ETV Bharat / entertainment

আসতে পারে কি 'অ্যানিম্যাল 2'? সম্ভাবনাময় পোস্ট নেটপাড়ায় - সন্দীপ রেড্ডি ভাঙ্গা

Animal 2: মুক্তির পরেই বক্সঅফিসে ঝড় তুলেছে রণবীর কাপুরের অ্যানিম্যাল ৷ ছবির গল্প যেভাবে এগিয়েছে, তাতে অনেকের মনেই জেগেছে প্রশ্ন, আসতে পারে কি 'অ্যানিম্যাল 2'? পোস্ট-ক্রেডিট সিনের ইঙ্গিত সেই দিকেই ৷

Etv Bharat
আসতে পারে 'অ্যানিম্যাল 2'
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 10:33 AM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: মুক্তির পর জোড় আলোচনায় রয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ৷ বাবা-ছেলের সম্পর্ককে আবর্ত করে ছবির যে গল্প এগিয়েছে, তা কি এখানেই শেষ? ছবির পোস্ট-ক্রেডিট সিন বলছে অন্য কথা ৷ অনুরাগীদের মতে, যাঁরা এই ছবি দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন, খুব সুক্ষভাবে হলেও 'অ্যানিম্যাল 2' আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ৷ তার বেশ কিছু পয়েন্টও রয়েছে ৷

  • রশ্মিকা মন্দানা যিনি, ছবিতে গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করেছেন, তিনি সকল অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়েছিলেন পোস্ট-ক্রেডিট সিন অবশ্যই দেখতে ৷ তিনি সোশাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ এই দৃশ্য মনোযোগ দিয়ে দেখতে বলেন ৷ যাঁরা ছবিটা দেখেছেন, তাঁরা এই বিষয়ে সম্মতি জানিয়েছেন যে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে সেখানে ৷ কোনও রকম স্পয়লার না দিয়ে বলা যায়, এই ছবির দ্বিতীয় ভাগ যে আসতে পারে তার সংকেত দেওয়া হয়েছে৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  • শুধু তাই নয়, ছবিতে দুটি পোস্ট-ক্রেডিট সিনস জানান দিচ্ছে, এই কাহিনী এগোবে পরবর্তী পদক্ষেপে ৷ ফলে এরপর কী হতে পারে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে ৷ সম্প্রতি ওয়েবলয়েডে এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সংকেত দিয়েছিলেন এই ছবির দ্বিতীয় পার্ট তৈরির বিষয়ে ৷ তিনি জানিয়েছিলেন অ্যানিম্যাল দেখার পর তা বক্সঅফিসে ও দর্শক দরবারে কীরকম প্রতিক্রিয়া পায়, তার উপর নির্ভর করবে ছবির দ্বিতীয় পার্ট তৈরির বিষয়টি ৷
  • ছবি মুক্তির আগেই অ্যানিম্যালের অ্যাডভান্স বুকিং ছিল অসাধারণ ৷ মাত্র তিন দিনে 40 কোটি টাকার টিকি বিক্রি হয়েছে 'অ্যানিম্যাল'-এর ৷ রণবীর কাপুরের কেরিয়ারগ্রাফে এই ছবি বিগেস্ট ওপেনার এখনও পর্যন্ত ৷ এর আগে ব্রহ্মাস্ত্র ছবির প্রথম দিনের কালেকশন ছিল 36 কোটি টাকা ৷ এবার ছবির গতি কোন দিকে এগোয়, তা সময় বলবে ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: মুক্তির পর জোড় আলোচনায় রয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ৷ বাবা-ছেলের সম্পর্ককে আবর্ত করে ছবির যে গল্প এগিয়েছে, তা কি এখানেই শেষ? ছবির পোস্ট-ক্রেডিট সিন বলছে অন্য কথা ৷ অনুরাগীদের মতে, যাঁরা এই ছবি দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন, খুব সুক্ষভাবে হলেও 'অ্যানিম্যাল 2' আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ৷ তার বেশ কিছু পয়েন্টও রয়েছে ৷

  • রশ্মিকা মন্দানা যিনি, ছবিতে গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করেছেন, তিনি সকল অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়েছিলেন পোস্ট-ক্রেডিট সিন অবশ্যই দেখতে ৷ তিনি সোশাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ এই দৃশ্য মনোযোগ দিয়ে দেখতে বলেন ৷ যাঁরা ছবিটা দেখেছেন, তাঁরা এই বিষয়ে সম্মতি জানিয়েছেন যে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে সেখানে ৷ কোনও রকম স্পয়লার না দিয়ে বলা যায়, এই ছবির দ্বিতীয় ভাগ যে আসতে পারে তার সংকেত দেওয়া হয়েছে৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  • শুধু তাই নয়, ছবিতে দুটি পোস্ট-ক্রেডিট সিনস জানান দিচ্ছে, এই কাহিনী এগোবে পরবর্তী পদক্ষেপে ৷ ফলে এরপর কী হতে পারে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে ৷ সম্প্রতি ওয়েবলয়েডে এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সংকেত দিয়েছিলেন এই ছবির দ্বিতীয় পার্ট তৈরির বিষয়ে ৷ তিনি জানিয়েছিলেন অ্যানিম্যাল দেখার পর তা বক্সঅফিসে ও দর্শক দরবারে কীরকম প্রতিক্রিয়া পায়, তার উপর নির্ভর করবে ছবির দ্বিতীয় পার্ট তৈরির বিষয়টি ৷
  • ছবি মুক্তির আগেই অ্যানিম্যালের অ্যাডভান্স বুকিং ছিল অসাধারণ ৷ মাত্র তিন দিনে 40 কোটি টাকার টিকি বিক্রি হয়েছে 'অ্যানিম্যাল'-এর ৷ রণবীর কাপুরের কেরিয়ারগ্রাফে এই ছবি বিগেস্ট ওপেনার এখনও পর্যন্ত ৷ এর আগে ব্রহ্মাস্ত্র ছবির প্রথম দিনের কালেকশন ছিল 36 কোটি টাকা ৷ এবার ছবির গতি কোন দিকে এগোয়, তা সময় বলবে ৷

আরও পড়ুন:

1. রাজনীতির ময়দানে নামবেন ? সোশাল মিডিয়ায় স্পষ্ট জবাব কঙ্গনার

2. ফের একবার সোশাল মিডিয়ায় ঝড় তুললেন লাস্যময়ী জ্যাকলিন-ম্রুণাল-ত্রিশা

3. ঘরে ফেরার গান শোনালেন রাজকুমার-শাহরুখ, সোনু নিগমের জাদুতে আবেগি নেটপাড়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.