ETV Bharat / entertainment

Vishal on Kajol: মুখার্জি বাড়ির মেয়ে কাজলকে ভয় পান বিশাল জেঠওয়া - Vishal Jethwa Shares His Thoughts on Salaam Venky

মুখার্জি বাড়ির মেয়েদের ভয় পান বিশাল জেঠওয়া ৷ তিনি বলেন, "আমি এমনিতেই মুখার্জিদের ভয় পাই । 'মর্দানি টু'-তে রানি মুখার্জি আমার যে হাল করেছিলেন তা তো সবাই জানেন । তাই সামলে চলেছি (Vishal Jethwa Shares His Thoughts on Kajol )।"

Salaam Venki
মুখার্জি বাড়ির মেয়ে কাজলকে ভয় পান বিশাল জেঠওয়া
author img

By

Published : Dec 6, 2022, 10:21 AM IST

Updated : Dec 7, 2022, 7:25 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর: রেবতী পরিচালিত হিন্দি ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে সপ্তাহের শুরুতেই কলকাতায় হাজির কাজল । তাঁর সহ অভিনেতা বিশাল জেঠওয়া এবং পরিচালক রেবতীও এদিন হাজির ছিলেন প্রচারে । 9 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'সালাম ভেঙ্কি'। মা ও ছেলের সম্পর্কের গল্প বলে এই ছবি। শ্রীকান্ত মূর্তির উপন্যাস ‘দ্য লাস্ট হুরে’-র আদলে এই ছবি তৈরি করেছেন রেবতী মেনন । এই ছবিতে কাজলের চরিত্রের নাম সুজাতা । তার ছেলে ভেঙ্কি খুব অসুস্থ । সেই যন্ত্রণা এবং লড়াইয়ের গল্পই তুলে ধরে এই ছবি ৷

উল্লেখ্য, এই ছবির অফার প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন কাজল । কারণ তিনি এমন কোনও মায়ের ভূমিকায় অভিনয় করতে চাননি যেখানে সেই মায়ের সন্তান খুব কষ্টে ও যন্ত্রণায় থাকবে । পরে রেবতী ছবির গোটা বিষয়টা বুঝিয়ে বলায় রাজি হন কাজল (Kajol on Salaam Venky)। এদিন কলকাতায় এসে অভিনেত্রী বলেন, "প্রায় পাঁচ বছর পর আমি কলকাতায় এলাম । এখানে এলেই ভালো লাগে। এখানে এলে আমি ভালো ভালো খাবার খাই। আজও সেটাই হল আর তারপরে একটা লম্বা ঘুম দিয়ে এলাম প্রেস কনফারেন্সে "৷

Vishal on Kajol
রেবতী পরিচালিত হিন্দি ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে সপ্তাহের শুরুতেই কলকাতায় হাজির কাজল

বিশাল জেঠওয়া এদিন কথা শুরু করেন বাংলায় । সকলকে ভালোবাসা বাংলাতেই জানান অভিনেতা ৷ তাঁর মুখে "তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি"৷ শুনতে বেশ ভালোই লাগল অনুরাগীদের ৷ বিশাল বলেন, "কাজল আমার সহ-অভিনেত্রী নন । উনি সহ-তারকা ৷ ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কার না ভালো হয়? খুব নার্ভাস ছিলাম কাজ করার সময় । উনি এখানে আমার মায়ের চরিত্রে । তাই মাকে তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না । তাই ভেঙ্কি (চরিত্রের নাম) তার মা সুজাতাকে (কাজল) ভয় পায় না । তবে, বিশাল, কাজলকে ভয় পায় (Vishal Jethwa Shares His Thoughts on Salaam Venky)।"

আরও পড়ুন: পরিচালকের সঙ্গে 'সালাম ভেঙ্কি' ছবির প্রচারে তিলোত্তমায় কাজল

এই প্রসঙ্গে তিনি 'মর্দানি টু' ছবির রেশ টেনে বিশাল মজা করে বলেন, "আমি এমনিতেই মুখার্জিদের ভয় পাই । 'মর্দানি টু'-তে রানি মুখার্জি আমার যে হাল করেছিলেন তা তো সবাই জানেন । তাই সামলে চলেছি । এখানে মুখার্জি বাড়ির মেয়ে আমার মা । তাই তেমন কিছু ঘটেনি । আর 'মর্দানি টু'-তে মুখার্জি কন্যে আমায় শাস্তি দিতে মরিয়া হয়ে উঠেছিলেন । আর আমি শাস্তিটা শেষ পর্যন্ত পাই । দুটো দু'রকমের ছবি । কিন্তু অভিজ্ঞতা দারুণ (Vishal Jethwa Shares His Thoughts on Kajol )।"

