ETV Bharat / entertainment

Priyanka Nick V-Day Celebration: 'নিকের সঙ্গে কাটানো প্রতিটা দিনই প্রেমের দিন', লিখলেন প্রিয়াঙ্কা - ভ্যালেনটাইনস উদযাপনে মেতে উঠলেন নিকইয়াঙ্কা

উদযাপনে মেতে উঠলেন নিকইয়াঙ্কা ৷ একদিকে যেমন প্রিয়াঙ্কা চোপড়া শেয়ার করলেন তাঁর এই বিশেষ দিনের ভিডিয়ো তেমনই ভিডিয়ো শেয়ার করলেন নিকও (Priyanka Chopra Nick Jonas valentines day videos) ৷

Priyanka Nick Valentines Day Celebration
ভ্য়ালেন্টাইন ডে উদযাপনে মেতে উঠলেন নিকইয়াঙ্কা
author img

By

Published : Feb 15, 2023, 2:08 PM IST

Updated : Feb 15, 2023, 2:15 PM IST

হায়দরাবাদ, 15 ফেব্রুয়ারি: প্রেম দিবসের রেশ চলতে থাকে তার পরের কয়েকদিনও ৷ তাঁদের প্রিয়জনের সঙ্গে এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারকাদের অনেকেই ৷ আর তাঁরাই এখন সামাজিক মাধ্যমে শেয়ার করছেন সেইসব ছবি ৷ অনুরাগীরাও ভীষণ খুশি তাঁদের প্রিয় তারকাদের ভ্যালেন্টাইনের ডায়েরির কিছু ঝলক দেখতে পেয়ে ৷ ব্যতিক্রম নন হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়াও ৷ তিনিও এই বিশেষ দিনটিতে শেয়ার করেছেন তাঁর এবং নিকের বেশকিছু মুহূর্ত (Priyanka Chopra Nick Jonas valentines day videos) ৷

Priyanka Nick Valentines Day Celebration
ভ্য়ালেন্টাইন ডে উদযাপনে মেতে উঠলেন নিকইয়াঙ্কা

নিকইয়াঙ্কার নানান ছবি, ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় ৷ তাঁদের কর্মকাণ্ডের আপডেট ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিতে ভালোবাসেন প্রিয়াঙ্কা নিজেও ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন নিকের সঙ্গে কাটানো প্রতিটা দিনই তাঁর কাছে ভ্যালেন্টাইনস ডে । কারণ নিকই তাঁর হৃদয় ৷ ভ্যালেন্টাইন ডে-তে মোট দু'টি ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ একটি ছবিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার পিন্টো লেকের ধারে মেয়ে মালতিকে হাঁস দেখাচ্ছেন পিগি চপস ৷ আর অন্যটিতে দেখা যায়, প্রিয়াঙ্কা রয়েছেন তাঁর স্বামী নিকের সঙ্গে ৷

ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'আমার চিরকালের ভ্যালেটাইনস তোমায় এবং তোমার ভালোবাসার জনকে ভ্যালেনটাইনস ডের শুভেচ্ছা ৷' অন্যদিকে নিকও শেয়ার করেছেন একটি ভিডিয়ো । সেখানে লাইভ মিউজিক চলাকালীন তাঁর পাশে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে ৷ নিক প্রিয়াঙ্কা বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2018 সালের ডিসেম্বর মাসে । গতবছর মা হন প্রিয়াঙ্কা চোপড়া ৷

আরও পড়ুন: 'ডাকঘর' নিয়ে কী বললেন দিতিপ্রিয়া, সুহোত্র এবং কাঞ্চন?

এই ভ্যালেন্টাইন ডে তো সত্যিই স্পেশাল প্রিয়াঙ্কার জন্য ৷ কারণ প্রেমের এই দিনেই সামনে এল তাঁর আসন্ন হলিউডি ছবি 'লভ অ্যাগেন'-এর ট্রেলারও সামনে এল ৷ এই ট্রেলারটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন নায়িকা ৷ এছাড়া আগামী দিনে তাঁকে দেখা যাবে বলিউডি ছবিতেও ৷ তাঁর এই নতুন ছবির নাম 'জি লে জারা' ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷

হায়দরাবাদ, 15 ফেব্রুয়ারি: প্রেম দিবসের রেশ চলতে থাকে তার পরের কয়েকদিনও ৷ তাঁদের প্রিয়জনের সঙ্গে এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারকাদের অনেকেই ৷ আর তাঁরাই এখন সামাজিক মাধ্যমে শেয়ার করছেন সেইসব ছবি ৷ অনুরাগীরাও ভীষণ খুশি তাঁদের প্রিয় তারকাদের ভ্যালেন্টাইনের ডায়েরির কিছু ঝলক দেখতে পেয়ে ৷ ব্যতিক্রম নন হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়াও ৷ তিনিও এই বিশেষ দিনটিতে শেয়ার করেছেন তাঁর এবং নিকের বেশকিছু মুহূর্ত (Priyanka Chopra Nick Jonas valentines day videos) ৷

Priyanka Nick Valentines Day Celebration
ভ্য়ালেন্টাইন ডে উদযাপনে মেতে উঠলেন নিকইয়াঙ্কা

নিকইয়াঙ্কার নানান ছবি, ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় ৷ তাঁদের কর্মকাণ্ডের আপডেট ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিতে ভালোবাসেন প্রিয়াঙ্কা নিজেও ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন নিকের সঙ্গে কাটানো প্রতিটা দিনই তাঁর কাছে ভ্যালেন্টাইনস ডে । কারণ নিকই তাঁর হৃদয় ৷ ভ্যালেন্টাইন ডে-তে মোট দু'টি ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ একটি ছবিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার পিন্টো লেকের ধারে মেয়ে মালতিকে হাঁস দেখাচ্ছেন পিগি চপস ৷ আর অন্যটিতে দেখা যায়, প্রিয়াঙ্কা রয়েছেন তাঁর স্বামী নিকের সঙ্গে ৷

ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'আমার চিরকালের ভ্যালেটাইনস তোমায় এবং তোমার ভালোবাসার জনকে ভ্যালেনটাইনস ডের শুভেচ্ছা ৷' অন্যদিকে নিকও শেয়ার করেছেন একটি ভিডিয়ো । সেখানে লাইভ মিউজিক চলাকালীন তাঁর পাশে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে ৷ নিক প্রিয়াঙ্কা বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2018 সালের ডিসেম্বর মাসে । গতবছর মা হন প্রিয়াঙ্কা চোপড়া ৷

আরও পড়ুন: 'ডাকঘর' নিয়ে কী বললেন দিতিপ্রিয়া, সুহোত্র এবং কাঞ্চন?

এই ভ্যালেন্টাইন ডে তো সত্যিই স্পেশাল প্রিয়াঙ্কার জন্য ৷ কারণ প্রেমের এই দিনেই সামনে এল তাঁর আসন্ন হলিউডি ছবি 'লভ অ্যাগেন'-এর ট্রেলারও সামনে এল ৷ এই ট্রেলারটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন নায়িকা ৷ এছাড়া আগামী দিনে তাঁকে দেখা যাবে বলিউডি ছবিতেও ৷ তাঁর এই নতুন ছবির নাম 'জি লে জারা' ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷

Last Updated : Feb 15, 2023, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.