ETV Bharat / entertainment

Vikram Solanki: প্রকাশ্যে বিক্রমের গলা টিপে ধরলেন শোলাঙ্কি ! কারণ জানেন ? - বিক্রম চট্টোপাধ্যায়

অরিত্র সেনের পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'রোড শো ফিল্মস'-এর ব্যানারে আসছে 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)৷ এই ছবিতে ফের জুটিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়কে (Vikram Solanki)৷

Vikram Chatterjee Solanki Roy to act in Sohorer Ushnotomo Dine
প্রকাশ্যে বিক্রমের গলা টিপে ধরলেন শোলাঙ্কি ! কারণ জানেন ?
author img

By

Published : May 25, 2022, 10:16 AM IST

কলকাতা, 25 মে: দর্শকের প্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং শোলাঙ্কি রায় (Solanki Roy) ফের জুটি বাঁধতে চলেছেন পর্দায় । ছোট নয়, বড় পর্দায় । পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'রোড শো ফিল্মস'-এর ব্যানারে আসবে 'শহরের উষ্ণতম দিনে' নামক ছবিটি । পরিচালনায় অরিত্র সেন । ক্যামেরায় বাসুদেব চক্রবর্তী ।

এই ছবির মাধ্যমে পাক্কা পাঁচটি বছর পর ফের স্ক্রিন শেয়ার করবেন ছোট পর্দার একসময়ের হিট জুটি অনুরাগ এবং মেঘলা, থুড়ি বিক্রম এবং শোলাঙ্কি (Vikram Solanki)। 'ইচ্ছে নদী' ধারাবাহিকের মাধ্যমে প্রথম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় শোলাঙ্কির । জুটি হিসেবে পেয়েছিলেন সেই সময়ের টেলি ক্রাশ বিক্রমকে । দুজনের জুটিতে মজেছিল টেলি দর্শক । আর এ বার তাঁদের দেখার পালা বড় পর্দায় ।

Vikram Chatterjee Solanki Roy to act in Sohorer Ushnotomo Dine
বিক্রম শোলাঙ্কি

সোমবার সোশ্যাল মিডিয়ায় দুজনেই নিজেদের একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেন । দুজনের মধ্যে চলে দেদার খুনসুটি, ঝগড়া । নতুন এই ছবির শুটিং শুরুর খবর দিতেই তাঁদের এই ভিডিয়ো । কার নাম আগে বলা হবে বিক্রম-শোলাঙ্কি নাকি শোলাঙ্কি-বিক্রম - এই নিয়েও চলে বেশ কিছুক্ষণ তর্জা । একটা সময় ঝগড়া এমন পর্যায়ে ওঠে যে, শোলাঙ্কি গলা টিপে ধরেন বিক্রমের । সবটাই মজার ছলে অবশ্য ।

Vikram Chatterjee Solanki Roy to act in Sohorer Ushnotomo Dine
শহরের উষ্ণতম দিনের শুটিং শুরু

আরও পড়ুন: Suzi Bhowmik : সমাজের আমাদের নিয়ে সমস্য়া নেই, সমস্যা যাঁরা সমাজ চালায় তাঁদের: সুজি ভৌমিক

শোলাঙ্কি এই মুহূর্তে দর্শকের মন জয় করছেন 'গাঁটছড়া' ধারাবাহিকে খড়ি হিসেবে । সেখানেও তাঁর এবং গৌরব চট্টোপাধ্যায়ের জুটি কামাল দেখাচ্ছে ।

উল্লেখ্য, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় 'বাবা বেবি ও...' ছবিতেও শোলাঙ্কির সাবলীল অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে । এ বার অন্য এক অরিত্রর হাত ধরে তাঁর নতুন যাত্রা শুরু হওয়ার পালা ।

কলকাতা, 25 মে: দর্শকের প্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং শোলাঙ্কি রায় (Solanki Roy) ফের জুটি বাঁধতে চলেছেন পর্দায় । ছোট নয়, বড় পর্দায় । পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'রোড শো ফিল্মস'-এর ব্যানারে আসবে 'শহরের উষ্ণতম দিনে' নামক ছবিটি । পরিচালনায় অরিত্র সেন । ক্যামেরায় বাসুদেব চক্রবর্তী ।

এই ছবির মাধ্যমে পাক্কা পাঁচটি বছর পর ফের স্ক্রিন শেয়ার করবেন ছোট পর্দার একসময়ের হিট জুটি অনুরাগ এবং মেঘলা, থুড়ি বিক্রম এবং শোলাঙ্কি (Vikram Solanki)। 'ইচ্ছে নদী' ধারাবাহিকের মাধ্যমে প্রথম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় শোলাঙ্কির । জুটি হিসেবে পেয়েছিলেন সেই সময়ের টেলি ক্রাশ বিক্রমকে । দুজনের জুটিতে মজেছিল টেলি দর্শক । আর এ বার তাঁদের দেখার পালা বড় পর্দায় ।

Vikram Chatterjee Solanki Roy to act in Sohorer Ushnotomo Dine
বিক্রম শোলাঙ্কি

সোমবার সোশ্যাল মিডিয়ায় দুজনেই নিজেদের একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেন । দুজনের মধ্যে চলে দেদার খুনসুটি, ঝগড়া । নতুন এই ছবির শুটিং শুরুর খবর দিতেই তাঁদের এই ভিডিয়ো । কার নাম আগে বলা হবে বিক্রম-শোলাঙ্কি নাকি শোলাঙ্কি-বিক্রম - এই নিয়েও চলে বেশ কিছুক্ষণ তর্জা । একটা সময় ঝগড়া এমন পর্যায়ে ওঠে যে, শোলাঙ্কি গলা টিপে ধরেন বিক্রমের । সবটাই মজার ছলে অবশ্য ।

Vikram Chatterjee Solanki Roy to act in Sohorer Ushnotomo Dine
শহরের উষ্ণতম দিনের শুটিং শুরু

আরও পড়ুন: Suzi Bhowmik : সমাজের আমাদের নিয়ে সমস্য়া নেই, সমস্যা যাঁরা সমাজ চালায় তাঁদের: সুজি ভৌমিক

শোলাঙ্কি এই মুহূর্তে দর্শকের মন জয় করছেন 'গাঁটছড়া' ধারাবাহিকে খড়ি হিসেবে । সেখানেও তাঁর এবং গৌরব চট্টোপাধ্যায়ের জুটি কামাল দেখাচ্ছে ।

উল্লেখ্য, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় 'বাবা বেবি ও...' ছবিতেও শোলাঙ্কির সাবলীল অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে । এ বার অন্য এক অরিত্রর হাত ধরে তাঁর নতুন যাত্রা শুরু হওয়ার পালা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.