ETV Bharat / entertainment

হাতে হাত রেখে 'ইন্টিমেট ডিনার' শেষে ক্যামেরাবন্দি বিজয়-তমান্না - তমান্না ভাটিয়া

Vijay-Tamannaah: প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়েছে অনেক আগেই ৷ লিউডের দুই লাভ-বার্ড বিজয় ও তমান্না ভাটিয়া আরও একবার নজর কাড়লেন অনুরাগীদের ৷

Etv Bharat
ক্যামেরাবন্দি বিজয়-তমান্না
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 11:03 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর: অনান্য তারকারা যখন নিজের প্রেম জীবন অন্তরালে রাখতে পছন্দ করেন, ঠিক সেই সময়ে নিজেদের ভালোবাসা লুকোতে না-পসন্দ তমান্না ভাটিয়া ও বিজয় বর্মার ৷ এবার মুম্বইয়ের এক রেঁস্তোরায় হাতে হাত ধরে ডিনার ডেট থেকে বেরোতে দেখা গেল বলিউডের লাভ-বার্ডকে ৷

এদিন বিজয়কে দেখা গিয়েছে সাদা শার্টের সঙ্গে কালো টাই ও বল্ু প্যান্টে ৷ ড্যাশিং বিজয়কে দেখে ঘায়েল অনেক মহিলা অনুরাগীরা ৷ অন্যদিকে, তমান্নাকে দেখা গিয়েছে কালো রঙের ফুল লেংথ পোশাকে ৷ সঙ্গে একটি জ্যাকেট ৷ তবে পাপারাৎজিদের নজর আটকেছে দুটি বিষয়ে ৷ এক এদিন তমান্না যে জ্যাকেট পরেছিলেন, তা যে বিজয়ের তা অভিনেতার প্যান্টের ডিজাইন দেখেই বোঝা গিয়েছে ৷ দ্বিতীয়ত, কোনও রকম লুকাছাপা না করেই এদিন নিজের 'ডার্লিং' তমান্নাকে হাত ধরে ডিনার ডেটের পর রেঁস্তোরা থেকে বেরিয়ে আসেন বিজয় ৷

লাস্ট স্টোরিজ তারকাদের যে কোনও অনুষ্ঠানেই এখন দেখা যায় একসঙ্গে ৷ তবে কবে বিয়ে সেই বিষয়ে মুখে এঁটেছেন কুলুপ ৷ এক সাক্ষাৎকারে বিজয় জানিয়েছেন, তাঁর মা-ও তাঁকে বারাবার বিয়ের কথা জিজ্ঞাসা করেন ৷ কিন্তু তিনি সেই বিষয় এড়িয়ে যান সন্তর্পনে ৷ তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে যখন এক সাক্ষাৎকারে তমান্না বিজয়কে উদ্দেশ্য করে বলেন, "ওটা আমার হ্যাপি প্লেস ৷"

সূত্রের খবর, তমান্নার বাড়ি থেকে নাকি ইতিমধ্যেই বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে অভিনেত্রীকে ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছে, আখরি সঁচ, সিরিজ, জেলার ছবির আইটেম গান কাভালা ও ভোলা শঙ্কর ছবিতে ৷অন্যদিকে, বিজয়কে দেখা গিয়েছে জানে জা, কালকুট, দহড়-এ ৷ হোমি আদজানিয়ার মার্ডার মুবারক ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা যাবে বিজয় বর্মাকে ৷

হায়দরাবাদ, 30 নভেম্বর: অনান্য তারকারা যখন নিজের প্রেম জীবন অন্তরালে রাখতে পছন্দ করেন, ঠিক সেই সময়ে নিজেদের ভালোবাসা লুকোতে না-পসন্দ তমান্না ভাটিয়া ও বিজয় বর্মার ৷ এবার মুম্বইয়ের এক রেঁস্তোরায় হাতে হাত ধরে ডিনার ডেট থেকে বেরোতে দেখা গেল বলিউডের লাভ-বার্ডকে ৷

এদিন বিজয়কে দেখা গিয়েছে সাদা শার্টের সঙ্গে কালো টাই ও বল্ু প্যান্টে ৷ ড্যাশিং বিজয়কে দেখে ঘায়েল অনেক মহিলা অনুরাগীরা ৷ অন্যদিকে, তমান্নাকে দেখা গিয়েছে কালো রঙের ফুল লেংথ পোশাকে ৷ সঙ্গে একটি জ্যাকেট ৷ তবে পাপারাৎজিদের নজর আটকেছে দুটি বিষয়ে ৷ এক এদিন তমান্না যে জ্যাকেট পরেছিলেন, তা যে বিজয়ের তা অভিনেতার প্যান্টের ডিজাইন দেখেই বোঝা গিয়েছে ৷ দ্বিতীয়ত, কোনও রকম লুকাছাপা না করেই এদিন নিজের 'ডার্লিং' তমান্নাকে হাত ধরে ডিনার ডেটের পর রেঁস্তোরা থেকে বেরিয়ে আসেন বিজয় ৷

লাস্ট স্টোরিজ তারকাদের যে কোনও অনুষ্ঠানেই এখন দেখা যায় একসঙ্গে ৷ তবে কবে বিয়ে সেই বিষয়ে মুখে এঁটেছেন কুলুপ ৷ এক সাক্ষাৎকারে বিজয় জানিয়েছেন, তাঁর মা-ও তাঁকে বারাবার বিয়ের কথা জিজ্ঞাসা করেন ৷ কিন্তু তিনি সেই বিষয় এড়িয়ে যান সন্তর্পনে ৷ তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে যখন এক সাক্ষাৎকারে তমান্না বিজয়কে উদ্দেশ্য করে বলেন, "ওটা আমার হ্যাপি প্লেস ৷"

সূত্রের খবর, তমান্নার বাড়ি থেকে নাকি ইতিমধ্যেই বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে অভিনেত্রীকে ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছে, আখরি সঁচ, সিরিজ, জেলার ছবির আইটেম গান কাভালা ও ভোলা শঙ্কর ছবিতে ৷অন্যদিকে, বিজয়কে দেখা গিয়েছে জানে জা, কালকুট, দহড়-এ ৷ হোমি আদজানিয়ার মার্ডার মুবারক ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা যাবে বিজয় বর্মাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.