ETV Bharat / entertainment

Vicky-Sara Movie Promotion: হাতে রোটি-সবজি নিয়ে দেশি গানে বিভোর সারা-ভিকি, ব্যাপারখানা দেখে চমকে যাবেন - জরা হটকে জরা বাঁচকে

মুক্তির অপেক্ষায় সারা আলি খান ও ভিকি কৌশল পরিচালিত ছবি 'জরা হটকে জরা বাঁচকে' । রোম্যান্টিক মেজাজে ভিকি-সারার এই ছবির ট্রেলার প্রশংসিত দর্শক দরবারে । ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 2 জুন ৷

Vicky-Sara Movie Promotion
সারা আলি খান ও ভিকি কৌশল ছবির প্রোমোশনে
author img

By

Published : May 22, 2023, 12:10 PM IST

হায়দরাবাদ, 22 মে: ছবির প্রোমোশনে গিয়ে পুরো গ্রামের মানুষের মন জয় করে নিয়েছেন ভিকি কৌশল ও সারা আলি খান । আর সেই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল । 'জরা হটকে জরা বাঁচকে' ছবির প্রোমোশনের গিয়ে রাজস্থানের খাবার ও সেখানকার বাসিন্দাদের প্রেমে পড়েছেন এই দুই বলিউডি তারকা। মাটির এত কাছাকাছি তারকাদের দেখে আপ্লুত অনুরাগীরাও ।

জুনে মুক্তি পেতে চলেছে লক্ষণ উতেকর পরিচালিত 'জরা হটকে জরা বাঁচকে' । এর আগে পরিচালক 'লুকা ছুপি' বা 'মিমি'র মতো জনপ্রিয় হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । এবার তিনি পর্দায় হাজির করেছেন সারা ও ভিকিকে । জোর কদমে চলছে ছবির প্রোমোশন । আর এই প্রমোশনের কারণেই ভিকি ও সারা রবিবার পৌঁছে গিয়েছিলেন রাজস্থানে । সেখানে একটি পরিবারের প্রায় 170 জন সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন বলি তারকারা । ছবিতে দেখা গিয়েছে, ভিকি কৌশল রাজস্থানের চিরাচরিত কালারফুল পাগড়ি পরে রয়েছেন । অন্যদিকে, সারা আলি খানকে দেখা গিয়েছে দেশি অবতারে ।

ছবির পাশাপাশি একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভিকি কৌশল । ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সারা ও ভিকি অনেক মহিলাদের সঙ্গে বসে রয়েছেন । চাটুতে তৈরি হচ্ছে রুটি । এরপর একটি বাটিতে করে রুটি ও ভাজা খেতে দেওয়া হয়েছিল বলি তারকাদের । সেটা খানও তাঁরা । খাওয়ার পর কেমন লেগেছে সেই অনুভূতিও শেয়ার করেছেন দুজনে ।

শুধু তাই নয়, খাওয়া ও আড্ডার পাশাপাশি মহিলা মহল জমে উঠেছিল গানে গানেও । ভিকি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "গসিপ সেশন-শাহ পরিবার । 170 জন সদস্যদের নিয়ে যৌথ পরিবার । যত বড় পরিবার তত বড় মন । মন থেকে সবাইকে জানাই রাম রাম ! হ্যাশট্যাগ জরা হটকে জরা বাঁচকে ।"

পোস্টটি সামনে আসতেই অনুরাগীরা মন্তব্যে ভাসিয়েছেন । কেউ কেউ লিখেছেন খুব ভালো উদ্যোগ । আবার কেউ লিখেছেন, সবটাই ছবি প্রোমোশনের স্ট্যাটেজি । প্রসঙ্গত, ছবি মুক্তির আগে আজমের শরিফ দর্শনে গিয়েছিলেন সারা আলি খান । তবে সেখানে একাই গিয়েছিলেন অভিনেত্রী । সেই ছবিও শেয়ার করেছেন তিনি ।

আরও পড়ুন: আরও এক বসন্ত পেরোলেন শাহরুখ কন্যা, জন্মদিনে ফিরে দেখা সুহানার ভাইরাল ছবি

ছবি প্রসঙ্গে বলতে গেলে, কিছুদিন আগেই ট্রেলার সামনে এসেছে । ছবির গল্প এগিয়েছে ইন্দোরের এক পরিবারকে কেন্দ্র করে । ভিকির চরিত্রের নাম কপিল ও সারার চরিত্রের নাম সৌমেয়া । ভালোবাসা দিয়ে এই জার্নি শুরু হলেও বিয়ের কয়েক বছর পরেই সম্পর্কে আসে তিক্ততা । যা গড়ায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত । আর এখানেই পরিচালক রেখেছেন টুইস্ট । মজাদার গল্পের মোড়কে ছবির ট্রেলার দর্শক দরবারে প্রশংসিত হয়েছে । প্রশংসা পেয়েছে ছবির প্রথম গানও । বাকিটা জানা যাবে 2 জুন 'জরা হটকে জরা বাঁচকে' মুক্তির পরেই ।

