ETV Bharat / entertainment

Vijay on Boycott Liger Trend মায়ের আশীর্বাদ আছে লড়তে ভয় পাই না, বয়কট লাইগার ট্রেন্ড নিয়ে মুখ খুললেন বিজয় - মায়ের আশির্বাদ আছে লড়তে ভয় পাই না লাইগার বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুললেন বিজয়

মুক্তি পাওয়ার আগেই বয়কট স্লোগান উঠেছে বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পাণ্ডের অ্যাকশন এন্টারটেইনার লাইগার নিয়ে (Boycott Liger Movie trend)৷ এবার এই বিষয়ে মুখ খুলতে গিয়ে বিজয় জানালেন, তাঁর কাছে মায়ের আশীর্বাদ আছে আর দর্শকদের ভালোবাসাও ৷ এই বয়কটবাদীদের সঙ্গে লড়তে তিনি ভয় পান না (Vijay Deverakonda reacts to Liger boycott call)৷

Vijay on Boycott Liger Trend
মুক্তি পাওয়ার আগেই বয়কট স্লোগান উঠেছে বিজয় দেবেরাকোন্ডা অনন্যা পাণ্ডের অ্যাকশন এন্টারটেইনার লাইগার নিয়ে
author img

By

Published : Aug 23, 2022, 11:23 AM IST

Updated : Aug 23, 2022, 11:29 AM IST

মুম্বই, 23 অগস্ট: গত কয়েকমাস ধরে সোশাল মিডিয়ায় বয়কট শব্দটি যেন একধরণের ট্রেন্ড হয়ে উঠেছে ছবির দুনিয়ার জন্য ৷ আমির খানের 'লাল সিং চাড্ডা', রণবীর কাপুরের 'ব্রহ্মাস্ত্র', 'শামশেরা', অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ', বয়কটের হাত থেকে মুক্তি পাননি কেউই ৷ সম্প্রতি মুক্তি পাওয়ার আগেই বয়কট স্লোগান উঠেছে বিজয় দেবেরাকোন্ডা-অনন্যা পাণ্ডের অ্যাকশন এন্টারটেইনার 'লাইগার' নিয়েও (Boycott Liger Movie trend)৷ সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বিজয় (Vijay Deverakonda reacts to Liger boycott call)৷ তিনি পরিষ্কার জানিয়েছেন, তাঁর কোনও কিছুতেই ভয় নেই । কারণ তাঁর সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, আর তিনি ঈশ্বরে বিশ্বাস করেন ৷

দিল্লিতে ছবির প্রচারে এসে তিনি বলেন, "আমি এখানে পৌঁছানোর জন্য় অনেক সংগ্রাম করেছি ৷ আমি অর্থ এবং সম্মানের জন্য এর আগেও লড়াই করেছি (Vijay on Boycott Liger Movie trend) । কাজ পাওয়ার জন্যও লড়াই করেছি । আমার প্রথম ছবি মুক্তির আগে আমার কাছে খুব বেশি টাকা ছিল না এবং আমি বিনামূল্যেও কাজ করেছি ।"

তাঁর 'অর্জুন রেড্ডি' ছবির কথা স্মরণ করে তিনি বলেন, "'অর্জুন রেড্ডি' মুক্তির সময় অনেকেই আমার বিরোধিতা করেছিল । কিন্তু তাও এই ছবি সফল হয়েছিল । আমি সব কিছুর মুখোমুখি হয়েছি এবং এখন আমি আর ভয় পাই না । আমি সিনেমা করি জনগণের জন্য ।" তাঁর মতে, একটা ছবি যখন বক্স অফিসে ব্যর্থ হয় তখন শুধু নায়ক বা পরিচালকের ক্ষতি হয় না ৷ একটি ছবির সঙ্গে বহু মানুষ জড়িয়ে থাকে, তাঁরা প্রত্যেকে ক্ষতির সম্মুখীন হন ৷ তাই একসঙ্গে সবার ছবির সমর্থনে এগিয়ে আসা উচিত ৷

আরও পড়ুন: আমিরের লাল সিং চড্ডার বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

