ETV Bharat / entertainment

Vijay First Look: অনস্ক্রিন শত্রুকে চিনিয়ে দিলেন শাহরুখ, প্রকাশ্যে বিজয়ের ফার্স্ট লুক - Vijay First Look

'জওয়ান' ছবিতে কেমন হতে চলেছে বিজয় সেতুপতির লুক ? এবার সামনে এল উত্তর ৷ নিজেই তাঁর অনস্ক্রিন শত্রুকে চিনিয়ে দিলেন শাহরুখ খান ৷

Vijay First Look
সামনে এল 'জওয়ান' ছবি থেকে বিজয় সেতুপতির লুক
author img

By

Published : Jul 24, 2023, 6:53 PM IST

হায়দরাবাদ, 24 জুলাই: অবশেষে অপেক্ষার অবসান! সামনে এল শাহরুখের 'জওয়ান' ছবির মূল খলনায়ক বিজয় সেতুপতির লুক ৷ ছবির ট্রেলার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ তবে সেখানে বিজয়কে খুব বেশি সামনে আনেননি নির্মাতারা ৷ বরং শোয়ের সমস্ত আলো একাই চুরি করে নিয়েছেন কিং খান ৷ কখনও তাঁর মাথাভরা টাক সকলকে চমকে দিয়ে তিনি নেচে উঠছেন 'বেকরার করকে হামে' গানে ৷ আবার কখনও তিনি আবার ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আক্রমণ শানাচ্ছেন বর্শা হাতে ৷

'জওয়ান' ছবিতে মূল অ্যান্টাগনিস্টের ভূমিকায় দেখা যাবে বিজয়কে ৷ এই ছবির হাত ধরেই শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন অভিনেতা ৷ আর পোস্টারে তাঁর যে লুক সামনে এসেছে তাতে স্পষ্টতই বোঝা যায় বেশ দাপুটে ভিলেনই হতে চলেছেন বিজয় ৷ চোখে কালো চশমা, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি আর কঠিন মুখ দেখেই বোঝা যায় প্রয়োজনে মানুষটা ঠিক কতটা কঠিন হতে পারে ৷ পোস্টারের তাঁকে বর্ণনা করা হয়েছে 'মৃত্যুর দূত' হিসাবে ৷ আর অন্য়দিকে তাঁর অনস্ক্রিন শত্রুর ছবির ক্যাপশানে শাহরুখ লিখেছেন, "ও এসে গিয়েছে ৷ ওকে থামানোর কেউ নেই ? নাকি আছে ? সতর্ক থাকুন ৷"

ছবির যেটুকু ঝলক এখনও পর্যন্ত সামনে এসেছে তাতে অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখকে দেখা যাবে তাঁর অ্যাকশন অবতারে ৷ 'পাঠান' ছবির বিপুল সাফল্য়ের পর সেই ফর্মুলা এখানেও অনুসরণ করছেন কিং খান ৷ ঠিক যেমন আগের ছবিতে খলনায়ক ছিলেন জন আব্রাহাম ৷ আর এই ছবিতে খলনায়ক দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি ৷ তবে মূল টুইস্ট অবশ্যই শাহরুখের দ্বিতীয় অবতারটি ৷

আরও পড়ুন: খালি গায়ে ক্যামেরাবন্দি রণবীর! আবেগ ধরে রাখতে পারলেন না দীপিকা

শাহরুখের সঙ্গে এই ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও ৷ অন্যদিকে আবার ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও ৷ তাঁর সঙ্গে থাকবেন প্রিয়ামণি, শানায়া মালহোত্রা, যোগী বাবু, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা এবং আস্থা আগরওয়াল ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

হায়দরাবাদ, 24 জুলাই: অবশেষে অপেক্ষার অবসান! সামনে এল শাহরুখের 'জওয়ান' ছবির মূল খলনায়ক বিজয় সেতুপতির লুক ৷ ছবির ট্রেলার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ তবে সেখানে বিজয়কে খুব বেশি সামনে আনেননি নির্মাতারা ৷ বরং শোয়ের সমস্ত আলো একাই চুরি করে নিয়েছেন কিং খান ৷ কখনও তাঁর মাথাভরা টাক সকলকে চমকে দিয়ে তিনি নেচে উঠছেন 'বেকরার করকে হামে' গানে ৷ আবার কখনও তিনি আবার ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আক্রমণ শানাচ্ছেন বর্শা হাতে ৷

'জওয়ান' ছবিতে মূল অ্যান্টাগনিস্টের ভূমিকায় দেখা যাবে বিজয়কে ৷ এই ছবির হাত ধরেই শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন অভিনেতা ৷ আর পোস্টারে তাঁর যে লুক সামনে এসেছে তাতে স্পষ্টতই বোঝা যায় বেশ দাপুটে ভিলেনই হতে চলেছেন বিজয় ৷ চোখে কালো চশমা, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি আর কঠিন মুখ দেখেই বোঝা যায় প্রয়োজনে মানুষটা ঠিক কতটা কঠিন হতে পারে ৷ পোস্টারের তাঁকে বর্ণনা করা হয়েছে 'মৃত্যুর দূত' হিসাবে ৷ আর অন্য়দিকে তাঁর অনস্ক্রিন শত্রুর ছবির ক্যাপশানে শাহরুখ লিখেছেন, "ও এসে গিয়েছে ৷ ওকে থামানোর কেউ নেই ? নাকি আছে ? সতর্ক থাকুন ৷"

ছবির যেটুকু ঝলক এখনও পর্যন্ত সামনে এসেছে তাতে অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখকে দেখা যাবে তাঁর অ্যাকশন অবতারে ৷ 'পাঠান' ছবির বিপুল সাফল্য়ের পর সেই ফর্মুলা এখানেও অনুসরণ করছেন কিং খান ৷ ঠিক যেমন আগের ছবিতে খলনায়ক ছিলেন জন আব্রাহাম ৷ আর এই ছবিতে খলনায়ক দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি ৷ তবে মূল টুইস্ট অবশ্যই শাহরুখের দ্বিতীয় অবতারটি ৷

আরও পড়ুন: খালি গায়ে ক্যামেরাবন্দি রণবীর! আবেগ ধরে রাখতে পারলেন না দীপিকা

শাহরুখের সঙ্গে এই ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও ৷ অন্যদিকে আবার ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও ৷ তাঁর সঙ্গে থাকবেন প্রিয়ামণি, শানায়া মালহোত্রা, যোগী বাবু, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা এবং আস্থা আগরওয়াল ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.