হায়দরাবাদ, 21 নভেম্বর: বিধু বিনোদ চোপড়া, 'মুন্না ভাই এমবিবিএস', 'পিকে', 'থ্রি ইডিয়টস'-এর মতো একাধিক জনপ্রিয় ছবির নির্মাতাদের তালিকায় নাম রয়েছে তাঁর ৷ তবে বর্তমানে তিনি প্রচারের আলোয় উঠে এসেছেন তাঁর 'টুয়েলভথ ফেল' ছবির জন্য় ৷ ছবির মূল লাইন একটাই 'রিস্টার্ট' ৷ অর্থাৎ নতুন করে আবার শুরু করার সুযোগ থাকে সব বয়সেই ৷ ঠিক যেমন করেছিলেন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা ৷ মনোজের জীবনের ওপর আধারিত এই কাহিনি প্রশংসা কুড়িয়েছে সকলের ৷ বক্স অফিসেও সফল এই কাহিনি ৷ মনোজের লড়াই মন ছুঁয়ে গিয়েছে সকলের ৷ মঙ্গলবার ছবির আসল নায়ককে প্রশংসায় ভরালেন 'রিল লাইফ মনোজ' বিক্রান্ত মেসি ৷
বিক্রান্ত এদিন সোশালে শেয়ার করেছেন তাঁর এবং মনোজ শর্মার একটি ছবি ৷ ছবির ক্যাপশানে একটি দীর্ঘ বার্তা দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "যাঁরা কথা অনুযায়ী কাজ করে খুব কমই এমন লোকের সঙ্গে দেখা হয় ৷ সাফল্য়-ব্যর্থতা যাই আসুক না কেন তাঁদের পা মাটিতেই থাকে ৷ তাঁরা হৃদয়বান আর সবসময় মাথা উঁচু করে বাঁচেন ৷ আমি ভাগ্যবান যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল ৷ আপনি ছিলেন তাই এই ছবিটা বাস্তব হয়ে উঠতে পেরেছে ৷ আমাদের দেখা হওয়ার আগেই বইয়ের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষকে অনুুপ্রেরণা দিয়েছেন ৷ হিন্দি সাহিত্যে ইতিমধ্য়েই বইটা একটা ক্লাটক্লাসিক হয়ে গিয়েছে ৷ "
তিনি আরও লেখেন, "আমার সঙ্গে আপনার দেখা হওয়ার পর, দীর্ঘ সময় কাটানোর পর আর আপনার পরিবারের সঙ্গে কথা বলার পর এখন আমি জানি কেন (বইটি এত সফল)৷ আপনি শুধু আমায় রিস্টার্ট মোমেন্টটা খুঁজে দেননি ৷ পাশাপাশি আমি পেয়েছি একজন দাদা এবং একজন মেন্টরকে ৷ সেই মানুষ হয়ে ওঠার একটা ব্লু প্রিন্টও পেয়েছি যা আমি হতে চাই ৷ ছবিতে যেমন মনোজ দূষন্ত্য সিংকে বলেন, স্যার আমি আপনার মতো হতে চাই ৷ আপনাকে জানার পর, বারবার এই কথা বলার পরেও আমি আবার বলতে চাই স্য়ার আমি আপনার মতো হতে চাই ৷"
মনোজ শর্মার কাহিনি নিয়ে তৈরি এই ছবি তুলে ধরে দ্বাদশ শ্রেণিতে ফেল করা এক ছাত্রের অদম্য লড়াইয়ের কাহিনি ৷ প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটি প্রথমে আইপিএস-এর অর্থই ঠিকমতো জানত না ৷ কিন্তু অদম্য পরিশ্রমে সে নিজেকে তুলে ধরে লড়াইয়ের ময়দানে ৷ ইতিমধ্যেই 35 কোটিরও বেশি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷
আরও পড়ুন: