ETV Bharat / entertainment

Vijay Devarakonda: ইডির জেরার মুখে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা

author img

By

Published : Dec 1, 2022, 10:17 AM IST

Updated : Dec 1, 2022, 10:51 AM IST

আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলার জেরে বুধবার দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে জেরা করলেন ইডি আধিকারিকরা (Vijay Devarakonda Questioned by ED)৷

Vijay Devarakonda
ইডির জেরার মুখে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলার জেরে বুধবার দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে জেরা করলেন ইডি আধিকারিকরা ৷ তাঁর শেষ ছবি 'লাইগার'-এর জন্য় যে অর্থ ব্যায় করা হয়েছে সেই সম্পর্কে প্রায় 9 ঘণ্টা ধরে জেরা করে ইডি (Vijay questioned by ED for 9 hours )৷ ছবির পিছনে খরচ হওয়া টাকা কোথা থেকে এসেছে তা নিয়ে ইতিমধ্য়েই তদন্ত শুরু হয়েছে (Vijay Devarakonda Questioned by ED) ৷

বুধবার জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা ৷ বিজয় জানান, তিনি আধিকারিকদের সমস্ত জেরার যথাযথ উত্তর দিয়েছেন ৷ তাঁর তরফ থেকে তিনি আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন ৷ তিনি বলেন, "আপনারা সবাই যখন ভালোবাসা দেবেন, তাতে কিছু সমস্যা ও ঝামেলা থাকবেই ৷ তবে এটাও একটা অভিজ্ঞতা এবং এটাই জীবন ৷ আমাকে ডাকা হয়েছে ৷ আমি আমার দায়িত্ব পালন করেছি ৷ সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছি।"

এই ছবি নিয়ে অভিযোগ উঠেছে যে 'লাইগার' ছবির নির্মাণে সরাসরি 'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্য়াক্ট' লঙ্ঘন করা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, সরাসরি বিদেশি টাকাও বিনিয়োগ করা হয়েছে এই ছবিতে ৷ শুধু তাই নয় এর সঙ্গে তেলঙ্গনার একজন রাজনৈতিক নেতারও যোগ খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর ৷ কালো টাকা সাদা করতেই কি ছবিতে মুক্ত হস্তে বিনিয়োগ? পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: হাজির 'দ্য রেড ফাইলস' ছবির লোগো এবং ফার্স্ট লুক পোস্টার

এর আগে এই ছবির পরিচালক পুরী জগন্নাথ এবং প্রযোজক চার্মি কৌরকেও জেরা করেছিল ইডি ৷ মোট 12 ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁদের ৷ ইতিমধ্য়েই এই নিয়ে মুখ খুলেছে কংগ্রেসও ৷ এক কংগ্রেস নেতা এও অভিযোগ করেছেন, অনেকেই কালো টাকা সাদা করতে এই ছবিতে বিনিয়োগ করেছিলেন ৷ যদিও ছবিটি বক্স অফিসে খুব সাফল্য় পায়নি ৷ গত অগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি ৷ এই ছবির হাত ধরেই বিজয় বলিউডে পা রাখেন ৷ তবে দর্শকদের মন কাড়তে ব্যর্থ হয় 'লাইগার' ৷

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলার জেরে বুধবার দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে জেরা করলেন ইডি আধিকারিকরা ৷ তাঁর শেষ ছবি 'লাইগার'-এর জন্য় যে অর্থ ব্যায় করা হয়েছে সেই সম্পর্কে প্রায় 9 ঘণ্টা ধরে জেরা করে ইডি (Vijay questioned by ED for 9 hours )৷ ছবির পিছনে খরচ হওয়া টাকা কোথা থেকে এসেছে তা নিয়ে ইতিমধ্য়েই তদন্ত শুরু হয়েছে (Vijay Devarakonda Questioned by ED) ৷

বুধবার জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা ৷ বিজয় জানান, তিনি আধিকারিকদের সমস্ত জেরার যথাযথ উত্তর দিয়েছেন ৷ তাঁর তরফ থেকে তিনি আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন ৷ তিনি বলেন, "আপনারা সবাই যখন ভালোবাসা দেবেন, তাতে কিছু সমস্যা ও ঝামেলা থাকবেই ৷ তবে এটাও একটা অভিজ্ঞতা এবং এটাই জীবন ৷ আমাকে ডাকা হয়েছে ৷ আমি আমার দায়িত্ব পালন করেছি ৷ সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছি।"

এই ছবি নিয়ে অভিযোগ উঠেছে যে 'লাইগার' ছবির নির্মাণে সরাসরি 'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্য়াক্ট' লঙ্ঘন করা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, সরাসরি বিদেশি টাকাও বিনিয়োগ করা হয়েছে এই ছবিতে ৷ শুধু তাই নয় এর সঙ্গে তেলঙ্গনার একজন রাজনৈতিক নেতারও যোগ খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর ৷ কালো টাকা সাদা করতেই কি ছবিতে মুক্ত হস্তে বিনিয়োগ? পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: হাজির 'দ্য রেড ফাইলস' ছবির লোগো এবং ফার্স্ট লুক পোস্টার

এর আগে এই ছবির পরিচালক পুরী জগন্নাথ এবং প্রযোজক চার্মি কৌরকেও জেরা করেছিল ইডি ৷ মোট 12 ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁদের ৷ ইতিমধ্য়েই এই নিয়ে মুখ খুলেছে কংগ্রেসও ৷ এক কংগ্রেস নেতা এও অভিযোগ করেছেন, অনেকেই কালো টাকা সাদা করতে এই ছবিতে বিনিয়োগ করেছিলেন ৷ যদিও ছবিটি বক্স অফিসে খুব সাফল্য় পায়নি ৷ গত অগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি ৷ এই ছবির হাত ধরেই বিজয় বলিউডে পা রাখেন ৷ তবে দর্শকদের মন কাড়তে ব্যর্থ হয় 'লাইগার' ৷

Last Updated : Dec 1, 2022, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.