রানিগঞ্জ, 12 সেপ্টেম্বর: 1989 সালের 13 নভেম্বর আসানসোলের রানিগঞ্জের কয়লাখলিতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা ৷ খনির ভিতরে আটকে পড়া 65 জন শ্রমিককে উদ্ধার করেছিলেন সাহসী ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিল ৷ আটকে পড়ে শ্রমিকদের কাছে যশবন্ত হয়ে উঠেছিলেন ত্রাতা ৷ বাস্তব জীবনের সেই ঘটনা এবার ছবির পর্দায় ৷ মিশন রানিগঞ্জ, নেপথ্যে টিনু সুরেশ দেশাই ৷ ছবির মাধ্যমে একজন রিয়েল হিরোর জীবনী তুলে ধরা হয়েছে এর আগেও ৷ তবে খনিতে দুর্ঘটনার পর পর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে মহাবীর কোলিয়ারি খনি ৷ কাজ হারিয়েছেন অসংখ্য শ্রমিক ৷ সেই খনি এবার খুলে দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে খনির কর্মীরা ৷
স্থানীয় বাসিন্দা নিরাজ কুমার সিং বলেন, "কী কর্মব্যস্ত সময় ছিল সেই সময় মহাবীর খনিতে। এলাকার আর্থ-সামাজিক চেহারাই ছিল অন্যরকম। কিন্তু সেই ঘটনার পর মহাবীর খনি বন্ধ হয়ে যায়। আমাদের বিশ্বাস এই খনিতে এখনও প্রায় ১০০ বছরের কয়লা রয়েছে। সিনেমা তৈরির পাশাপাশি যদি এই খনিকে পুনরায় চালু করা যায় তাহলে এই সিনেমা তৈরি করা সার্থক হবে।"
বন্ধ মহাবীর খনির প্রাক্তন কর্মী নিত্যগোপাল মাজি বলেন, "আমরা সবাই চাই এই খনি আবার চালু হোক। খনিতে কয়লা রয়েছে। তাই খনি চালু হলে ইসিএল যেমন লাভান্বিত হবে তেমনি এলাকার আর্থ-সামাজিক অবস্থারও উন্নতি হবে।" ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার জিএম অনিল কুমার সিনহা অবশ্য আশার কথা শুনিয়েছেন। অনিল কুমার সিনহা জানিয়েছেন "আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি। বর্তমানে অনেক আধুনিক পদ্ধতি এসেছে কয়লা উত্তোলন করার। ইতিমধ্যেই সিএমপিডিআই বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। খুব দ্রুত আমরা ওখানে উৎপাদন শুরু করতে পারব বলে আশা করছি।" ইসিএল সূত্রে জানা গিয়েছে, ওয়াল প্রজেক্ট-এর মাধ্যমে কয়লা উৎপাদন হতে পারে আবার মহাবীর খনিতে।
1989 সালের 13 নভেম্বর ছিল রানিগঞ্জের কুনুস্তরিয়া এলাকার মহাবীর খনিতে কর্মব্যস্ত একটি দিন। খনির ভেতর 71 জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় হঠাৎই পাশের পরিত্যক্ত একটি খনি থেকে হু হু করে জল ঢুকতে শুরুক করে খনির ভিতরে ৷ জলে ভেসে গিয়ে মৃত্যু হয়ে 6 জন খনি শ্রমিকের। বাকি 65 জন খনি শ্রমিক খনির ভেতরেই আটকে পড়েছিলেন। তিন দিন পর বিশেষ ক্যাপসুল বানিয়ে খনি ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল তাঁদের উদ্ধার করেন।
আরও পড়ুন: 'ভারত' নাম বিতর্কের মাঝেই ছবির নামবদল অক্ষয়ের, কেন্দ্রের পক্ষেই কি সায় খিলাড়ির?
রোমহর্ষক এই উদ্ধারকার্য নিয়েই তৈরি হয়েছে বলিউড ছবি 'মিশন রানিগঞ্জ'। মুখ্যচরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, কুমুদ মিশ্রা রবি কিষাণ-সহ আরও অনেকে। সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমা তৈরি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে রানিগঞ্জ-সহ কয়লা অঞ্চলে। পাশাপাশি সেই কয়লা খমনি পুনরায় খুলে দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও খনি শ্রমিকরা ৷ যদি সত্যিই আবার উৎপাদন শুরু হয় মহাবীর খনিতে, তবে এই সিনেমাও সদর্থক ঘটনার সাক্ষী হিসেবে চিহ্নিত থাকবে বলে মত সকলের।