ETV Bharat / entertainment

Leonardo DiCaprio Relationship: কেন শুধুই অল্পবয়সি মহিলাদের ডেট করেন লিওনার্দো ডিক্যাপ্রিও ? - Miriam Margolyes news

অল্পবয়সি মহিলাদের প্রতি বিশেষ অনুরাগ লক্ষ্য করা গিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর (Leonardo DiCaprio Relationship) মধ্যে । হলিউডের এই তারকা 25 বছরের বেশি বয়সি কারওকে কখনও ডেট করেননি ৷ বেশি বয়সের মহিলাদের কেন এড়িয়ে যান 48 বছরের অভিনেতা, সেই কারণ জানালেন তাঁর সহ-অভিনেত্রী মিরিয়ম মার্গোলিস (Miriam Margolyes on Leonardo DiCaprio dating)৷

Leonardo DiCaprio File image
লিওনার্দো ডিক্যাপ্রিও
author img

By

Published : Dec 20, 2022, 8:11 PM IST

লস অ্যাঞ্জেলেস, 20 ডিসেম্বর: কেন বারবার নিজের থেকে বয়সে অনেকটাই ছোট মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও (Leonardo DiCaprio Relationship)? এই নিয়ে এ বার মুখ খুললেন তাঁর প্রাক্তন সহকর্মী তথা ব্রিটিশ-অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিরিয়ম মার্গোলিস (Miriam Margolyes on Leonardo DiCaprio dating)৷ বর্তমানে ডিক্যাপ্রিও তাঁর থেকে 21 বছরের ছোট সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন বলে খবর । মিরিয়মের মতে, আপাতদৃষ্টিতে তাঁর বয়সের কাউকে ডেট না করার একটা কারণ আছে ডিক্যাপ্রিওর ।

81 বছর বয়সি অভিনেতা তাঁর রোমিও + জুলিয়েটের সহ-অভিনেত্রী জানিয়েছেন 25 বছরের বেশি কারওকে ডেট করেন না ডিক্যাপ্রিও ৷ কারণ তিনি "কোয়াইট স্মেলি" ও "খুব বোকা" ৷ মিরিয়মের অনুমান, বাবা হতে চান না বলেই বেশি বয়সের মহিলাদের এড়িয়ে চলেন 48 বছর বয়সি তারকা ৷ মিরিয়ম বলেছেন, "তাঁর প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই ৷ ও খুবই বোকা । বয়স ছাড়াও হয়তো অন্য কোনও কারণ থাকতে পারে । হয়তো সেই বয়সে তাঁরা (বেশি বয়সের মহিলারা) সন্তান ধারণ করতে চান ।"

এ দিকে, মিরিয়ম তাঁর প্রাক্তন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জন ক্লিসের বিরুদ্ধে তোপ দেগে তাঁকে "খারাপ মানুষ" বলে উল্লেখ করেছেন ৷ তাঁর আসন্ন জিবি নিউজ শোতে কখনওই উপস্থিত হবেন না বলে জানিয়েছেন মিরিয়ম । তিনি সানডে টাইমস কালচার ম্যাগাজিনকে বলেছেন, "দুইজন লোক আছেন যাঁদের সঙ্গে আমি কখনওই উপস্থিত হব না ৷ একজন জন ক্লিস এবং অন্যজন পিয়ার্স মরগান ।" তিনি পিয়ার্সের একটি শোতে উপস্থিত হওয়ার জন্য একটি "বড় অঙ্ক" প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করে মিরিয়ম বলেন, "আমি মনে করি তিনি একজন খারাপ মানুষ এবং আমি মনে করি জনও একজন খারাপ মানুষ ।"

আরও পড়ুন: গোলাপি গাউনে ব়্যাম্পে ঝড় তুললেন শেহনাজ

কিন্তু হ্যারি পটারের অভিনেত্রী রাজা চার্লসের ভক্ত । তিনি বলেন, "আমি মনে করি তিনি একজন অত্যন্ত কনসিডারেবল ব্যক্তি । আমি তাঁকে সম্মান করি এবং আমি তাঁকে ভালোবাসি ।" মিরিয়ম মনে করেন না যে, তিনি ডেমহুড পাওয়ার জন্য "যথেষ্ট ভালো"। তিনি বলেন, "আমি একজন মেয়ে হিসেবে যথেষ্ট সুন্দর, কিন্তু আমি যথেষ্ট ভালো নই । আমি থিয়েটারের কাজ বেশি করিনি ।" তিনি শো-অফ করছেন এটা কেউ মনে করলে তাঁর কিছু এসে যায় না বলে জানালেন দ্য এজ অফ ইনোসেন্সের অভিনেত্রী ৷

