হায়দরাবাদ, 10 এপ্রিল: এতদিন দক্ষিণী ছবির রিমেক দেখেছিল বাংলা, এবার বাংলা ছবির গল্প নিয়ে তৈরি হয়েছে দক্ষিণী ছবি ৷ 2019-এ মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ভিঞ্চি দা' ৷ রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার অভিনীত মার্ডার মিস্ট্রি এই ছবি দর্শক মনে আলোড়ন তুলেছিল ৷ বক্স অফিসে লাভের মুখ দেখিয়েছিল এই ছবি ৷ এবার ভিঞ্চি দা মুক্তি পেয়েছে তেলুগু-তে ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশাল মাধ্যমে জানিয়েছেন সেই কথাই ৷
-
#VinciDa remade into Telugu biggie. Tables turned for once!:) @SVFsocial @iammony @ActorRudranil @AnirbanSpeaketh @sohinisarkar01 #RitwikChakraborty @aroyfloyd @iindraadip pic.twitter.com/8jd0JeUpA5
— Srijit Mukherji (@srijitspeaketh) April 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#VinciDa remade into Telugu biggie. Tables turned for once!:) @SVFsocial @iammony @ActorRudranil @AnirbanSpeaketh @sohinisarkar01 #RitwikChakraborty @aroyfloyd @iindraadip pic.twitter.com/8jd0JeUpA5
— Srijit Mukherji (@srijitspeaketh) April 10, 2023#VinciDa remade into Telugu biggie. Tables turned for once!:) @SVFsocial @iammony @ActorRudranil @AnirbanSpeaketh @sohinisarkar01 #RitwikChakraborty @aroyfloyd @iindraadip pic.twitter.com/8jd0JeUpA5
— Srijit Mukherji (@srijitspeaketh) April 10, 2023
সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ভিঞ্চি দা ৷ একজন আর্ট শিল্পী যিনি মুখোশ বানাতে পারেন ৷ তিনি শিখেছিলেন তাঁর বাবার কাছে ৷ কিন্তু সময়ের ঘাত-প্রতিঘাতে সেই শিল্পী কীভাবে একজন খুনি হয়ে ওঠেন ৷ সেই কাহিনি নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷ রুদ্রনীল ও ঋত্বিকের টানটান রুদ্ধশ্বাস অভিনয় লোম খাঁড়া করে দেয় দর্শকদের ৷ অন্যদিকে খুনের জট খোলার জন্য পুলিশ অফিসার অনির্বাণের তুখোড় বুদ্ধিরও প্রশংসা করতে হয় ৷ সবমিলিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছিলেন একটা মাস্টার পিস ৷ সেই ছবিই এবার তেলুগুতে তৈরি হয়েছে ৷ পোস্টারে দেখা গিয়েছে লিড হিরোর ছবিও ৷
আরও পড়ুন: 'কিসি কা ভাই কিসি কি জান' ট্রেলারের আগেই সামনে এল সলমনের নতুন ছবি
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন সেই খবর ৷ টুইটে তিনি লিখেছেন, "ভিঞ্চি দা তেলুগুতে তৈরি হয়েছে ৷" শেয়ার করেছেন ছবির পোস্টারও ৷ তেলুগুতে এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুধীর ভার্মা ৷ ছবির নাম 'রাবানাসুরা' ৷ মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার রবি তেজা ৷ প্রেক্ষাগৃহে রাবানাসুরা মুক্তি পেয়েছ 7 এপ্রিল ৷ ইতিমধ্যেই প্রথম সপ্তাহে এই ছবি প্রায় 18 কোটি টাকার ব্যবসাও করে নিয়েছে ৷ তেলুগুতে রবি তেজার চরিত্রের নাম রবীন্দ্র ৷ বাংলায় 'ভিঞ্চি দা'-তে আদি বোসকে যে চরিত্রে দেখা গিয়েছে রবি তেজা সেটাই ফুটিয়ে তুলেছেন ৷ রবীন্দ্র একজন জুনিয়র আইনজীবী ৷ একদিন এক ক্লায়েন্ট আইনজীবী রবীন্দ্রকে অনুরোধ করেন, একটা খুনের ঘটনায় তাঁর বাবাকে নিরাপরাধ প্রমাণ করার জন্য ৷ রবীন্দ্র সেই কাজটা হাতে নেওয়ার পরেই ঘটতে থাকে একের পর এক খুনের ঘটনা ৷ এসিপি হনুমাথ রাও খুনের তদন্ত শুরু করেন ৷ এই চরিত্রে দেখা গিয়েছে জয়ারামকে ৷ তারপর কী হয়, কীভাবে হয় ভিঞ্চি দা যাঁরা দেখেছেন তাঁরা সকলেই জানেন ৷ আর যাঁরা এখনও দেখেননি, দেখে নিতে পারেন তবে সেটা বাংলায় না তেলুগুতে, পছন্দ আপনার ৷