ETV Bharat / entertainment

Hrithik-Deepika in Fighter: কাজ শেষ হৃত্বিক-দীপিকার ফাইটারের তৃতীয় শিডিউলের - Hrithik Roshan and Deepika Padukone

হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের আপকামিং ফিল্ম ফাইটারের (Hrithik-Deepika in Fighter) তৃতীয় শিডিউলের কাজ শেষ হল (Wrap up for Fighter third schedule)৷ নির্মাতারা রবিবার এই খবর জানিয়েছেন ৷

Fighter ETV  Bharat
ফাইটার
author img

By

Published : Mar 5, 2023, 6:16 PM IST

মুম্বই, 5 মার্চ: আসন্ন এরিয়াল অ্যাকশন থ্রিলার 'ফাইটার'-এর তৃতীয় শিডিউলের কাজ শেষ হল (Hrithik-Deepika in Fighter)। রবিবার ইনস্টাগ্রামে এই তথ্য শেয়ার করেছেন ছবির নির্মাতারা (Wrap up for Fighter third schedule)৷

ইনস্টাগ্রামে পোস্ট ফাইটারের নির্মাতাদের: রবিবার প্রযোজনা সংস্থা মার্ফিক্স পিকচার্স তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছে ৷ সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, "ফাইটারের তৃতীয় শিডিউলের কাজ শেষ ৷"

কারা আছেন ফাইটারে: সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'ফাইটার'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷ এছাড়াও আছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুর ৷ 2024 সালের 25 জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷

প্রথমবার জুটিতে হৃত্বিক-দীপিকা: টিম 'ফাইটার' সম্প্রতি ছবিটির তৃতীয় শিডিউলের জন্য হায়দরাবাদে গিয়েছিল (Hrithik Roshan and Deepika Padukone)। এই ছবিটি প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন দীপিকা ও হৃতিক ৷

তৃতীয়বার জুটিতে সিদ্ধার্থ-হৃত্বিক: এই নিয়ে তৃতীয়বার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন ৷ ব্য়াং ব্যাং ও ওয়ার-এ এর আগে একসঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ ও হৃত্বিক জুটি ৷ সম্পূর্ণ অ্যাকশন ঘরানার এই ছবি অ্যাকশনপ্রেমী দর্শকদের বেশ ভালো লাগবে বলে আশা নির্মাতাদের ৷

আরও পড়ুন: সামনে এল হৃতিক-দীপিকার ফাইটার-এর ফার্স্ট লুক পোস্টার

বিক্রম বেদাতে ছিলেন হৃত্বিক: সম্প্রতি ক্রাইম থ্রিলার ফিল্ম 'বিক্রম বেদা'-তে সইফ আলি খান এবং রাধিকা আপ্তের সঙ্গে দেখা গিয়েছিল হৃতিককে ৷ এই ছবি দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে ।

দীপিকার হাতে কী কী কাজ ? অন্যদিকে, দীপিকা তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঠান'-এর কল্যাণে সাফল্যের চূড়ায় রয়েছেন । দক্ষিণী অভিনেতা প্রভাস এবং অমিতাভ বচ্চনের বিপরীতে একটি আসন্ন প্যান ইন্ডিয়া ফিল্ম 'প্রজেক্ট কে'-তেও দেখা যাবে তাঁকে । নাগ অশ্বিন পরিচালিত ছবিটি সামনের বছর 12 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । এ ছাড়াও দীপিকার হাতে রয়েছে দ্য ইন্টার্ন । এই ছবিতে পিকু স্টার ফের স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে ৷

মুম্বই, 5 মার্চ: আসন্ন এরিয়াল অ্যাকশন থ্রিলার 'ফাইটার'-এর তৃতীয় শিডিউলের কাজ শেষ হল (Hrithik-Deepika in Fighter)। রবিবার ইনস্টাগ্রামে এই তথ্য শেয়ার করেছেন ছবির নির্মাতারা (Wrap up for Fighter third schedule)৷

ইনস্টাগ্রামে পোস্ট ফাইটারের নির্মাতাদের: রবিবার প্রযোজনা সংস্থা মার্ফিক্স পিকচার্স তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছে ৷ সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, "ফাইটারের তৃতীয় শিডিউলের কাজ শেষ ৷"

কারা আছেন ফাইটারে: সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'ফাইটার'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷ এছাড়াও আছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুর ৷ 2024 সালের 25 জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷

প্রথমবার জুটিতে হৃত্বিক-দীপিকা: টিম 'ফাইটার' সম্প্রতি ছবিটির তৃতীয় শিডিউলের জন্য হায়দরাবাদে গিয়েছিল (Hrithik Roshan and Deepika Padukone)। এই ছবিটি প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন দীপিকা ও হৃতিক ৷

তৃতীয়বার জুটিতে সিদ্ধার্থ-হৃত্বিক: এই নিয়ে তৃতীয়বার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন ৷ ব্য়াং ব্যাং ও ওয়ার-এ এর আগে একসঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ ও হৃত্বিক জুটি ৷ সম্পূর্ণ অ্যাকশন ঘরানার এই ছবি অ্যাকশনপ্রেমী দর্শকদের বেশ ভালো লাগবে বলে আশা নির্মাতাদের ৷

আরও পড়ুন: সামনে এল হৃতিক-দীপিকার ফাইটার-এর ফার্স্ট লুক পোস্টার

বিক্রম বেদাতে ছিলেন হৃত্বিক: সম্প্রতি ক্রাইম থ্রিলার ফিল্ম 'বিক্রম বেদা'-তে সইফ আলি খান এবং রাধিকা আপ্তের সঙ্গে দেখা গিয়েছিল হৃতিককে ৷ এই ছবি দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে ।

দীপিকার হাতে কী কী কাজ ? অন্যদিকে, দীপিকা তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঠান'-এর কল্যাণে সাফল্যের চূড়ায় রয়েছেন । দক্ষিণী অভিনেতা প্রভাস এবং অমিতাভ বচ্চনের বিপরীতে একটি আসন্ন প্যান ইন্ডিয়া ফিল্ম 'প্রজেক্ট কে'-তেও দেখা যাবে তাঁকে । নাগ অশ্বিন পরিচালিত ছবিটি সামনের বছর 12 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । এ ছাড়াও দীপিকার হাতে রয়েছে দ্য ইন্টার্ন । এই ছবিতে পিকু স্টার ফের স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.