কলকাতা, 5 ডিসেম্বর: রেবতী পরিচালিত হিন্দি ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে সপ্তাহের শুরুতেই কলকাতায় হাজির কাজল । তাঁর সহ অভিনেতা বিশাল জেঠওয়া এবং পরিচালক রেবতীও এদিন হাজির ছিলেন প্রচারে । 9 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'সালাম ভেঙ্কি'। মা ও ছেলের সম্পর্কের গল্প বলে এই ছবি। শ্রীকান্ত মূর্তির উপন্যাস ‘দ্য লাস্ট হুরে’-র আদলে এই ছবি তৈরি করেছেন রেবতী মেনন । এই ছবিতে কাজলের চরিত্রের নাম সুজাতা । তার ছেলে ভেঙ্কি খুব অসুস্থ । সেই যন্ত্রণা এবং লড়াইয়ের গল্পই তুলে ধরে এই ছবি ৷

উল্লেখ্য, এই ছবির অফার প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন কাজল । কারণ তিনি এমন কোনও মায়ের ভূমিকায় অভিনয় করতে চাননি যেখানে সেই মায়ের সন্তান খুব কষ্টে ও যন্ত্রণায় থাকবে । পরে রেবতী ছবির গোটা বিষয়টা বুঝিয়ে বলায় রাজি হন কাজল (Kajol on Salaam Venky)। এদিন কলকাতায় এসে অভিনেত্রী বলেন, "প্রায় পাঁচ বছর পর আমি কলকাতায় এলাম । এখানে এলেই ভালো লাগে। এখানে এলে আমি ভালো ভালো খাবার খাই। আজও সেটাই হল আর তারপরে একটা লম্বা ঘুম দিয়ে এলাম প্রেস কনফারেন্সে "৷

Vishal on Kajol
রেবতী পরিচালিত হিন্দি ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে সপ্তাহের শুরুতেই কলকাতায় হাজির কাজল

বিশাল জেঠওয়া এদিন কথা শুরু করেন বাংলায় । সকলকে ভালোবাসা বাংলাতেই জানান অভিনেতা ৷ তাঁর মুখে "তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি"৷ শুনতে বেশ ভালোই লাগল অনুরাগীদের ৷ বিশাল বলেন, "কাজল আমার সহ-অভিনেত্রী নন । উনি সহ-তারকা ৷ ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কার না ভালো হয়? খুব নার্ভাস ছিলাম কাজ করার সময় । উনি এখানে আমার মায়ের চরিত্রে । তাই মাকে তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না । তাই ভেঙ্কি (চরিত্রের নাম) তার মা সুজাতাকে (কাজল) ভয় পায় না । তবে, বিশাল, কাজলকে ভয় পায় (Vishal Jethwa Shares His Thoughts on Salaam Venky)।"

আরও পড়ুন: পরিচালকের সঙ্গে 'সালাম ভেঙ্কি' ছবির প্রচারে তিলোত্তমায় কাজল

এই প্রসঙ্গে তিনি 'মর্দানি টু' ছবির রেশ টেনে বিশাল মজা করে বলেন, "আমি এমনিতেই মুখার্জিদের ভয় পাই । 'মর্দানি টু'-তে রানি মুখার্জি আমার যে হাল করেছিলেন তা তো সবাই জানেন । তাই সামলে চলেছি । এখানে মুখার্জি বাড়ির মেয়ে আমার মা । তাই তেমন কিছু ঘটেনি । আর 'মর্দানি টু'-তে মুখার্জি কন্যে আমায় শাস্তি দিতে মরিয়া হয়ে উঠেছিলেন । আর আমি শাস্তিটা শেষ পর্যন্ত পাই । দুটো দু'রকমের ছবি । কিন্তু অভিজ্ঞতা দারুণ (Vishal Jethwa Shares His Thoughts on Kajol )।"

Last Updated : Dec 7, 2022, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.