হায়দরাবাদ, 22 মে: ছবির প্রোমোশনে গিয়ে পুরো গ্রামের মানুষের মন জয় করে নিয়েছেন ভিকি কৌশল ও সারা আলি খান । আর সেই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল । 'জরা হটকে জরা বাঁচকে' ছবির প্রোমোশনের গিয়ে রাজস্থানের খাবার ও সেখানকার বাসিন্দাদের প্রেমে পড়েছেন এই দুই বলিউডি তারকা। মাটির এত কাছাকাছি তারকাদের দেখে আপ্লুত অনুরাগীরাও ।

জুনে মুক্তি পেতে চলেছে লক্ষণ উতেকর পরিচালিত 'জরা হটকে জরা বাঁচকে' । এর আগে পরিচালক 'লুকা ছুপি' বা 'মিমি'র মতো জনপ্রিয় হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । এবার তিনি পর্দায় হাজির করেছেন সারা ও ভিকিকে । জোর কদমে চলছে ছবির প্রোমোশন । আর এই প্রমোশনের কারণেই ভিকি ও সারা রবিবার পৌঁছে গিয়েছিলেন রাজস্থানে । সেখানে একটি পরিবারের প্রায় 170 জন সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন বলি তারকারা । ছবিতে দেখা গিয়েছে, ভিকি কৌশল রাজস্থানের চিরাচরিত কালারফুল পাগড়ি পরে রয়েছেন । অন্যদিকে, সারা আলি খানকে দেখা গিয়েছে দেশি অবতারে ।

ছবির পাশাপাশি একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভিকি কৌশল । ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সারা ও ভিকি অনেক মহিলাদের সঙ্গে বসে রয়েছেন । চাটুতে তৈরি হচ্ছে রুটি । এরপর একটি বাটিতে করে রুটি ও ভাজা খেতে দেওয়া হয়েছিল বলি তারকাদের । সেটা খানও তাঁরা । খাওয়ার পর কেমন লেগেছে সেই অনুভূতিও শেয়ার করেছেন দুজনে ।

শুধু তাই নয়, খাওয়া ও আড্ডার পাশাপাশি মহিলা মহল জমে উঠেছিল গানে গানেও । ভিকি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "গসিপ সেশন-শাহ পরিবার । 170 জন সদস্যদের নিয়ে যৌথ পরিবার । যত বড় পরিবার তত বড় মন । মন থেকে সবাইকে জানাই রাম রাম ! হ্যাশট্যাগ জরা হটকে জরা বাঁচকে ।"

পোস্টটি সামনে আসতেই অনুরাগীরা মন্তব্যে ভাসিয়েছেন । কেউ কেউ লিখেছেন খুব ভালো উদ্যোগ । আবার কেউ লিখেছেন, সবটাই ছবি প্রোমোশনের স্ট্যাটেজি । প্রসঙ্গত, ছবি মুক্তির আগে আজমের শরিফ দর্শনে গিয়েছিলেন সারা আলি খান । তবে সেখানে একাই গিয়েছিলেন অভিনেত্রী । সেই ছবিও শেয়ার করেছেন তিনি ।

আরও পড়ুন: আরও এক বসন্ত পেরোলেন শাহরুখ কন্যা, জন্মদিনে ফিরে দেখা সুহানার ভাইরাল ছবি

ছবি প্রসঙ্গে বলতে গেলে, কিছুদিন আগেই ট্রেলার সামনে এসেছে । ছবির গল্প এগিয়েছে ইন্দোরের এক পরিবারকে কেন্দ্র করে । ভিকির চরিত্রের নাম কপিল ও সারার চরিত্রের নাম সৌমেয়া । ভালোবাসা দিয়ে এই জার্নি শুরু হলেও বিয়ের কয়েক বছর পরেই সম্পর্কে আসে তিক্ততা । যা গড়ায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত । আর এখানেই পরিচালক রেখেছেন টুইস্ট । মজাদার গল্পের মোড়কে ছবির ট্রেলার দর্শক দরবারে প্রশংসিত হয়েছে । প্রশংসা পেয়েছে ছবির প্রথম গানও । বাকিটা জানা যাবে 2 জুন 'জরা হটকে জরা বাঁচকে' মুক্তির পরেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.