ETV Bharat / entertainment

রোহিতদের ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত তারকারা, মাঠে হাজির রণবীর-দীপিকা; নেটপাড়া মাতালেন মহেশ-কার্তিক-শুভশ্রীরা - ফাইনাল নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তারকারা

Celebs on World Cup final 2023: বিশ্বকাপ ফাইনাল নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তারকারা । মাঠে হাজির রণবীর সিং, আয়ুষ্মাণ খুরানা, দীপিকা পাড়ুকোনদের অভিনেতা-অভিনেত্রীরা । সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন আরও অনেকেই ।

World Cup final 2023
রোহিতদের ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত তারকারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 3:50 PM IST

হায়দরাবাদ, 19 নভেম্বর: বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা এখন একেবারে তুঙ্গে । নীল সমুদ্রে পরিণত হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম । 'মেন ইন ব্লু'-এর সমর্থনে গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির প্রায় 1 লক্ষ 32 হাজার দর্শক । আসমুদ্র হিমাচল যেমন সেজে উঠেছে তেরঙা পতাকায় তেমনই মাঠেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের উৎসাহ দিতে হাজির বি-টাউনের তারকারা । রণবীর সিং, আয়ুষ্মাণ খুরানা, দীপিকা পাড়ুকোনদের সঙ্গে হাজির দক্ষিণি সুপারস্টার বেঙ্কটেশ দাগ্গুবতিও ।

World Cup final 2023
উচ্ছ্বসিত মহেশবাবু

তেলুগু সুপারস্টার মহেশবাবুও এদিন একটি ছবি শেয়ার করেছেন রোহিত এবং প্যাট কামিন্সের । বিশ্বকাপ টফ্রির সঙ্গে ভারত এবং অস্ট্রেলিয়ার অধিনায়কের ছবি শেয়ার করে তিনি লেখেন, "টিম ইন্ডিয়া এই কাপ তোমাদের ।" বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানও শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়াকে । লিখেছেন, "জিতেগা জিতেগা ইন্ডিয়া জিতেগা ।"

  • Most difficult thing in this world is to get the entire nation connected with just one goal and one emotion. In a fragmented and hurt world, Cricket is working like a true healer.

    These are the kind of mornings I love where everyone is connected with one desire: To Win.

    All… pic.twitter.com/p2yaDDEGxW

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া বিবেক অগ্নিহোত্রীর মতো আরও অনেকেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রোহিতদের । পিছিয়ে নেই টলিউডও । ঋত্বিকা সেন ভারতের পতাকা নিয়ে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ইনস্টাগ্রামে পুত্র ইউভানের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন । সেখানে ইউভানকে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার জার্সিতে ।

আজ থেকে ঠিক 20 বছর আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেই বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল এক বাঙালি অধিনায়কের । 2003 সালে জোহনাসবার্গে সেই ভারতীয় দলের অংশ ছিলেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও । সেদিন অপূর্ণই থেকে গিয়েছিল তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন । আর এবারের ট্রফি তাই রাহুল ভাইয়ের জন্য়ই জিততে চেয়েছেন রোহিত । স্বপ্ন সফল হবে কি না জানা যাবে রবিবার রাত বাড়লেই । তবে আপাতত টসে হেরে প্রথম ব্যাটিং করছে ভারতীয় দল । টানা দশ ম্যাচ জিতে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে 'মেন ইন ব্লু' ।

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ আসুক ভারতেই, জোর প্রার্থনা ক্রিকেটপ্রেমীদের, চলছে হোম-যজ্ঞ
  2. শুভমনের পর সাজঘরে রোহিত-শ্রেয়স, বড় ইনিংস মাঠে ফেলে এলেন হিটম্যান

হায়দরাবাদ, 19 নভেম্বর: বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা এখন একেবারে তুঙ্গে । নীল সমুদ্রে পরিণত হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম । 'মেন ইন ব্লু'-এর সমর্থনে গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির প্রায় 1 লক্ষ 32 হাজার দর্শক । আসমুদ্র হিমাচল যেমন সেজে উঠেছে তেরঙা পতাকায় তেমনই মাঠেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের উৎসাহ দিতে হাজির বি-টাউনের তারকারা । রণবীর সিং, আয়ুষ্মাণ খুরানা, দীপিকা পাড়ুকোনদের সঙ্গে হাজির দক্ষিণি সুপারস্টার বেঙ্কটেশ দাগ্গুবতিও ।

World Cup final 2023
উচ্ছ্বসিত মহেশবাবু

তেলুগু সুপারস্টার মহেশবাবুও এদিন একটি ছবি শেয়ার করেছেন রোহিত এবং প্যাট কামিন্সের । বিশ্বকাপ টফ্রির সঙ্গে ভারত এবং অস্ট্রেলিয়ার অধিনায়কের ছবি শেয়ার করে তিনি লেখেন, "টিম ইন্ডিয়া এই কাপ তোমাদের ।" বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানও শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়াকে । লিখেছেন, "জিতেগা জিতেগা ইন্ডিয়া জিতেগা ।"

  • Most difficult thing in this world is to get the entire nation connected with just one goal and one emotion. In a fragmented and hurt world, Cricket is working like a true healer.

    These are the kind of mornings I love where everyone is connected with one desire: To Win.

    All… pic.twitter.com/p2yaDDEGxW

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া বিবেক অগ্নিহোত্রীর মতো আরও অনেকেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রোহিতদের । পিছিয়ে নেই টলিউডও । ঋত্বিকা সেন ভারতের পতাকা নিয়ে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ইনস্টাগ্রামে পুত্র ইউভানের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন । সেখানে ইউভানকে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার জার্সিতে ।

আজ থেকে ঠিক 20 বছর আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেই বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল এক বাঙালি অধিনায়কের । 2003 সালে জোহনাসবার্গে সেই ভারতীয় দলের অংশ ছিলেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও । সেদিন অপূর্ণই থেকে গিয়েছিল তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন । আর এবারের ট্রফি তাই রাহুল ভাইয়ের জন্য়ই জিততে চেয়েছেন রোহিত । স্বপ্ন সফল হবে কি না জানা যাবে রবিবার রাত বাড়লেই । তবে আপাতত টসে হেরে প্রথম ব্যাটিং করছে ভারতীয় দল । টানা দশ ম্যাচ জিতে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে 'মেন ইন ব্লু' ।

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ আসুক ভারতেই, জোর প্রার্থনা ক্রিকেটপ্রেমীদের, চলছে হোম-যজ্ঞ
  2. শুভমনের পর সাজঘরে রোহিত-শ্রেয়স, বড় ইনিংস মাঠে ফেলে এলেন হিটম্যান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.