ETV Bharat / entertainment

Vijay on Tamannaah: তমন্নার সঙ্গে ডেটিং? প্রশ্ন শুনে লজ্জায় লাল বিজয় - vijay responds to dating rumours

বিজয় বর্মা-তমন্না ভাটিয়ার সম্পর্ক নিয়ে গুজব আজকের নয় ৷ এবার একটি ইভেন্টে তমন্না সংক্রান্ত প্রশ্নে লজ্জায় লাল হলেন বিজয় ৷

Vijay on Tamannaah
তমন্নাকে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল বিজয়
author img

By

Published : May 12, 2023, 6:16 PM IST

হায়দরাবাদ, 12 মে: বিজয় বর্মা এখন হিন্দি সিনেমার অত্যন্ত পরিচিত মুখ ৷ ওটিটি হোক বা বড় পর্দা তাঁর পারফরম্যান্স বারবার নজর কেড়েছে সকলের ৷ এই মুহূর্তে সোনাক্ষী সিনহার সঙ্গে তিনি জুটি বেঁধেছেন 'দাহাড়' ওয়েব সিরিজে ৷ তবে শুধু অভিনয় জীবন নয়, তাঁর ব্যক্তিগত জীবনও সমান চর্চিত ৷ 'ডার্লিংস' খ্যাত এই অভিনেতার নাম জড়িয়েছে তমন্না ভাটিয়ার সঙ্গে ৷ একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এই জুটি এবার বাস্তবেও কি জুটি বাঁধবেন ? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ভেসে আসে অভিনেতার দিকে ৷ এবারও ডেটিংয়ের গুজব নিয়ে তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন এক সাংবাদিক ৷ আর উত্তরে লজ্জায় লাল হলেন বিজয় ৷

'দাহাড়' ওয়েব সিরিজের টিজার মুক্তির দিনে বিজয়কে তমন্নার নাম করে বন্ধুত্বপূর্ণ খোঁচা দিয়েছিলেন অভিনেতা গুলশন দেভাইয়া ৷ সম্প্রতি একটি ইভেন্টে বিজয়কে এই নিয়েই প্রশ্ন করেন এক সাংবাদিক ৷ গুলশনও হাজির ছিলেন 'দাহাড়' সিরিজের এই প্রমোশনাল ইভেন্টে ৷ একটু দূরেই বসেছিলেন তিনি ৷ প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে যান বিজয় ৷ তারপর ব্য়ঙ্গের ছলেই তিনি গুলশনকে বলেন, "মানুষ কিন্তু তোমায় দোষ দিচ্ছে !"

প্রশ্নকর্তা অবশ্য় পুরো বিষয়টি যেভাবে বিজয় সামাল দিয়েছেন তার প্রশংসায় পঞ্চমুখ ৷ সেসব শুনে অভিনেতা বলেন, "ধন্যবাদ ৷ আমি খুশি যে পুরো বিষয়টি আমি যেভাবে সামলেছি তা আপনার ভালো লেগেছে ৷" গুলশন অবশ্য় এবারও লেগপুল করার সুযোগ ছাড়েননি ৷ বরং পিছন থেকে বলেছেন, "আরে হ্যাঁ হ্যাঁ ওর মুখে তো কোনও মেকআপ লাগানো নেই ৷ আর ও যে লজ্জায় লাল হয়েছে সেটাও আসল নয় ৷"

এমন ঠাট্টায় বিজয় নিজেও চুপ থাকতে পারেননি ৷ তিনিও হেসে কুটোপুটি হন এই ঠাট্টার পর ৷ আদতে বিজয়-তমন্নার সম্পর্কের গুজব শুরু হয় বর্ষবরণের সন্ধ্যায় ৷ গোয়া থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে একসঙ্গে ক্য়ামেরাবন্দি হন বিজয় এবং তমন্না ৷ আর তারপর থেকেই তাঁদের গুজব ক্রমাগত ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাধ্য়মে ৷

আরও পড়ুন: বাগদানের তোড়জোড়? আলোর মালায় সাজানো হল পরিনীতির বাড়ি

হায়দরাবাদ, 12 মে: বিজয় বর্মা এখন হিন্দি সিনেমার অত্যন্ত পরিচিত মুখ ৷ ওটিটি হোক বা বড় পর্দা তাঁর পারফরম্যান্স বারবার নজর কেড়েছে সকলের ৷ এই মুহূর্তে সোনাক্ষী সিনহার সঙ্গে তিনি জুটি বেঁধেছেন 'দাহাড়' ওয়েব সিরিজে ৷ তবে শুধু অভিনয় জীবন নয়, তাঁর ব্যক্তিগত জীবনও সমান চর্চিত ৷ 'ডার্লিংস' খ্যাত এই অভিনেতার নাম জড়িয়েছে তমন্না ভাটিয়ার সঙ্গে ৷ একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এই জুটি এবার বাস্তবেও কি জুটি বাঁধবেন ? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ভেসে আসে অভিনেতার দিকে ৷ এবারও ডেটিংয়ের গুজব নিয়ে তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন এক সাংবাদিক ৷ আর উত্তরে লজ্জায় লাল হলেন বিজয় ৷

'দাহাড়' ওয়েব সিরিজের টিজার মুক্তির দিনে বিজয়কে তমন্নার নাম করে বন্ধুত্বপূর্ণ খোঁচা দিয়েছিলেন অভিনেতা গুলশন দেভাইয়া ৷ সম্প্রতি একটি ইভেন্টে বিজয়কে এই নিয়েই প্রশ্ন করেন এক সাংবাদিক ৷ গুলশনও হাজির ছিলেন 'দাহাড়' সিরিজের এই প্রমোশনাল ইভেন্টে ৷ একটু দূরেই বসেছিলেন তিনি ৷ প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে যান বিজয় ৷ তারপর ব্য়ঙ্গের ছলেই তিনি গুলশনকে বলেন, "মানুষ কিন্তু তোমায় দোষ দিচ্ছে !"

প্রশ্নকর্তা অবশ্য় পুরো বিষয়টি যেভাবে বিজয় সামাল দিয়েছেন তার প্রশংসায় পঞ্চমুখ ৷ সেসব শুনে অভিনেতা বলেন, "ধন্যবাদ ৷ আমি খুশি যে পুরো বিষয়টি আমি যেভাবে সামলেছি তা আপনার ভালো লেগেছে ৷" গুলশন অবশ্য় এবারও লেগপুল করার সুযোগ ছাড়েননি ৷ বরং পিছন থেকে বলেছেন, "আরে হ্যাঁ হ্যাঁ ওর মুখে তো কোনও মেকআপ লাগানো নেই ৷ আর ও যে লজ্জায় লাল হয়েছে সেটাও আসল নয় ৷"

এমন ঠাট্টায় বিজয় নিজেও চুপ থাকতে পারেননি ৷ তিনিও হেসে কুটোপুটি হন এই ঠাট্টার পর ৷ আদতে বিজয়-তমন্নার সম্পর্কের গুজব শুরু হয় বর্ষবরণের সন্ধ্যায় ৷ গোয়া থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে একসঙ্গে ক্য়ামেরাবন্দি হন বিজয় এবং তমন্না ৷ আর তারপর থেকেই তাঁদের গুজব ক্রমাগত ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাধ্য়মে ৷

আরও পড়ুন: বাগদানের তোড়জোড়? আলোর মালায় সাজানো হল পরিনীতির বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.