লস অ্যাঞ্জেলেস, 20 ডিসেম্বর: কেন বারবার নিজের থেকে বয়সে অনেকটাই ছোট মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও (Leonardo DiCaprio Relationship)? এই নিয়ে এ বার মুখ খুললেন তাঁর প্রাক্তন সহকর্মী তথা ব্রিটিশ-অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিরিয়ম মার্গোলিস (Miriam Margolyes on Leonardo DiCaprio dating)৷ বর্তমানে ডিক্যাপ্রিও তাঁর থেকে 21 বছরের ছোট সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন বলে খবর । মিরিয়মের মতে, আপাতদৃষ্টিতে তাঁর বয়সের কাউকে ডেট না করার একটা কারণ আছে ডিক্যাপ্রিওর ।

81 বছর বয়সি অভিনেতা তাঁর রোমিও + জুলিয়েটের সহ-অভিনেত্রী জানিয়েছেন 25 বছরের বেশি কারওকে ডেট করেন না ডিক্যাপ্রিও ৷ কারণ তিনি "কোয়াইট স্মেলি" ও "খুব বোকা" ৷ মিরিয়মের অনুমান, বাবা হতে চান না বলেই বেশি বয়সের মহিলাদের এড়িয়ে চলেন 48 বছর বয়সি তারকা ৷ মিরিয়ম বলেছেন, "তাঁর প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই ৷ ও খুবই বোকা । বয়স ছাড়াও হয়তো অন্য কোনও কারণ থাকতে পারে । হয়তো সেই বয়সে তাঁরা (বেশি বয়সের মহিলারা) সন্তান ধারণ করতে চান ।"

এ দিকে, মিরিয়ম তাঁর প্রাক্তন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জন ক্লিসের বিরুদ্ধে তোপ দেগে তাঁকে "খারাপ মানুষ" বলে উল্লেখ করেছেন ৷ তাঁর আসন্ন জিবি নিউজ শোতে কখনওই উপস্থিত হবেন না বলে জানিয়েছেন মিরিয়ম । তিনি সানডে টাইমস কালচার ম্যাগাজিনকে বলেছেন, "দুইজন লোক আছেন যাঁদের সঙ্গে আমি কখনওই উপস্থিত হব না ৷ একজন জন ক্লিস এবং অন্যজন পিয়ার্স মরগান ।" তিনি পিয়ার্সের একটি শোতে উপস্থিত হওয়ার জন্য একটি "বড় অঙ্ক" প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করে মিরিয়ম বলেন, "আমি মনে করি তিনি একজন খারাপ মানুষ এবং আমি মনে করি জনও একজন খারাপ মানুষ ।"

আরও পড়ুন: গোলাপি গাউনে ব়্যাম্পে ঝড় তুললেন শেহনাজ

কিন্তু হ্যারি পটারের অভিনেত্রী রাজা চার্লসের ভক্ত । তিনি বলেন, "আমি মনে করি তিনি একজন অত্যন্ত কনসিডারেবল ব্যক্তি । আমি তাঁকে সম্মান করি এবং আমি তাঁকে ভালোবাসি ।" মিরিয়ম মনে করেন না যে, তিনি ডেমহুড পাওয়ার জন্য "যথেষ্ট ভালো"। তিনি বলেন, "আমি একজন মেয়ে হিসেবে যথেষ্ট সুন্দর, কিন্তু আমি যথেষ্ট ভালো নই । আমি থিয়েটারের কাজ বেশি করিনি ।" তিনি শো-অফ করছেন এটা কেউ মনে করলে তাঁর কিছু এসে যায় না বলে জানালেন দ্য এজ অফ ইনোসেন্সের অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.