ETV Bharat / entertainment

The Vaccine War Release Date: বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির মুক্তি সেপ্টেম্বরে - বদলে গেল তারিখ

বদলে গেল তারিখ ৷ স্বাধীনতা দিবসে নয় সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷

Pic Vivek Ranjan Agnihotri
হাজির দ্য ভ্যাকসিন ওয়ার ছবির মুক্তির তারিখ
author img

By

Published : Aug 15, 2023, 8:22 PM IST

হায়দরাবাদ, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে নতুন ছবির খবরাখবর নিয়ে হাজির হচ্ছেন অনেকেই ৷ সিদ্ধার্থ আনন্দ তাঁর নতুন ছবি 'ফাইটার'-এর লুক সামনে এনেছেন ৷ অন্যদিকে দেবের 'বাঘা যতীন' ছবির হিন্দি প্রি-টিজারও মুক্তি পেয়েছে মঙ্গলবারই ৷ আর এবার মুক্তি পেল বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ একইসঙ্গে সামনে এসেছে ছবি মুক্তির দিনক্ষণও ৷ বিবেক আজ নিজেই শেয়ার করেছেন তাঁর নতুন ছবির ঝলক ৷

29 সেকেন্ডের এই ঝলকে দেখা গিয়েছে পল্লবী যোশি, নানা পাটেকরের মতো অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক ৷ ভিডিয়োর শুরু থেকেই দেখা যায় ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ঝলক ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 28 সেপ্টেম্বর ৷ এর আগে অবশ্য় স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ৷ কিন্তু সেই তারিখ এদিন পিছিয়ে দিলেন নির্মাতারা ৷

এদিন ছবির ঝলক শেয়ার করে বিবেক লেখেন, "প্রিয় বন্ধুরা, আপনাদের ছবি দ্য ভ্যাকসিন ওয়ার-এ ট্রু স্টোরি সারা বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷ আমাদের আশীর্বাদ করুন ৷" করোনা ভাইরাসের প্রকোপ থেকে বিশ্বকে বাঁচাতে একমাত্র উপায় ছিল ভ্যাকসিন ৷ আর এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য় দিনরাত এক করে দিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানীরা ৷ তাঁদের সেই সংগ্রামকেই তুলে ধরবে এই কাহিনি ৷

আরও পড়ুন:বাংলা প্রি টিজারের বিপুল সাফল্যের পর স্বাধীনতা দিবসে মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির হিন্দি ঝলক

ছবিটি প্রযোজনা করেছেন অভিনেত্রী পল্লবী যোশি ৷ আর এই ছবিতে দেখা যাবে বলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে ৷ তালিকায় রয়েছেন, অনুপম খের, সপ্তমী গড়া, রাইমা সেনের মতো তারকারা ৷ ছবির মূল গল্প যদিও এখনও সামনে আসেনি ৷ তবে এই ছবি নিয়ে উৎসাহ যে যথেষ্ট, তা বলাইবাহুল্য ৷ জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বিবেকের আগের কাজ 'দ্য কাশ্মীর ফাইলস' ছিল বিতর্কিত ৷ এবার এই ছবিতে তিনি দর্শকদের মন জয় করতে পারেন কি না, সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে নতুন ছবির খবরাখবর নিয়ে হাজির হচ্ছেন অনেকেই ৷ সিদ্ধার্থ আনন্দ তাঁর নতুন ছবি 'ফাইটার'-এর লুক সামনে এনেছেন ৷ অন্যদিকে দেবের 'বাঘা যতীন' ছবির হিন্দি প্রি-টিজারও মুক্তি পেয়েছে মঙ্গলবারই ৷ আর এবার মুক্তি পেল বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ একইসঙ্গে সামনে এসেছে ছবি মুক্তির দিনক্ষণও ৷ বিবেক আজ নিজেই শেয়ার করেছেন তাঁর নতুন ছবির ঝলক ৷

29 সেকেন্ডের এই ঝলকে দেখা গিয়েছে পল্লবী যোশি, নানা পাটেকরের মতো অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক ৷ ভিডিয়োর শুরু থেকেই দেখা যায় ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ঝলক ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 28 সেপ্টেম্বর ৷ এর আগে অবশ্য় স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ৷ কিন্তু সেই তারিখ এদিন পিছিয়ে দিলেন নির্মাতারা ৷

এদিন ছবির ঝলক শেয়ার করে বিবেক লেখেন, "প্রিয় বন্ধুরা, আপনাদের ছবি দ্য ভ্যাকসিন ওয়ার-এ ট্রু স্টোরি সারা বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷ আমাদের আশীর্বাদ করুন ৷" করোনা ভাইরাসের প্রকোপ থেকে বিশ্বকে বাঁচাতে একমাত্র উপায় ছিল ভ্যাকসিন ৷ আর এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য় দিনরাত এক করে দিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানীরা ৷ তাঁদের সেই সংগ্রামকেই তুলে ধরবে এই কাহিনি ৷

আরও পড়ুন:বাংলা প্রি টিজারের বিপুল সাফল্যের পর স্বাধীনতা দিবসে মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির হিন্দি ঝলক

ছবিটি প্রযোজনা করেছেন অভিনেত্রী পল্লবী যোশি ৷ আর এই ছবিতে দেখা যাবে বলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে ৷ তালিকায় রয়েছেন, অনুপম খের, সপ্তমী গড়া, রাইমা সেনের মতো তারকারা ৷ ছবির মূল গল্প যদিও এখনও সামনে আসেনি ৷ তবে এই ছবি নিয়ে উৎসাহ যে যথেষ্ট, তা বলাইবাহুল্য ৷ জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বিবেকের আগের কাজ 'দ্য কাশ্মীর ফাইলস' ছিল বিতর্কিত ৷ এবার এই ছবিতে তিনি দর্শকদের মন জয় করতে পারেন কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.