বিজয় এও জানান, ঈশ্বরের প্রতি বিশ্বাস, মায়ের ভালোবাসা আর দর্শকদের ভালোবাসাই তাঁর মূল ভরসা ৷ এই তিন অস্ত্র হাতে তিনি যেকোনও লড়াই লড়তে প্রস্তুত ৷ ঠিক যেন তিনি বয়কটের আগুনের সামনে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দিলেন 'দিবার' ছবির সেই বিখ্য়াত সংলাপ, 'মেরে পাশ মা হ্যায়' ৷ তিনি এও জানান, শুরুতে এই ছবি কেমন প্রতিক্রিয়া পাবে তা তিনি জানতেন না ৷ কিন্তু ছবির প্রচারের জন্য় প্রায় 17টি শহরে প্রচার করেছেন তাঁরা ৷ আর সেখানে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতে অভিভূত ৷ বিজয়ের কথায়, "মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা চিরকাল আমার সঙ্গে থাকবে । আমি অভিভূত ।" বিজয়-অনন্যার এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 25 অগস্ট ৷

মুম্বই, 23 অগস্ট: গত কয়েকমাস ধরে সোশাল মিডিয়ায় বয়কট শব্দটি যেন একধরণের ট্রেন্ড হয়ে উঠেছে ছবির দুনিয়ার জন্য ৷ আমির খানের 'লাল সিং চাড্ডা', রণবীর কাপুরের 'ব্রহ্মাস্ত্র', 'শামশেরা', অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ', বয়কটের হাত থেকে মুক্তি পাননি কেউই ৷ সম্প্রতি মুক্তি পাওয়ার আগেই বয়কট স্লোগান উঠেছে বিজয় দেবেরাকোন্ডা-অনন্যা পাণ্ডের অ্যাকশন এন্টারটেইনার 'লাইগার' নিয়েও (Boycott Liger Movie trend)৷ সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বিজয় (Vijay Deverakonda reacts to Liger boycott call)৷ তিনি পরিষ্কার জানিয়েছেন, তাঁর কোনও কিছুতেই ভয় নেই । কারণ তাঁর সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, আর তিনি ঈশ্বরে বিশ্বাস করেন ৷

দিল্লিতে ছবির প্রচারে এসে তিনি বলেন, "আমি এখানে পৌঁছানোর জন্য় অনেক সংগ্রাম করেছি ৷ আমি অর্থ এবং সম্মানের জন্য এর আগেও লড়াই করেছি (Vijay on Boycott Liger Movie trend) । কাজ পাওয়ার জন্যও লড়াই করেছি । আমার প্রথম ছবি মুক্তির আগে আমার কাছে খুব বেশি টাকা ছিল না এবং আমি বিনামূল্যেও কাজ করেছি ।"

তাঁর 'অর্জুন রেড্ডি' ছবির কথা স্মরণ করে তিনি বলেন, "'অর্জুন রেড্ডি' মুক্তির সময় অনেকেই আমার বিরোধিতা করেছিল । কিন্তু তাও এই ছবি সফল হয়েছিল । আমি সব কিছুর মুখোমুখি হয়েছি এবং এখন আমি আর ভয় পাই না । আমি সিনেমা করি জনগণের জন্য ।" তাঁর মতে, একটা ছবি যখন বক্স অফিসে ব্যর্থ হয় তখন শুধু নায়ক বা পরিচালকের ক্ষতি হয় না ৷ একটি ছবির সঙ্গে বহু মানুষ জড়িয়ে থাকে, তাঁরা প্রত্যেকে ক্ষতির সম্মুখীন হন ৷ তাই একসঙ্গে সবার ছবির সমর্থনে এগিয়ে আসা উচিত ৷

আরও পড়ুন: আমিরের লাল সিং চড্ডার বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

বিজয় এও জানান, ঈশ্বরের প্রতি বিশ্বাস, মায়ের ভালোবাসা আর দর্শকদের ভালোবাসাই তাঁর মূল ভরসা ৷ এই তিন অস্ত্র হাতে তিনি যেকোনও লড়াই লড়তে প্রস্তুত ৷ ঠিক যেন তিনি বয়কটের আগুনের সামনে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দিলেন 'দিবার' ছবির সেই বিখ্য়াত সংলাপ, 'মেরে পাশ মা হ্যায়' ৷ তিনি এও জানান, শুরুতে এই ছবি কেমন প্রতিক্রিয়া পাবে তা তিনি জানতেন না ৷ কিন্তু ছবির প্রচারের জন্য় প্রায় 17টি শহরে প্রচার করেছেন তাঁরা ৷ আর সেখানে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতে অভিভূত ৷ বিজয়ের কথায়, "মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা চিরকাল আমার সঙ্গে থাকবে । আমি অভিভূত ।" বিজয়-অনন্যার এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 25 অগস্ট ৷

Last Updated : Aug 23, 2022, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.