ETV Bharat / entertainment

Vikram Vedha: একশোরও বেশি দেশে 5640টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'বিক্রম বেদা'

দেশ-বিদেশের মোট 5640টি স্ক্রিনে শুক্রবার মুক্তি পেতে চলেছে 'বিক্রম বেদা' (Vikram Vedha Movie Screening )৷

Vikram Vedha
একশোরও বেশি দেশে 5640টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'বিক্রম বেদা'
author img

By

Published : Sep 30, 2022, 11:59 AM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর: দেশ এবং বিদেশ জুড়ে মোট 5640টি স্ক্রিনে শুক্রবার মুক্তি পেতে চলেছে 'বিক্রম বেদা' (Vikram Vedha Movie Screening )৷ হৃতিক রোশন এবং সইফ আলি খানের এই ছবি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরণ আদর্শের মতো সমালোচকরা ৷ তাঁদের রিভিউ অনুযায়ী, পর্দায় সইফ-হৃতিকের 'টম অ্যান্ড জেরি' ব্য়াটেল বেশ জমে উঠেছে ৷ তবে দর্শকরা কেমন ভাবে নেন এই ছবিটিকে তা জানা যাবে আজ থেকেই ৷ যদিও নেটপাড়তেও উচ্ছ্বাস কম নেই এই নিয়ে ৷

ছবিটি ভারতে 4007টি স্ক্রিনে এবং 104টি দেশের মোট 1633টি স্ক্রিনে মুক্তি পাবে (Vikram Vedha released worldwide)। এই ছবির প্রি বুকিংও বেশ ভালো বলেই খবর (Vikram Vedhas record number of screens )৷ তাই প্রথম দিনের আয়ের ক্ষেত্রে রেকর্ড হতে পারে বলে অনুমান করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা । উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-সহ 22টি ইউরোপীয় এবং 27টি আফ্রিকান দেশে মুক্তি পাবে 'বিক্রম বেদা' ৷ আদতে এটি তামিল ছবি 'বিক্রম বেদ'-এর হিন্দি রিমেক এটি। পরিচালক পুস্কর এবং গায়েত্রীর হাত ধরে টি সিরিজের ব্যানারে মুক্তি পাবে এই ক্রাইম থ্রিলার ৷

হৃতিক রোশন এবং সইফ আলি খান দুই তারকাকেই এই ছবিতে দেখা যাবে এক্কেবারে অ্যাকশন মুডে ৷ একজন তথাকথিত অপরাধী এবং একজন কড়া পুলিশ অফিসারের দ্বৈরথ তুলে ধরবে এই ছবি ৷ (Hrithik Saif New Film Vikram Vedha)৷ একজন কড়া পুলিশ অফিসার ততধিক চালাক গ্যাংস্টারকে (Hrithik Roshan in Vikram Vedha) ধরতে কী কী করেন সেটাই দেখার এই ছবিতে ৷

আরও পড়ুন: কলকাতার পর এবার মুম্বই! আত্মহত্যার পথ বেছে নিলেন আরও এক মডেল

বেদার চরিত্রে রয়েছেন হৃতিক আর পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে (Saif Ali Khan in vikram vedha)৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তেও ৷ এখানে পুলিশ অফিসার বিক্রম প্রশাসনিক উর্দি পড়ে এনকাউন্টার করেন ৷ দেশকে অপরাধীমুক্ত করতে তাঁর পদক্ষেপ সঠিক বলে বিশ্বাসও করেন ৷ অন্যদিকে এক গ্যাংস্টার বেদও মানুষ খুন করেন ৷ আর তাঁরও ভাবনা সমাজের নোংরা তিনি সাফ করছেন ৷ ছবির প্রথম ঝলকেই বোঝা গিয়েছে অ্যাকশন আর প্রেমের ভরপুর মশলা রয়েছে(Vikram Vedha Trailer Out) ৷ শেষমেশ ছবিটি দর্শকদের মন কতটা কাড়তে পারে সেটাই দেখার ।

মুম্বই, 30 সেপ্টেম্বর: দেশ এবং বিদেশ জুড়ে মোট 5640টি স্ক্রিনে শুক্রবার মুক্তি পেতে চলেছে 'বিক্রম বেদা' (Vikram Vedha Movie Screening )৷ হৃতিক রোশন এবং সইফ আলি খানের এই ছবি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরণ আদর্শের মতো সমালোচকরা ৷ তাঁদের রিভিউ অনুযায়ী, পর্দায় সইফ-হৃতিকের 'টম অ্যান্ড জেরি' ব্য়াটেল বেশ জমে উঠেছে ৷ তবে দর্শকরা কেমন ভাবে নেন এই ছবিটিকে তা জানা যাবে আজ থেকেই ৷ যদিও নেটপাড়তেও উচ্ছ্বাস কম নেই এই নিয়ে ৷

ছবিটি ভারতে 4007টি স্ক্রিনে এবং 104টি দেশের মোট 1633টি স্ক্রিনে মুক্তি পাবে (Vikram Vedha released worldwide)। এই ছবির প্রি বুকিংও বেশ ভালো বলেই খবর (Vikram Vedhas record number of screens )৷ তাই প্রথম দিনের আয়ের ক্ষেত্রে রেকর্ড হতে পারে বলে অনুমান করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা । উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-সহ 22টি ইউরোপীয় এবং 27টি আফ্রিকান দেশে মুক্তি পাবে 'বিক্রম বেদা' ৷ আদতে এটি তামিল ছবি 'বিক্রম বেদ'-এর হিন্দি রিমেক এটি। পরিচালক পুস্কর এবং গায়েত্রীর হাত ধরে টি সিরিজের ব্যানারে মুক্তি পাবে এই ক্রাইম থ্রিলার ৷

হৃতিক রোশন এবং সইফ আলি খান দুই তারকাকেই এই ছবিতে দেখা যাবে এক্কেবারে অ্যাকশন মুডে ৷ একজন তথাকথিত অপরাধী এবং একজন কড়া পুলিশ অফিসারের দ্বৈরথ তুলে ধরবে এই ছবি ৷ (Hrithik Saif New Film Vikram Vedha)৷ একজন কড়া পুলিশ অফিসার ততধিক চালাক গ্যাংস্টারকে (Hrithik Roshan in Vikram Vedha) ধরতে কী কী করেন সেটাই দেখার এই ছবিতে ৷

আরও পড়ুন: কলকাতার পর এবার মুম্বই! আত্মহত্যার পথ বেছে নিলেন আরও এক মডেল

বেদার চরিত্রে রয়েছেন হৃতিক আর পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে (Saif Ali Khan in vikram vedha)৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তেও ৷ এখানে পুলিশ অফিসার বিক্রম প্রশাসনিক উর্দি পড়ে এনকাউন্টার করেন ৷ দেশকে অপরাধীমুক্ত করতে তাঁর পদক্ষেপ সঠিক বলে বিশ্বাসও করেন ৷ অন্যদিকে এক গ্যাংস্টার বেদও মানুষ খুন করেন ৷ আর তাঁরও ভাবনা সমাজের নোংরা তিনি সাফ করছেন ৷ ছবির প্রথম ঝলকেই বোঝা গিয়েছে অ্যাকশন আর প্রেমের ভরপুর মশলা রয়েছে(Vikram Vedha Trailer Out) ৷ শেষমেশ ছবিটি দর্শকদের মন কতটা কাড়তে পারে সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.