ETV Bharat / entertainment

Parno Mitra on Politics : আবারও কি সক্রিয় রাজনীতিতে ফিরবেন পার্ণো ? - Parno Mitra joined BJP

সক্রিয় রাজনীতিতে আবার কি দেখা যাবে পার্ণো মিত্রকে (Parno Mitra on BJP)? বিধানসভা নির্বাচনের হারের পর থেকেই রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিনেত্রী ৷ এবার তিনি বললেন, "জানি না । আমার সবকিছুই তো হঠাৎ করে হয়ে যায় । আজকেরটা আজকে দেখব । কালকেরটা কালকে ভেবে দেখব ।"

Will Parno return to politics again?
আবার কি রাজনীতিতে ফিরবেন পার্ণো?
author img

By

Published : Apr 2, 2022, 10:12 AM IST

কলকাতা, 2 এপ্রিল : 'রঞ্জনা আমি আর আসব না' ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক পার্ণো মিত্রর । গিটার বাজিয়ে স্টেজে আধুনিক গান গাইতে চেষ্টা করা পর্দার রঞ্জনা সেদিন মন জয় করে নিয়েছিল বাঙালী দর্শকের ৷ তাও নয় নয় করে পেরিয়ে গিয়েছে 10টা বছর ৷ এরই মাঝে টলিউডের এই স্মার্ট, ঝকঝকে অভিনেত্রী রাজনীতির আঙিনাতেও পা রেখেছেন ৷ সিনেমা-রাজনৈতিক জীবনের সাফল্য-ব্যর্থতা মিলিয়ে নতুন বছরটা ব্যস্ততার মধ্যেই শুরু হয়েছে পার্ণোর ৷ চলতি বছরে মুক্তির পথে তাঁর আরও বেশ কয়েকটি ছবি । শিব রাম শর্মা পরিচালিত আসন্ন বাংলা ছবি 'সুনেত্রা সুন্দরম'-এও সুনেত্রা সুন্দরম নামের এক আধা দক্ষিণী এবং আধা বাঙালি তরুণীর ভূমিকায় অভিনয় করছেন পার্ণো । জুটি বাঁধছেন সোমরাজ মাইতির সঙ্গে ।

দেশে সুলভ শৌচালয়ের অভাব এবং তার কারণে প্রতিদিন ঘটে চলা সমস্যাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি । এহেন সামাজিক বার্তা যে ছবিতে আছে, সেরকম ছবিতে কাজ করতে পেরে খুশি তিনি এমনটাই জানিয়েছেন । অঞ্জন দত্তর সঙ্গে 'রঞ্জনা আমি আর আসব না' ছবির পর একে একে 'উড়োজাহাজ', 'বেডরুম', 'রাজকাহিনী', 'সাহেব বিবি গোলাম', 'আহারে মন', 'আলিনগরের গোলকধাঁধা'-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন । রাজ চক্রবর্তী পরিচালিত 'ধর্মযুদ্ধ'তেও রয়েছেন তিনি ।

গতবছর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাত ধরে পার্নোর রাজনীতিতে অভিষেক (Parno Mitra joined BJP)। রাজনীতির মঞ্চে নেমেই বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হন ৷ যদিও বঙ্গে তৃণমূলের বিপুল ঢেউয়ে পরাজিত হন অভিনেত্রী । নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে গেরুয়া শিবিরের আশেপাশে দেখা যায়নি তাঁকে ৷ বরং রয়েছেন নিজের ছবির কাজ নিয়েই ৷ ঠিক যেভাবে সক্রিয় নন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিংবা বনি সেনগুপ্তরা (দু'জনই অবশ্য বিজেপি ছেড়েছেন) । যদিও পার্ণোর ক্ষেত্রে তেমনটা হয়নি ৷ এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আবারও সক্রিয় রাজনীতিতে কি দেখা যাবে তাঁদের ? না কি অন্য দলে নাম লেখাবেন তাঁরা ? প্রশ্ন উঠেছিল পার্ণোর ক্ষেত্রেও ।

আরও পড়ুন : জন্মদিন উদযাপনে হিমাচল সফরে কপিল শর্মা

অভিনেত্রীর জানতে চাওয়া হয়, তিনি কি ফের ফিরবেন সক্রিয় রাজনীতিতে ? পার্ণো বলেন, "জানি না । আমার সবকিছুই তো হঠাৎ করে হয়ে যায় । আজকেরটা আজকে দেখব । কালকেরটা কালকে ভেবে দেখব । কোভিডের কারণে অনেকগুলো ছবির রিলিজ আটকে আছে । সেগুলো রিলিজ করলে স্বস্তি পাই ।" অর্থাৎ সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য একপ্রকার এড়িয়েই গেলেন অভিনেত্রী ৷ পার্ণোর অনস্ক্রিন কেরিয়ার শুরু হয় ছোটপর্দা দিয়ে । 'মোহনা', 'খেলা', 'বউ কথা কও', 'কোরা পাখি', 'সময়' ধারাবাহিকে অভিনয় করেন তিনি । 'সুনেত্রা সুন্দরম' ছবিতে তাঁকে খুব সাদামাটা লুকে পাবেন দর্শক । যে কিনা কিডনিজনিত রোগে ভুগছে । বাকিটা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির জন্য ।

কলকাতা, 2 এপ্রিল : 'রঞ্জনা আমি আর আসব না' ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক পার্ণো মিত্রর । গিটার বাজিয়ে স্টেজে আধুনিক গান গাইতে চেষ্টা করা পর্দার রঞ্জনা সেদিন মন জয় করে নিয়েছিল বাঙালী দর্শকের ৷ তাও নয় নয় করে পেরিয়ে গিয়েছে 10টা বছর ৷ এরই মাঝে টলিউডের এই স্মার্ট, ঝকঝকে অভিনেত্রী রাজনীতির আঙিনাতেও পা রেখেছেন ৷ সিনেমা-রাজনৈতিক জীবনের সাফল্য-ব্যর্থতা মিলিয়ে নতুন বছরটা ব্যস্ততার মধ্যেই শুরু হয়েছে পার্ণোর ৷ চলতি বছরে মুক্তির পথে তাঁর আরও বেশ কয়েকটি ছবি । শিব রাম শর্মা পরিচালিত আসন্ন বাংলা ছবি 'সুনেত্রা সুন্দরম'-এও সুনেত্রা সুন্দরম নামের এক আধা দক্ষিণী এবং আধা বাঙালি তরুণীর ভূমিকায় অভিনয় করছেন পার্ণো । জুটি বাঁধছেন সোমরাজ মাইতির সঙ্গে ।

দেশে সুলভ শৌচালয়ের অভাব এবং তার কারণে প্রতিদিন ঘটে চলা সমস্যাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি । এহেন সামাজিক বার্তা যে ছবিতে আছে, সেরকম ছবিতে কাজ করতে পেরে খুশি তিনি এমনটাই জানিয়েছেন । অঞ্জন দত্তর সঙ্গে 'রঞ্জনা আমি আর আসব না' ছবির পর একে একে 'উড়োজাহাজ', 'বেডরুম', 'রাজকাহিনী', 'সাহেব বিবি গোলাম', 'আহারে মন', 'আলিনগরের গোলকধাঁধা'-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন । রাজ চক্রবর্তী পরিচালিত 'ধর্মযুদ্ধ'তেও রয়েছেন তিনি ।

গতবছর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাত ধরে পার্নোর রাজনীতিতে অভিষেক (Parno Mitra joined BJP)। রাজনীতির মঞ্চে নেমেই বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হন ৷ যদিও বঙ্গে তৃণমূলের বিপুল ঢেউয়ে পরাজিত হন অভিনেত্রী । নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে গেরুয়া শিবিরের আশেপাশে দেখা যায়নি তাঁকে ৷ বরং রয়েছেন নিজের ছবির কাজ নিয়েই ৷ ঠিক যেভাবে সক্রিয় নন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিংবা বনি সেনগুপ্তরা (দু'জনই অবশ্য বিজেপি ছেড়েছেন) । যদিও পার্ণোর ক্ষেত্রে তেমনটা হয়নি ৷ এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আবারও সক্রিয় রাজনীতিতে কি দেখা যাবে তাঁদের ? না কি অন্য দলে নাম লেখাবেন তাঁরা ? প্রশ্ন উঠেছিল পার্ণোর ক্ষেত্রেও ।

আরও পড়ুন : জন্মদিন উদযাপনে হিমাচল সফরে কপিল শর্মা

অভিনেত্রীর জানতে চাওয়া হয়, তিনি কি ফের ফিরবেন সক্রিয় রাজনীতিতে ? পার্ণো বলেন, "জানি না । আমার সবকিছুই তো হঠাৎ করে হয়ে যায় । আজকেরটা আজকে দেখব । কালকেরটা কালকে ভেবে দেখব । কোভিডের কারণে অনেকগুলো ছবির রিলিজ আটকে আছে । সেগুলো রিলিজ করলে স্বস্তি পাই ।" অর্থাৎ সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য একপ্রকার এড়িয়েই গেলেন অভিনেত্রী ৷ পার্ণোর অনস্ক্রিন কেরিয়ার শুরু হয় ছোটপর্দা দিয়ে । 'মোহনা', 'খেলা', 'বউ কথা কও', 'কোরা পাখি', 'সময়' ধারাবাহিকে অভিনয় করেন তিনি । 'সুনেত্রা সুন্দরম' ছবিতে তাঁকে খুব সাদামাটা লুকে পাবেন দর্শক । যে কিনা কিডনিজনিত রোগে ভুগছে । বাকিটা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.