেমার কথা বললেই প্রথমেই যে ছবিটির কথা মনে পড়ে তা হল 'অরণ্যের দিনরাত্রি' ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শমিত ভঞ্জ এবং শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি এই ছবি আজও ভোলেননি সিনে অনুরাগীরা ৷ যদিও এই ছবি দেখার পর নাকি সত্যজিৎ রায়ের ওপর কিছুটা রাগও হয়েছিল সুনীলের ৷ বিভিন্ন ইন্টারভিউতে তিনি জানান, তিনি লিখেছিলেন চার বন্ধু টিকিট না কেটে ট্রেনে উঠে পড়ে ৷ কিন্তু সত্যজিৎ ছবিতে এই দৃশ্য়টি অন্য়ভাবে নির্মান করেন ৷ সেখানে চলে আসে মোটর গাড়ি যা নাকি তাঁর ভালো লাগেনি ৷ কিন্তু সত্যজিৎ রায়কে কিছু বলা তাঁর হয়ে ওঠেনি ৷

আবার অরণ্যে: এবার ক্যামেরার পিছনে ছিলেন গৌতম ঘোষ ৷ সুনীলের সেই অরণ্যে দিনরাত কাটানোর কাহিনিকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান তিনি ৷ সুনীলের লেখা নিয়েই এগিয়ে চলে গল্প ৷ সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছিল এই ছবিও ৷

মনের মানুষ: লালন সাঁইয়ের জীবনকে 'মনের মানুষ' উপন্যাসে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সুনীল ৷ সেই উপন্যাসই আকর্ষণ করেছিল গৌতম ঘোষকে ৷ আর এই ছবির হাত ধরেই এক অন্য় উচ্চতায় পৌঁছে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ বাংলায় আজও বেশ চর্চিত ছবির তালিকায় রয়েছে 'মনের মানুষ' ৷

কাকাবাবু সিরিজ: সুনীলের এই জনপ্রিয় সিরিজ তো বারবার আকর্ষণ করেছে পরিচালকদের ৷ 1973 সালে 'সবুজ দ্বীপের রাজা'কে ছবিতে রূপ দেন তপন সিংহ ৷ এরপর আজও এই সিরিজ নিয়ে কাজ হয়ে চলেছে ৷ সৃজিত মুখোপাধ্যায় তো ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি বানিয়ে ফেলেছেন কাকাবাবুকে নিয়ে ৷

এছাড়া সুনীলের একাধিক ছোটগল্পও ছবির আকারে সামনে এসেছে সেলুলয়েডে ৷ 'রানি ও অবিনাশ' গল্পটি নিয়ে তৈরি হয়ে 'হঠাৎ নীরার জন্য' ছবিটি ৷ এছাড়া তাঁর 'রক্ত আর কান্না' ছোট গল্পটি নিয়ে তৈরি হয় ইংরেজি ছবি 'ভারা: দ্য ব্লেসিং' ৷

Last Updated : Sep 7, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.